এসো নিজে করি// রঙিন কাগজ দিয়ে// ওয়াল ফটো ফ্রেম//১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য।



আসসালামু আলাইকুম

বসন্তের বাসন্তী রাঙ্গা রংয়ের অনাবিল শুভেচ্ছা সবাইকে।আশা করি সকলেই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তবে কবির সুরের সাথে সুর মিলিয়ে বলতে ইচ্ছে করছে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।

20220215_203648.jpg


বন্ধুরা,,

আজ বসন্তের শুভ ক্ষনে
ইচ্ছে জাগে মনে মনে
এসো নিজে করি
আহা!! মরি মরি।

রঙিন কাগজের ফটো ফ্রেম
তৈরি করেছি আজ
সকলের সাথে শেয়ার করব
আমি রংবাজ
♥♥

আজ আমি আপনাদের জন্য বিশেষ এক আয়োজন নিয়ে এসেছি।অনেকদিন পর।হঠাৎ করে মনে হল ব্যতিক্রম কিছু করা দরকার।বিশ্ব ভালোবাসা দিবসে বসন্তের শুভ খনে কতজন কত ছবি আমরা তুলেছি।আর সেগুলো রাখার জন্য যদি ওয়াল ফটো ফ্রেম নিজের হাতে তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুনতো??
নিশ্চয়ই ভালো হয়।তাই তো আপনাদের জন্য আজ আমার নিজের হাতে রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়াল ফোটো ফ্রেম আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে।তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

IMG_20220215_201641.jpg


উপকরণ সমূহঃ

♦রঙিন কাগজ

♦সাদা কাগজ

♦ কাচি

♦আঠা

♦পুথি

♦কালো সুতা

♦কাঠি



প্রস্তুত প্রণালীঃ

IMG_20220215_200602.jpg

♦প্রথমে রঙিন লাল কাগজগুলো এভাবে কেটে একটি কাঠির সাহায্যে লাঠির মত করে নেই।

IMG_20220215_200617.jpg

♦ লাল কাগজ দিয়ে ঠিক এভাবে লাঠিগুলো তৈরি করি।

IMG_20220215_200714.jpg

♦এভাবে আঠার দিয়ে একটা লাঠির সাথে আরেকটা লাগিয়ে নেই।

IMG_20220215_200746.jpg

♦পর্যায়ক্রমে আটটি লাঠি এভাবে জোড়া লাগিয়ে চারটি বানাবো। এবং একটা অবশিষ্ট থাকবে।

IMG_20220215_200832.jpg

♦এবার একটি সাদা কাগজের উপর লাঠি গুলো এভাবে আঠা দিয়ে জয়েন করিয়ে দেবো।

IMG_20220215_200924.jpg

♦ঠিক এভাবে চারিদিকে আঠা দিয়ে জয়েন লাগিয়ে দেয়ার পর,, অবশিষ্ট লাঠিটি মাঝখান বরাবর আঠা দিয়ে লাগিয়ে দেব।

IMG_20220215_201050.jpg

♦এবার হলুদ ও লাল কাগজ দিয়ে এভাবে ফুল কেটে নিলাম।।

IMG_20220215_201031.jpg

♦এবং সবুজ কাগজ দিয়ে এভাবে ফুলের পাপড়ি বানিয়ে নিলাম।

IMG20220213175305.jpg

♦এবার একটু ছোট করে দুই পাশে দুটো লাঠি এভাবে আঠা দিয়ে লাগিয়ে নেব।

IMG_20220215_201211.jpg

♦এবার আঠার দিয়ে ফুল গুলো এভাবে উপরদিকে লাগিয়ে দেই।

IMG_20220215_201247.jpg

♦এবার ফুলগুলো নিচের দিকে ঠিক এভাবে আঠা দিয়ে লাগিয়ে দেই।

IMG_20220215_201348.jpg


এবার পেছনদিকে সুতার তৈরি হুক টি এভাবে আঠা দিয়ে কাগজ দিয়ে লাগিয়ে নেই।

IMG_20220215_201437.jpg

♦খুব সহজেই তৈরি হয়ে গেল রঙিন কাগজ দিয়ে ওয়াল ফটো ফ্রেম।

IMG_20220215_201520.jpg

♦এবার ফটো ফ্রেম এর ভেতরে ফটো সেট করে নিলাম।

IMG_20220215_201708.jpg

♦এবার দেখুন ওয়ালে টাঙ্গিয়ে দিলাম ওয়াল ফটো ফ্রেমটি।

IMG_20220215_201641.jpg

♦আশাকরি আপনাদের ভাল লেগেছে আমার নিজে হাতে তৈরি করা রঙিন কাগজ দিয়ে ওয়াল ফটো ফ্রেমটি।আপনাদের ভাল লাগাই আমার পরম পাওয়া।
বসন্ত উৎসব ছড়িয়ে যাক সবার মনে প্রানে। এই আশা ব্যক্ত করে,, আজকের মত এখানেই। আবারো ফিরে আসব আগামীদিনে, নতুন কোন বিষয় নিয়ে,,ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন।স্বাস্থ্যবিধি মেনে চলবেন।আল্লাহ হাফেজ।

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর ওয়াল ফটো ফ্রেম বানিয়েছেন আপু। আপনার এই ভিন্নধর্মী আইডিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। নিজের হাতে দেয় এমন সুন্দর একটা জিনিস তৈরি করা যায় সেটা আপনার এই পোষ্টের মাধ্যমে আমি শিখতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ
♥♥

 2 years ago 

কাগজ দিয়ে খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন। অত্যন্ত সুচারু ও দক্ষতায় সুনিপুন কৌশলের নান্দনিক কারিগরি। সাথের ফুলগুলো এটিকে দারুনভাবে ফুটিয়েছে।ধন্যবাদ শ্রদ্ধেয়।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়াল ফটো ফ্রেম অনেক সুন্দর হয়েছে দেখে অনেক ভালো লাগলো নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 2 years ago 
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য♥♥
 2 years ago 

আপনার তৈরি করা ওয়ালমেট এর ফটো ফ্রেম টি দেখতে সত্যিই দারুন লাগছিল । আপনি অনেক চমৎকার ভাবে রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট ফটো ফ্রেম তৈরি করে আমাদের মাঝে দেখিয়েছেন এটি বাড়িতে সাজিয়ে রাখলে খুবই সুন্দর দেখাবে । আপনি খুবই নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সৃষ্টিশীল একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ❤️❤️

 2 years ago 

এই সৃষ্টিশীল কাজকে আরো বেশি প্রাণবন্ত উজ্জীবিত করার জন্য আপনার চমৎকার মন্তব্যটি আমার জন্য পাথেয় হয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে♥♥

 2 years ago 

আপু সত্যিই আপনার ফটো ফ্রেমটা খুব সুন্দর হয়েছে। আপনি পারেনও বটে। খুব সুন্দর করে ফটো ফ্রেমটা তৈরি করেছেন। যে কালারের কাগজগুলি ব্যবহার করেছেন এই কালারের জন্য আপনার ফটো ফ্রেমটা দেখতে আরো সুন্দর লাগছে। সেই সাথে আপনার সুন্দর একটি ছবিও লাগিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি আমাকে এতো চমৎকার করে গঠনমূলক মন্তব্য করে উজ্জীবিত করার জন্য ভালো থাকবেন সবসময়♥♥
 2 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে আপু। আমিও এমন ধরনের একটি ফটো ফ্রেম তৈরি করেছিলাম জানিনা আপনার মত এত সুন্দর হয়েছিল কিনা। আপনার তৈরি করা ফটো ফ্রেম টি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনি ধাপে ধাপে অনেক সুন্দর বর্ণনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 
আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ জানাচ্ছি চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য এবং বেশি বেশি অনুপ্রেরণা দেয়ার জন্য♥♥
 2 years ago 

অনেক সুন্দর একটি ফটো ফ্রেম তৈরি করেছেন আপনি আপু। এই ফটো ফ্রেম টি আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর দক্ষতার সঙ্গে ফ্রেম টি আপনি বানিয়েছেন এবং সুন্দর সুন্দর কিছু ধাপ এর মাধ্যমে প্রস্তুত প্রণালী আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি ফটো ফ্রেম তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য♥♥
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়াল ফটো ফ্রেম খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে তৈরি করলেন এবং সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার উপস্থাপন করা দেখে আমি তৈরি করা শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।ভালো থাকবেন সব সময়♥♥

রঙিন কাগজ দিয়ে ওয়াল ফটো ফ্রেমটি অনেক সুন্দর হয়েছে এ ধরনের ফ্রেমের মধ্যে ছবি রাখলে ভালোই লাগে আপনি ফ্রেমে চারিপাশে ফুল ব্যবহার করেছেন আরো দেখতে চমৎকার লাগছে ধন্যবাদ এত সুন্দর একটি রঙিন কাগজের ফ্রেম আমাদেরকে উপহার দেওয়ার জন্য শুভকামনা রইল প্রিয় আপু

 2 years ago 
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

♥♥

 2 years ago 

বাহ আপু আপনার দেখছি সবদিকে প্রতিভা আছে। প্রথম অংশের কবিতা টুকু দারুণ ছিল। এবং রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট টা দারুণ তৈরি করেছেন। বেশ সুন্দর ছিল। এবং আপনার ছবিটি সুন্দর সেট করেছেন। ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য♥♥

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65647.77
ETH 3166.18
USDT 1.00
SBD 2.60