নব উদ্যমে নতুন অতিথিকে,, বরণ তিথী||~~

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শীতের উষ্ণ শুভেচ্ছা।আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।♥♥


IMG_20221213_203400.jpg


বন্ধুরা আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি অনুভূতি নিয়ে এসেছি।নতুন অতিথির আগমনী অনুভূতি।আমাদের পরিবারে নতুন আরেকটি ফুটফুটে অতিথি এসেছে গত পরশুদিন।আমাদের হৃদয় মন ভরিয়ে দিতে।আমার অতি প্রিয় মেজ ভাই এবং ভাবীর কোলজুড়ে এসেছে, খুবই সুন্দর তুলতুলে নরম সরম একটি পুতুলের মত ময়না পাখি।যাকে পেয়ে আমরা সবাই অনেক অনেক বেশি খুশি হয়েছি।আমি তো অনেক আগে থেকেই ভাবিকে বলেছিলাম মেয়ে হলে আমাকে দিও কিন্তু তারা এখন আর দিচ্ছে না।কন্যা সন্তানদের প্রতি আমার অন্যরকম এক দুর্বল অনুভূতি কাজ করে।খুব ফিল করি আমার যদি একটি মেয়ে সন্তান থাকতো।যাই হোক আমাদের পরিবারে নতুন এক খুশির বার্তা নিয়ে এলো আমাদের এই ছোট্ট ময়না পাখি ওর সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি।


IMG_20221213_203629.jpg

IMG_20221210_233643.jpg


বেশ কিছুদিন ধরেই ভাবী বেশ অসুস্থ তাই বেশির ভাগ সময় কেটেছে ভাবির সাথে।আর সেজন্য কমিউনিটিতে সময় দিতে পারছিলাম না সঠিকভাবে।ভাবির প্রেশারটা অনেক বেশি ছিল।যাইহোক শনিবার রাত 9:30 এ ভাবির সিজার হয়।এসময়ে ক্লিনিক জুড়ে অনেক লোকজন ছিল সব আমাদের আত্মীয় স্বজন এবং ফ্যামিলি মেম্বার।ভাবির মায়ের মন অনেক খারাপ হচ্ছিল এবং চোখ দিয়ে অশ্রু ঝরছিল।আমার মায়ের অবস্থাও সেম।অবশেষে সর্বপ্রথমে সিজার রুম থেকে বের করে বেবিকে আমার কোলে দেয়া হলো।বেবি টিকে কোলে নিয়ে শান্তিতে আমার বুকটা ভরে যাচ্ছিল কেন জানিনা।এ যেন অন্যরকম এক অনুভূতি।বাবলিকে কোলে নেওয়ার পরে তার মামার কোলে দিলাম কানে আযান দেয়ার জন্য।বাবু কিরমা বাবুকে কোলে নিয়ে তার কানে আযান দিয়েছিল।মজার বিষয় হচ্ছে আমি যখন ওকে কোলে নিয়ে ছিলাম সাথে সাথে দু চোখ খুলে কি গভীরভাবে দেখছিল আমার দিকে।মনে হয়েছিল কতদিনের চেনা এবং পরিচিত মানুষের কোলে এসেছে। আসলে যারা আমার মত খুশি হয়েছেন কিংবা যাদের বাড়িতে ছোট ছোট বেবি হয়েছে তারা নিশ্চয়ই আমার অনুভূতি তা উপলব্ধি করতে পারছেন।


IMG_20221210_233614.jpg

IMG_20221210_233013.jpg


পরিবারের সকলে মিলে নতুন করে নতুনভাবে আনন্দ উদযাপন করছিল, সেই ক্লিনিকে।একে একে সবাই কোলে নিচ্ছিল। মুহূর্তেই আনন্দে মুখরিত হয়ে উঠলো ক্লিনিকের পরিবেশ। সবার মুখেই হাসি।পরিবারের কিংবা আত্মীয়-স্বজনের হাস্যোজ্জল মুখ অন্যরকম এক আনন্দ বয়ে আনে।এবার একে একে কয়েকজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।


IMG_20221210_233802.jpg


বাবুটা এখন দাদির কোলে। পাশেই এক নানি বসে আছ।এবং দু'পাশে দুই বোন।গভীরভাবে লক্ষ্য করে দেখুন সবাই কতটা প্রফুল্ল।আসলেই এই নতুন অতিথি আমাদের সকলের মনকে অনেক বেশি উজ্জীবিত করেছে করেছে প্রাণবন্ত।


IMG20221210214941.jpg

IMG20221210214728.jpg


এই নতুন অতিথি এখন দুই দুইটা নানীর কোলে। নানীদের মন ও হৃদয় প্রশান্তিতে ভরে উঠেছে নাতনিকে কোলে নিয়ে।আহা এজন্য দারুন মনোরম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে।


IMG20221210220727.jpg

IMG20221210214324.jpg


এবার কিন্তু অতিথি পাখি উঠেছে আপুর কোলে।সত্যিই এ যেন আনন্দের মহা উল্লাস।বাবুটিকে ঘিরে আমরা সকলেই অনেক বেশি খুশি হয়েছি অনেক বেশি আনন্দিত হয়েছি তাই প্রানপনে শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি।তিনি যেন মা ও শিশু দুইজনকেই সুস্থতা দান করেন। এবং বাবুটিকে মানুষের মত মানুষ হওয়ার তৌফিক দান করেন।যাই হোক সব হই হুল্ল শেষে সবাইকে মিষ্টিমুখ করিয়ে।বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল।আর আমি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম।
তার পরেও মহান আল্লাহতালার অশেষ রহমতে মা ও শিশু দুজনেই এখন সুস্থ। আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আগামীতে আবার নতুন নতুন বিষয় নিয়ে, নতুন নতুন আয়োজন নিয়ে আবারও ফিরে আসব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। টাটা,,♥♥


IMG_20221210_233013.jpg


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

আপনার পরিবারে নতুন একটা অতিথি এসেছে শুনেছিলাম, আজ তার সাথে পরিচয় হয়ে গেল। এ যেন সুখের একটা সংবাদ সকলের মুখে ফুটেছে হাসি, বাবুটা যেন আপনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে চমৎকার লাগছে ছবিটা।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। বাবুটিকে পেয়ে আমাদের পরিবারের সবাই বেশ আনন্দ এবং উচ্ছ্বাস উদযাপন করছে। যা আসলে বলে বোঝানোর মত নয়।♥♥

 2 years ago 

আশা করি ভালো আছেন? আপনার মেজ ভাইয়ের পরিবারে কন্যা সন্তান এসেছে জেনে খুব ভালো লাগলো। নিশ্চয় এটা আমাদের জন্য খুব খুশি সংবাদ। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। সে যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং মানুষের মত মানুষ হয় আপনাদের সকলের মুখ উজ্জ্বল করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকের এই শিশুটি আগামীদিনের সম্ভাবনা।বাবুটির সুন্দর আগামীর জন্য অনেক অনেক শুভকামনা।♥♥

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90497.28
ETH 3136.30
USDT 1.00
SBD 2.97