DIY- Project এসো নিজে করি || কগজ দিয়ে কলমদানি তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


received_211016450857136.jpeg

বন্ধুরা,
আমি সেলিনা সাথী, বাংলাদেশর নীলফামারী জেলা থেকে।"এসো নিজে করি" প্রগ্রামের ডালা থেকে গোধুলি বেলার অনাবিল শুভেচ্ছা ও ভালোবাসার পাপড়ি ছড়িয়ে দিলাম সবার হৃদয় আঙিনায়।

আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ও ভালো আছি। আমার বাংলা ব্লগ নিয়ে এসেছে সপ্তাহব্যাপী নিজের সুপ্ত প্রতিভা বিকাশে চমৎকার একটি আয়োজন"" এসো নিজে করি "" এই প্রগ্রামে আজ আমার দ্বিতীয় দিন আজ আবার ও পুরনো স্মৃতি মনে করে আপনাদের মাঝে নিয়ে এলাম আমার নিজের হাতে করা আর একটি চমৎকার কাগজের কলমদানি। যা আপনি ফুলদানি হিসেবেও ব্যাবহার করতে পারবেন।আশা করি সকলের ভালো লাগবে।

চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক:

IMG_20210810_162154.jpg

siam,.png

উপকরন সমূহঃ


  • সাদা অপসেট A4 সাইজ পেপার
  • বাশে্র কাঁঠি
  • মোটা কাগজ
  • স্কেল
  • কাচি
  • পেন্সিল
  • আঠা
  • টিপ
  • পুথি
  • এন্টিকাটার

IMG_20210810_162612.jpg

siam,.png

  • প্রথমে সাদা কাগজটি কাঠি দিয়ে চিকন লাঠির মত করে নিব।

IMG_20210810_193546.jpg

IMG20210810173345.jpg

siam,.png

  • মোটা কাগজটি চার কোনা করে চার ইঞ্চি করে কেটে নিব। এবং আঠা লাগিয়ে সাদা কাগজ মুরে নেবো।

IMG_20210810_162916.jpg

IMG_20210810_162851.jpg

IMG_20210810_162827.jpg

siam,.png

  • গোলাকার লাঠি গুলো ৫ ইঞ্চি সমান করে কেটে নিব।

IMG20210810142557.jpg

siam,.png

  • এবার আঠা দিয়ে মোটা কাগজের উপর লাঠি গুলো এভাবে বসাবো। একটার উপর একটা করে সাবধানতার সাথে।

IMG_20210810_162755.jpg

siam,.png

  • এখানে ৫ ইঞ্চি লাঠি আঠাশ টা আছে।

IMG20210810144115.jpg

siam,.png

  • বসানো হলে নীল রংয়ের টিপের উপর সাদা রংয়ের পুথি আঠা দিয়ে বসিয়ে দিয়েছি।

IMG_20210810_162247.jpg

siam,.png

  • তৈরি হয়ে গেল আকর্ষনিয় ধবধবে সাদা রংয়ের কলমদানি।

IMG20210810161023.jpg

siam,.png

  • কলম রেখে দেখুন কি দারুণ দেখাচ্ছে।

IMG_20210810_162154.jpg

siam,.png

  • এবার আসুন ফুল রেখে দেখাই কেমন লাগে।
    বাহ্ কি চমৎকার দেখাচ্ছে তাই না??

IMG20210810161142.jpg

IMG_20210810_162103.jpg

siam,.png

এসো নিজে করি
নিজের মত করে
সাথে আছেন @rem দাদা
হাতটি মোদের ধরে।

সঙ্গে আছেন হাফিজ ভাই
মন্তব্যে সেরা
বিনোদনে ডিজে সুমন
শুভ ভাইয়ের প্যারা।

পোষ্টটি যদি ভাল লাগে
উৎসাহ পাই যেন
সঙ্গে আছি চিরদিন'ই
এই কথাটি মেনো।

আমার বাংলা ব্লগের সবাই
এসো নিজে করি,
আমাদের এই কমিউনিটি
বিশ্বে তুলে ধরি।

IMG_20210810_174928.jpg

IMG_20210810_175027.jpg

siam,.png

তৈরি হয়ে গেল আমার নিজের হাতে তৈরি কলমদানি এবং ফুলদানি। আশাকরি আপনাদের ভাল লেগেছে। ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে মতামত ব্যক্ত করবেন।

received_231420342180499.webp


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

IMG_20210105_173224.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-30_13-15-05.jpg



🌼ধন্যবাদ🌼



Sort:  
 3 years ago 

সুন্দর হয়েছে । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অনাবিল শুভেচ্ছা আপনাকে।ধন্যবাদ।

 3 years ago 

এইডা মনে হচ্ছে আমার টেবিলে বেশী মানাবে, হি হি হি
চমৎকার তৈরী করেছেন, কাগজ দিয়ে এতো সুন্দর করে এটা তৈরী করা যায়, এটা মাথায় ছিলো না। দারুন আইডিয়া কাজে লাগিয়েছেন। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ঠিকানা দিন পাঠিয়ে দেই। টেবিলে রাখবেন। আমার ও ভাল লাগবে।
শুভ কামনা।

 3 years ago 

অনেক ভালোভাবে তৈরী করেছেন, তার সাথে আপনার সেলফিগুলো সুন্দর লাগছে। ফুলের সাথে বেশী মানানসই হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপু মনি। শুভ কামনা রইল।

অসাধারণ আইডিয়া। নিজে এরকম কিছু বানানোর চেষ্টা করবো।

 3 years ago 

ধন্যবাদ। শুরু করুন হয়ে যাবে।শুভ কামনা।

অনেক সুন্দর হয়েছে আপু কলম দানিটা। আমার টেবিলে বেশ মানাতো। কিন্তু আনতে পারলাম না। যাই হোক অসাধারণ হয়েছে পোষ্টটা।আপনার জন্য শুভ কামনা।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।

আরে বাহ,,,,, সাদা রঙের সাথে ফুলগুলো বেশ মানিয়েছে তো। ভালো লাগছে দেখতে আপু। শুভ কামনা রইলো ❤️

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা।অনাবিল শুভেচ্ছা

 3 years ago 

অসাধারণ,সাদা রঙের সাথে ফুলগুলো বেশ মানিয়েছে তো। ভালো লাগছে দেখতে আপু। শুভ কামনা রইলো ❤️ শেয়ার করার জন্য ধন্যবাদ 💖

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ। উৎসাহ দেওয়ার জন্য। শুভ কামনা।

চমৎকার হয়েছে আপু। দারুন ক্রিয়েটিভিটি!!

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ আপু মনি

 3 years ago 

অনেক অনেক সুন্দর হয়েছে আপু, ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো? আপনার মধ্যে শুধু গুনের সমাহার দেখতে পাচ্ছি ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43