স্বরচিত গদ্যকবিতা "আবেদন"১০% বেনিফেসিয়ারি @Shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম

IMG_20211126_201034.jpg

siam,.png

শীতের আকাশের শিশিড়ের স্নিগ্ধতা মেশানো শুভেচ্ছা।আশা করি সকলেই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।সময় স্বল্পতার কারণে একটি পোস্ট করবো ভেবে পাচ্ছিলাম না আজ।বর্তমান প্রেক্ষাপটে দেশের যা অবস্থা সেটা নিয়ে একটি কবিতা লিখে ফেললাম ঝটপট। দেশের এরকম পরিস্থিতি বিবেক মনুষত্ব কে নাড়া দেয় বারবার।তাই তো নিজের বিবেক নিজের মনুষ্যত্বকে জাগিয়ে আজকের এই আমার স্বরচিত কবিতা আবেদন।

siam,.png

IMG_20211126_194121.jpg

siam,.png

আশা করি আপনাদের ভালো লাগবে।আপনাদের ভাল লাগাই আমার পরম পাওয়া।আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম একটি গদ্য কবিতা।
ক্ষমা চেয়ে নিচ্ছি নির্বাচনে ব্যস্ততার কারণে অনেকেরই পোস্ট পড়ে কমেন্ট করতে পারছি না তবে 28 তারিখের পর আবারো নিয়মিত হতে পারব বলে বিশ্বাস রাখছি।।

siam,.png


আবেদন

siam,.png

লোভ-লালসার স্বার্থে আজ বিবেকের বিনিময়
দানবের উম্মাদনায়,,বিনাশ নারীর সম্ভ্রম।
পদচারণ লজ্জাহীন নারীর চৌকাঠে,
বিবেকের পরাজয়। শকুনের উল্লাস,,
মানবতা লঙ্ঘিত,, গুম করা লাশের সেঞ্চুরি।
মাদকতায় ঢুলুঢুলি যুবসমাজ
শিক্ষা আর শিক্ষাঙ্গনে চলছে রাজনীতি
কলমের আঁচড়ে ঝরছে রক্ত।
বাড়ছে গলাকাটা লাশের সংখ্যা।
ন্যায্যতা নাই নীতিতে,, সততা নাই রাজ্যে।
নেতারা তাই লুটছে মজা রাজনীতির খেলাতে। কালো টাকা জুয়ার নেশায় ধ্বংস সুধীসমাজ, সেদিনের সেই বীর বাঙ্গালী কোথায় গেল আজ?
দমকা আঘাতে আহত হয়ে কষ্টে দাপাদাপি করে আকুল আবেদন করছি,,,,,,
এসো সকলে মিলে দেশটাকে রক্ষা করি।

siam,.png

IMG_20211126_193855.jpg

siam,.png

IMG_20210830_110535.jpg


siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

সমাজ সংস্করণের হাতিয়ার হয়ে গর্জে উঠুক আপনার হাতের কলম। পছন্দনীয় লেখা।

 3 years ago 

শিশির ভেজা শীতের সকালের শুভেচ্ছা। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। খুব দারুণ লিখেছেন।আমরা যেন সবাই আমাদের দেশটাকে রক্ষা করতে পারি এটাই প্রত্যাশা রইলো।

 3 years ago 

জাস্ট অসাধারণ, আপনি বর্তমান সমাজকে লক্ষ করে এই কবিতাটি লিখেছেন। আপনার কবিতা সাথে বর্তমান সমাজের অনেকটাই মিল আছে। বর্তমান সমাজে চলছে নানা রকম বৈধ অবৈধ কাজ কর্ম এবং কার্যকলাপ। আর এই, কার্যকলাপের সাথে মিশে আছে বড় বড় গদিতে বসা মানুষগুলো, পাশাপাশি যুবসমাজ গুলো আস্তে আস্তে অন্ধকার পথের দিকে চলে যাচ্ছে। এভাবে আর কতদিন..? কতদিন বা এরকম চলতে পারে....!! আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত, সবাইকে নিজের জায়গা থেকে বদলানো উচিত। এভাবে বদলাতে থাকলে আস্তে আস্তে বদলে যাবে পৃথিবী, বদলে যাবে সমাজ। অসম্ভব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

আপনার প্রতিটা কবিতা আমার খুবই ভালো লাগে। আপনার কবিতার মধ্যে আপনি খুবই সুন্দর ভাবে অর্থ প্রকাশ করে থাকেন। আজকের এই কবিতার মাধ্যমে আপনি আমার দেশের সংস্কারে সুন্দর মতামত তুলে ধরেছেন। আপনার কবিতা আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার কবিতা আপনার ভালো লাগে জন্য খুশি হলাম।চমৎকার মন্তব্য করে পাশে থেকে উৎসাহ প্রদানের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা♥♥

 3 years ago 

মানবতা লঙ্ঘিত,, গুম করা লাশের সেঞ্চুরি।
মাদকতায় ঢুলুঢুলি যুবসমাজ
শিক্ষা আর শিক্ষাঙ্গনে চলছে রাজনীতি
কলমের আঁচড়ে ঝরছে রক্ত।
বাড়ছে গলাকাটা লাশের সংখ্যা।

বাস্তবতার সাথে মিল রেখে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। এ ধরনের প্রতিবাদী কবিতা আমাদের সমাজে এখন খুবই দরকার। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।বীর বাঙালিদের দেশ কে রক্ষা করতে হবে।

 3 years ago 

আসুন সকলে মিলে দেশটাকে রক্ষা করি। আমার দেশ, আপনার দেশ, আমাদের দেশ, রক্ষা করা আমাদের প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার।নিজে সচেতন হতে হবে এবং সচেতনতা ছড়িয়ে দিতে হবে♥♥

 3 years ago 

আপনার কবিতা বরাবরই হিট আপু। এবং আপনার অন‍্যান‍্য কবিতার মতোই এটাও আমার ভালো লেগেছে। তবে এই কবিতা টার অর্থ বেশ কঠিন ছিল। বুঝতে আমার বেশ কষ্ট হয়েছে।

কিন্তু কবিতা টা অনেক সুন্দর ছিল।

 3 years ago 

ঠিকই বলেছেন। এই কবিতার ভাষা গুলো একটু শক্ত শক্ত। তাই বুঝতে একটু সমস্যা হয়। তবে উপলব্ধির জায়গা থেকে বেশি উপলব্ধি করা যায় কবিতাটি পড়ে। ধন্যবাদ আপনাকে। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য♥♥

 3 years ago 

অনেক সুন্দর একটা কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন,,,পড়ে আমার খুব ভাল লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার কবিতা আপনার ভালো লেগেছে বলে আমি নিজেকে ধন্য মনে করছি শুভ কামনা আপনার জন্য চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য♥♥

 3 years ago 

ধন্যবাদ আপু আরো নতুন নতুন কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

চমৎকার উৎসাহ প্রদানের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য♥♥

কি বলবো বুঝতে পারছি না আপু। এভাবে প্রশংসা করা যায় না আসলে। এত সুন্দর বাস্তব বিষয়গুলো নিয়ে এত সুন্দর করে কবিতা আকারে প্রকাশ করেছেন তা আসলেই প্রশংসার দাবিদার। স্যালুট আপনাকে...

 3 years ago 

আপনার উৎসাহ অনুপ্রেরণা মূলক মন্তব্য আমাকে আরো বেশি উৎসাহী করে তোলে অনুপ্রেরণা জায়গায় মনে।এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকেও স্যালুট♥♥

 3 years ago 

অসাধারণ সুন্দর লাগলো আপু আপনারে কবিতাটি পড়ে। আপনার কলম সমাজ সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আমার কলম যদি সমাজ সংস্কারের কাজে লাগে তাহলে তো আমার জীবন ধন্য ও সার্থক হবে ভাইয়া।আমার প্রতিটা কবিতার মধ্যে শিক্ষনীয় কিছু মেসেজ থাকে কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না তবে সচেতন ও তার জন্যই আমি এই মেসেজগুলো দিয়ে থাকি।চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে♥♥

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38