সিয়াম" তোমায় পাঠিয়ে দিলাম, লাল গোলাপ ফুল,, অনন্য এক সৃষ্টি তুমি নেই কোন তার ভুল।||~~

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব

IMG_20221123_152907.jpg


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আর আপনারা সকলেই সবসময় সুস্থ থাকবেন। ভালো থাকবেন। এটাই আমার প্রত্যাশা।

IMG_20221124_234549.jpg


বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিয়ামের লাগানো গোলাপ গাছের লাল গোলাপ নিয়ে। সিয়াম বাগান করতে খুব পছন্দ করে। তাই সে নিয়মিত বাসায় থাকলে গাছের পরিচর্যা করে। বাগান পরিচ্ছন্ন করে। এবং প্রতিটি গাছ খুব সুন্দরভাবে পরিচর্যা করে।এবং নতুন নতুন গাছ লাগায়।তার মধ্যে অন্যতম একটি কাজ হলো লাল গোলাপ।ও এই লাল গোলাপ ফুল গাছ টি খুব বেশি নার্সিং করত।কারণ লাল গোলাপ সিয়ামের খুব বেশি পছন্দ। সেই সাথে ও সাদা এবং হালকা গোলাপি রঙের গোলাপ ফুল ও লাগিয়েছে। তবে, লাল গোলাপ সে বেশি পছন্দ করে। লাল গোলাপের প্রতি সিয়ামের আকর্ষণ অনেক বেশি।যখন এই গোলাপ গাছে মাত্র কলি হয়। সিয়াম বারবার গিয়ে দেখে। এবং নানাভাবে ছবি তোলার চেষ্টা করে।এবারও ঢাকা চলে যাওয়ার পরে, আজ আবারো খুবই সুন্দর একটি লাল গোলাপ ফুটেছে। দেখে বারবার সিয়ামের কথা মনে পড়ছিল।আর তাই লালগোলাপের ছবি তুলে, আমার বাংলা ব্লগে পোস্ট এর মাধ্যমে শেয়ার করে। ওকে দেখার সুযোগ করে দিলাম।

IMG_20221124_203120.jpg


কি সুন্দর টুকটুকে লাল গোলাপ ফুল আমার নিজেরও অনেক বেশি প্রিয়। অনেক বেশি পছন্দের।আর যখন নিজেদের বাগানে এরকম ফুল ফোটে। তখনকার অনুভূতিটি আসলে ভিন্ন রকমের। আর তাই আমাদের বাগানে ফোটা সেই রক্তিম লাল গোলাপের অফুরন্ত শুভেচ্ছা আপনাদের সকলকে।গোলাপের সুভাষিত ঘ্রানে ভরে উঠুক আমার বাংলা ব্লগ।

IMG20221123141313.jpg


সদ্য ফোটা আমাদের নিজেদের বাগানের লাল গোলাপের শুভেচ্ছা পাপড়ি ছড়িয়ে দিলাম সকলের হৃদয় আঙ্গিনায়। ফুলের মতো স্নিগ্ধ সজীব হয়ে উঠুক সকলের হৃদয়।সুগন্ধি ছড়িয়ে পড়ুক মনের মনিকোঠায়।


♥সিয়াম" তোমায় পাঠিয়ে দিলাম
লাল গোলাপ ফুল,,
অনন্য এক সৃষ্টি তুমি
নেই কোন তার ভুল।

তোমার লাগানো গোলাপ গাছের
তরতাজা ফুল,,
ইচ্ছে করে খোপায় গুজি
কানে পরি দুল।

যখন আমি গোলাপ দেখি
দেখি তোমার মুখ,,
স্মৃতিপটে মনের মাঝে
লাগে ভীষণ সুখ।

ফুলের মতোই রঙিন হোক
বাবা তোমার জীবন,
চারিদিকে তোমার প্রতিভার
ছড়িয়ে পড়ুক কিরণ।♥


IMG_20221124_234500.jpg


অনেক অনেক ধন্যবাদ বাবা তোমাকে। এত চমৎকার একটি লাল গোলাপের চারা লাগানোর জন্য। এবং সঠিক পরিচর্যার কারণে,, এখন সুন্দর সুন্দর লাল গোলাপ ফুটে। আমাদের বাড়িকর আরও সুভাষিত, আরো সৌন্দর্যবর্ধন করেছে। তাই তোমাকে অভিনন্দন জানাচ্ছি,, সেই লাল গোলাপ দিয়ে।পরিশেষে বলব তুমি তোমার স্বপ্নকে ছাড়িয়ে যাও। দূর থেকে আরো দূরে,,, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি তোমার। ভালো থেকো,, সুখে থেকো চিরদিন।জীবন হোক ফুলের মতোই রঙিন।মধুময় হোক তোমার চলার পথ। আলোকিত হোক তোমার আজ ও আগামী।

বন্ধুরা আসুন আমরা আমাদের সকলের বাড়িতে এরকম একটি টুকটুকে লাল গোলাপ ফুলের চারা লাগাই। এবং সুন্দর সুবাস গ্রহণ করি। আজ এ পর্যন্তই,,,,,



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

বাহ!এর নাম হল মা।ছেলেকে ভালোবেসে ছেলের লাগানো গোলাপ গাছের ফুল বাংলায় ব্লগিং করে পাঠিয়ে দিলেন।এর চাইতে পৃথিবীতে কি আর সুখ থাকতে পারে বলুন আপু? বেশ ভালো লাগলো মা-ছেলে দুইজনের জন্য শুভকামনা রইলো।দোয়া করি গোলাপের মত একটা যেন বৌমা জুটে আপনার ভাগ্যে🥰🥰।

 2 years ago 

আসলে পৃথিবীতে মায়ের তুলনা শুধু মায়েরাই বুঝে। কোন কিছুতেই মায়ের তুলনা করা যায় না।তবে মা ও সন্তানের নিবিড় সম্পর্কের বন্ধন অটুট থাক সারা জীবন সুন্দর থেকে সুন্দর তম।♥♥

 2 years ago 

সিয়াম" তোমায় পাঠিয়ে দিলাম
লাল গোলাপ ফুল,,
অনন্য এক সৃষ্টি তুমি
নেই কোন তার ভুল।

সিয়াম ভাই নিঃসন্দেহে একজন ভালো হৃদয়ের মানুষ এবং আমি নিজেও বেশ‌ কিছু কাজে তার সহযোগীতা পেয়েছি। তাই তাকে নিয়ে লিখা কবিতা মানে আমার কাছে দারুন কিছু। আর আপনার লিখা কবিতা মানে সেরা সবসময়েই।
আর গোলাপের বিষয়ে কিছু বলার নেই জাষ্ট ভীষণ পছন্দ করি। গোলাপ ফুল দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেছে। যদি আমিও দু একটা পেতাম 🤗

 2 years ago 

নিঃসন্দেহে স্যার একজন ভালো মনের মানুষ একজন মানবিক মানুষ একজন স্বপ্নদ্রষ্টা মায়ের শ্রেষ্ঠ সন্তান।সর্বোপরি একজন ভালো মানুষ।♥♥

 2 years ago 

মা সাধারণত এমনি হয়, ছেলের লাগানোর গাছের ফুলের সৌন্দর্য পাঠিয়ে দিয়েছে ছেলের কাছে দেখে অনেক ভালো লাগল। সিয়াম ভাই তাহলে অনেক সুন্দর বাগান করেন ও সাথে পরিচর্চার অভাব রাখেন না।সত্যিই গোলাপের সুভাষিত ঘ্রানে ভরে উঠুক আমার বাংলা ব্লগ।মা ও ছেলে দুজনের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এটা সত্য কথা যে সিয়াম খুব সুন্দর করে বাগানে গাছ লাগান। এবং বাগানের প্রতিটি গাছের পরিচর্যা করেন। পরিষ্কার পরিছন্নতা করতে ও খুব ভালো করে।তাইতো ওর লাগানো গাছের লাল গোলাপ ফুলটি আমার বাংলা ব্লগের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিলাম।♥♥

 2 years ago 

মা তো এমনই হয়ে থাকে। ছেলেকে দেখার সুযোগ করে দিলেন এই গোলাপ ফুলটি। মনে হচ্ছে সিয়াম ভাইয়ের খুবই পছন্দের ফুল হচ্ছে গোলাপ। ওনার গোলাপের চারা থেকে তো অসাধারণ গোলাপ ফুল বের হয়েছে। খুবই ভালো লাগলো। মা এবং ছেলের এই জুটি যেন সব সময় থাকে সেই দোয়া করি। অসাধারণভাবে একটা একটি কবিতা ও লিখেছেন আপনি। আপনি এই গোলাপ দিয়ে সিয়াম ভাইকে অভিনন্দন জানিয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

আসলে সিয়ামের এই গোলাপ ফুল গাছটির লাল গোলাপ ফুল গুলো খুব বড় বড় হয়। এবং দেখতে খুব সুন্দর হয়। এর পাপড়ি গুলো অসাধারণ।♥♥

 2 years ago 

মা তো এমনই হয়। মায়ের সাথে কারো তুলনা হয় না। শিয়াম ভাইকে নিয়ে অনেক সুন্দর করে লাল গোলাপ নিয়ে কবিতা লিখেছেন। অনেক সুন্দর করে একটি মায়ের ছেলের জন্য স্নেহ ভালবাসা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এবং আপনাদের মা এবং ছেলের জন্য দোয়া ও শুভকামনা রইল।

 2 years ago 

এভাবে দোয়া করবেন আপু। সব সময় আমরা মা ছেলেরা যেনো বন্ধুসুলভ এই সম্পর্কটি আজীবন ধরে রাখতে পারি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।♥♥

 2 years ago 

আপু আমার কাছেও লাল গোলাপ বেশ ভালো লাগে। নিশ্চয়ই আপনার ছেলের লাগানো,ফুল গাছের ফুল দেখে, আপনার ছেলেকে খুব মিস করছেন। আসলে মায়ের তুলনা হয় না এখান থেকে বসে ছেলের জন্য ছেলের কাছে ফুল পাঠিয়ে দিচ্ছেন। নিশ্চয়ই উনি দেখলে খুব খুশি হবেন। আপনাদের দুজনকেই মা,ছেলেকে আপু লাল গোলাপের শুভেচ্ছা।

 2 years ago 

এই গোলাপ গাছ টি সিয়াম খুব বেশি নার্সিং করত। খুব বেশি পরিচর্যা করত। এবং যখন গোলাপ ফুল গুলো ফোটে, তখন সে নানা ভাবে ছবি তুলতো। এবং খুব ইনজয় করত। তাই ওর অবর্তমানে ওর স্মৃতিগুলো খুব মনে পড়ছিল।♥♥

 2 years ago 

সিয়ামকে নিয়ে আপনার স্বরচিত কবিতাটি খুবই অসাধারণ হয়েছে। সন্তানের প্রতি মার যে অকৃত্রিম ভালোবাসা তা এ কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। আর আপনার প্রতিটি কবিতাই আমার কাছে খুব ভালো লাগে।এবারও এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আসলে সন্তানের জন্য মায়ের যে অকৃত্রিম প্রেম, অকৃত্রিম ভালোবাসা, মায়া-মমতা তা লিখে তেমন প্রকাশ করা যায় না। শুধুমাত্র অনুভূতি করে উপলব্ধি করে বুঝে নিতে হয়।♥♥

 2 years ago 

বেশ ভালো লাগলো এটা শুনে সিয়াম ভাইয়া ফুল গাছ লাগাতে ভীষণ পছন্দ করে। এমনকি গাছের অনেক পরিচর্যা ও করে। তবে গোলাপ ফুলটি দেখছি ভীষণ পছন্দ করে। আর লাল গোলাপ হলে তো কোন কথাই নেই। কিন্তু সিয়াম ভাইয়া না থাকাতে একটি ফুল ফুটেছে। আর আপনি সেই ফুলটি পোষ্টের মাধ্যমে সুন্দর কবিতার মাঝে উপহার দিয়েছেন দেখে ভালো লাগলো। নিশ্চয়ই সিয়াম ভাইয়া ভীষণ পছন্দ করেছে।

 2 years ago 

আসলে সিয়াম যে কোন গাছ লাগাতে ভীষণ পছন্দ করে। তবে, ফুলের গাছের প্রতি আকর্ষণ বেশি। এবং প্রতিটি গাছের খুব সুন্দর করে পরিচর্যা করে। ওর কাছে গাছের কিভাবে নার্সিং করতে হয়,, তা শেখা যায়।♥♥

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 63683.34
ETH 2754.57
USDT 1.00
SBD 2.64