ভাঁজের খেলা || কাগজ দিয়ে একটি ব্যাঙ তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামু আলাইকুম/আদাব

সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আর আপনারা সকলেই সবসময় সুস্থ থাকবেন। ভালো থাকবেন। এটাই আমার প্রত্যাশা। বন্ধুরা আজ দুদিন ধরে আমি ভীষণ অসুস্থ। কারণ প্রচন্ড মাথা ব্যথা ঘাড় ব্যথায় চোখ খুলতে পারছি না। আর তাই এই সপ্তাহে তুলনামূলকভাবে পোস্ট কিংবা মন্তব্য করতে পারছিনা। আজ সকাল বেলা থেকে অনেক বেশি অসুস্থ অনেক কান্না করেছি কারণ প্রচন্ড মাথা ব্যাথা। আর এদিকে শিপুর পরীক্ষা, বাসায় রান্না বান্না ঠিকমতো করতে পারছিনা। অনেক ভেবেচিন্তে ভাবলাম,,খুব অল্প সময়ের মধ্যে একটা কিছু পোস্ট করে ফেলি। আর ভাবতে ভাবতে ও চলে গেল অনেকটা সময়। হঠাৎ করে মাথায় এলো ছোটবেলায় কাগজ দিয়ে ভাঁজের খেলায় ব্যাঙ তৈরি করতাম। আর তাই চেষ্টা করছি ব্যাঙ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। জানিনা কেমন হবে। যাই হোক আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি যেন সুস্থ হয়ে কমিউনিটির কাজ ভালোভাবে করতে পারি।তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

ফাইনাল আউটপুট
photo_2022-11-21_22-01-24.jpg
photo_2022-11-21_22-01-18.jpg

প্রয়োজনীয় উপকরন

  • A4 সাইজ পেপার।

photo_2022-11-21_22-01-53.jpg

১ম ধাপ
  • প্রথমে একটি এ ফোর সাইজ পেপার নিয়ে চিত্রের মত করে ভাঁজ করে নিয়েছি এবং নিচের অংশটি কেটে নিয়েছি।

photo_2022-11-21_22-02-00.jpg

photo_2022-11-21_22-01-57.jpg

২য় ধাপ
  • অতঃপর মূল অংশটি ছবির মত করে ভাজ দিয়ে নিয়েছি এবং পরবর্তীতে দ্বিতীয় ছবির মত ভাঁজগুলোকে একে অপরের সাথে লাগিয়ে দিয়েছে।

photo_2022-11-21_22-01-47.jpg

photo_2022-11-21_22-01-50.jpg

৩য় ধাপ
  • অতঃপর কাগজটিকে উল্টে দেবো এবং চিত্রের ন্যায় সেখানে আবার ভাজ দেব। আপনি সঠিকভাবে ভাজ দিতে পারলে যে কোন কিছু খুব সহজে তৈরি করতে পারবেন।

photo_2022-11-21_22-01-35.jpg

photo_2022-11-21_22-01-44.jpg

৪র্থ ধাপ
  • এরপর নিচের অংশটি ভাজ দিয়ে নেব এবং উপরের অংশের মধ্যে লাগিয়ে দেব। লাগানোর জন্য দুই সাইডেই ফুটোর থাকবে। অতঃপর কাগজটিকে উল্টিয়ে দেব এবং ব্যাঙের পা তৈরি করব।

photo_2022-11-21_22-01-42.jpg

photo_2022-11-21_22-01-38.jpg

৫ম ধাপ
  • ব্যাঙের পা তৈরি হয়ে গেলে কাগজটি আবার উল্টে দেবো। তখন এরকম দেখতে লাগবে। আমাদের ব্যাঙ বানানোর কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু নিজের দিকে একটু ভাজ দিতে হবে, তাহলেই ব্যাঙের পিছনে একটু চাপ দিলেই ব্যাঙটি লাভ দিয়ে উঠবে।

photo_2022-11-21_22-01-30.jpg

photo_2022-11-21_22-01-32.jpg

৬ষ্ঠ ধাপ
  • ব্যাঙের নিচের দিকে একটু ভাজ দিয়ে দিলেই আমাদের ব্যাঙটি তৈরি হয়ে যাবে। এখন ব্যাঙের পিছনে শুধু একটু চাপ দিলেই ব্যাঙটি লাফিয়ে উঠবে। তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত সেই কাগজের ব্যাঙ।

photo_2022-11-21_22-01-27.jpg

photo_2022-11-21_22-01-24.jpg


তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত কাগজের তৈরি ব্যাঙ। আশাকরি আপনাদের ভালো লেগেছে।


New_Benner_ABB-6.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

অনেক চমৎকার ভাবে কাগজ দিয়ে ব্যাঙ তৈরি করেছ আম্মু। সত্যি অনেক ভালো হয়েছে, উপস্থাপনা টিও অনেক ভালো ছিল।

 2 years ago 

তোমাকে অনেক অনেক ধন্যবাদ সিয়াম, আমি চেষ্টা করেছি।

 2 years ago 

প্রথমে আপু আপনার জন্য দোয়া রইল আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এই ব্যাঙ বানানোর পদ্ধতি আমি আগেও দেখেছি। তবে কোথায় দেখেছি সেটা ঠিক মনে নাই। আর আপনার পোস্টের মাধ্যমে আবার দেখতে পারলাম। ধন্যবাদ আপু আপনাকে কাগজ দিয়ে ব্যাঙ বানানোর প্রক্রিয়াটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আজ অনেকদিন পর কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার চেষ্টা করলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু প্রথমে আপনার জন্য অনেক অনেক সুস্থতা কামনা করছি ।আশা করি খুব শীঘ্রই আপনি সুস্থ হয়ে যাবেন। শুনে বেশ খারাপ লাগলো যেহেতু শীপুর পরীক্ষা চাইলেও আপনি শুয়ে থাকতে পারছেন না। যাইহোক আশা করছি খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আপু আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে ব্যাঙ বানিয়েছেন।আসলেই ছোটবেলা এগুলো দিয়ে অনেক খেলা করতাম।

 2 years ago 

অনেক টেনশন এর মধ্যে রয়েছি আপু, কি করব সেটাই বুঝতে পারছি না, এই দিকে শিপুে পরীক্ষা অন্যদিকে শরীর খারাপ।

 2 years ago 

আশা করি ভালো আছেন? আজকে আপনার কাগজ দিয়ে একটি ব্যাঙ তৈরি দেখে খুব ভালো লাগলো। আসলে প্রাইমারি স্কুলে থাকতে কাগজ দিয়ে নানান কিছু তৈরি করতাম। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে ব্যাঙ তৈরির প্রক্রিয়া উপস্থাপন করেছেন‌। দেখে সত্যিই খুব ভালো লাগলো । এতো চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ছোটবেলায় এরকম অনেক ধরনের প্রজেক্ট করার চেষ্টা করেছিলাম, সেটাই আজ মনে পড়ে গেল অতঃপর আমি পোস্ট করে ফেললাম।

 2 years ago 

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। এখন ঋতু পরিবর্তন হচ্ছে। কমবেশি সবাই অসুস্থ জ্বর ঠান্ডা লেগে আছে ‌। ছোটবেলায় স্কুলে থাকতে কাগজ দিয়ে ব্যাঙ বানিয়েছি। অনেকদিন পর আপনার পোস্ট দেখে মনে পড়ে গেল। প্রতিটি ধাপ সুন্দর ভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ আপনাকে এই রকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এখন প্রত্যেকটি বাসায় প্রায় সবাই অসুস্থ, জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনের কারণেই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে।

 2 years ago 

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তবে একটা কাগজের ভাজে ভাজে সত্যিই খুব সুন্দর একটি ব্যাঙ তৈরি করে ফেলেছেন। ছোটবেলায় আমি এইরকম ব্যাঙ তৈরি করে অনেক খেলা করেছি। আপনার ব্যাঙটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।।।

 2 years ago 

আপনার সুস্থতা কামনা করি আপু। আশা রাখি দ্রুতো সেরে উঠবেন। মাথা ব্যাথা হলে সত্যি অনেক খারাপ লাগে। যাক আজকে আপনার কাগজের ভাজে যেনো ছোটো বেলায় হারিয়ে গেলাম। ছোটো বেলায় আমিও এভাবে ব্যাঙ, ফুল এসব বানাতাম। শুভেচ্ছা রইলো আপু।

 2 years ago 

শরীর এখনো অনেক খারাপ লাগছে কিন্তু তারপরও আমি আমার কাজগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করছি তাই তো এত কষ্ট করে পোস্ট করেছি।

 2 years ago 

শরীর খারাপ থাকলে কোন কিছুই ভালো লাগেনা আপু। আর মাথা ব্যথা হলে আসলেই কান্না চলে আসে তখন কান্না করেও কোন লাভ হয় না। তারপর আবার আপনার ছেলের পরীক্ষা চলছে তাহলে তো শরীর মন দুটোই খারাপ হওয়ার কথা। ঠিকই বলেছেন আপু এ ধরনের ব্যাঙ তৈরি করতে আসলেই ভাঁজের খেলার প্রয়োজন হয়। ভাঁজে ভাঁজে একসময় দেখা যায় খুব সুন্দর একটি ব্যাঙ তৈরি হয়ে গিয়েছে। আপনার ব্যাঙ টি কিন্তু সাদা কালারের কাগজ দিয়ে বানানোর কারণে অন্যরকম সুন্দর লাগছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই সমস্যাগুলো কাউকে বোঝানো সম্ভব নয়, যে সাফার করে সেই একমাত্র বুঝতে পারে এই যন্ত্রণা টা কি। তারপরও কমিউনিটি তে কাজ করে যাওয়ার চেষ্টা করছি।

 2 years ago 

কাগজ দিয়ে খুবই সুন্দর ব্যঙ তৈরি করেছেন। এই ব্যঙ তৈরি করার উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। পরবর্তীতে তৈরি করব। দেখতে অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

পরবর্তীতে তৈরি করলে কিন্তু এভাবে উপস্থাপন করে দেখাতে হবে।।

 2 years ago 

দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করছি।
কাগজের ব্যাঙ অনেক সুন্দর হয়েছে। ছোট বেলায় এরকম তৈরি করে খেলতাম এটা দিয়ে। খুব সুন্দর ভাবে তৈরি করে প্রতিটি ধাপ বর্ননা করেছেন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ছোটবেলার কথা মনে পরে গিয়েছিলো তাইতো এই কাগজের ব্যাঙটি তৈরি করেছি।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81