♥স্বরচিত মজার কবিতা" মহাপুরুষ"♥
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছিআর আপনারা সকলেই সবসময় সুস্থ থাকবেন। ভালো থাকবেন। এটাই আমার প্রত্যাশা।
বন্ধুরা আজ আবারও আপনাদের সবার জন্য, স্বরচিত আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি।
আসলে স্বরচিত কবিতা গুলো সব সময় যে নিজেকে নিয়ে লিখি তা কিন্তু কখনই না। অনেকেই আমরা এটা ভুল ভাবি যে।যিনি কবিতা লিখেছে,,। তা বোধহয় নিজের মনের কথা লিখেছে। আসলে আমি মূলত যেটা করি অন্য কারো মনের ভিতরে কি ঘটছে, কিংবা ঘটে যাওয়া ঘটনাগুলো আমার চোখের সামনে দৃষ্টিগোচর হয়। আমি সেগুলো নিয়েই লেখার চেষ্টা করি মাত্র। এটা কখনোই ভাববার অবকাশ নাই যে, আমি সব সময় নিজের জীবনের কথা তুলে ধরি।যাই হোক আজকে একটি রোমান্টিক মজার কবিতা লিখেছি যে কবিতাটি হয়তো অনেকেই ভাববে যে, নারী কেন্দ্রিক লেখা।কিংবা পুরুষ বিদ্বেষী লেখা।আসলেই তেমন কিছুই না এটি একটি অভিমানী বউয়ের অনুভূতি মাত্র।কবিতাটির শিরোনাম "মহাপুরুষ"আসলে এই মহাপুরুষ এই মহাপুরুষ নয়।ওই যে বললাম এটি শুধুমাত্র একটি অভিমানী বউয়ের কথা।পেনের আগে জিতে অভিমানে তার স্বামীকে মহাপুরুষ নামে আখ্যায়িত করেছে।আসলে এটা কি ধরনের মহাপুরুষ চলুন কবিতাটা পড়ে জেনে নেই।তবে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারো বলছি আমি কিন্তু কোন পুরুষ বিদ্বেষী কবিতা লিখিনি। জাস্ট মজা করে একটি অভিমানী বউয়ের অভিমত তুলে ধরার চেষ্টা করেছি। আমাকে ভুল বুঝবেন না প্লিজ।।।তবে কবিতাটি পড়ে অনুভূতি ব্যক্ত করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সুচিন্তিত গঠনমূলক মন্তব্য আমাকে অনেক বেশি সমৃদ্ধিশালী করে। তাই আপনার গঠনমূলক মন্তব্য আমাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।চলুন তবে পড়ে আসি আজকের কবিতা "মহাপুরুষ"।
নতুন করে মনে,,
দোলা দিচ্ছে হৃদয় তোমার
বিশেষ ক্ষণে ক্ষণে।
এক প্রেমিকা লাগেনা ভালো
বউয়ের বেলা ও তাই,,
নতুন নতুন প্রেমিকা পেতে
সোশ্যাল মিডিয়া চাই।
নারী মানে রাতের রানী
অবসরের পাখি,,
নারী ছাড়া অশ্রুসিক্ত
থাকে দুটি আঁখি।
সেই নারীকেই বকোঝকো
পিটাও লাঠি দিয়ে,,
তবুও নাকি মহাপুরুষ
করতে পারলে বিয়ে।
তোমার মনের কথাগুলো
কেমনে বলে দিলাম,
ভাবছো বসে কেমন করে
এত খবর পেলাম।
অফিস শেষে একলা ঘরে
ভাবনার নাই শেষ,,
মোবাইল ফোনে নারী দেখে
সময় কাটাও বেশ।
একটি দিনও নারী ছাড়া
চলতে পারো না,,
ফিরে এসো সঠিকপথে
শুভকামনা।।♥♥
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
সত্যি আপু খুব মজার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার কথা কি বলবো আপনার কবিতা সব সময় আমার কাছে খুবই ভালো লাগে। আপনার কবিতার কথা আমাদের বাসার সবার সাথে গল্প করি। সত্যি বলতে আপনার কবিতা আমার খুবই ভালো লাগে আপু। আজকে কবিতাটিও পড়ে খুব ভালো লাগলো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার মধ্যে কিছু বাস্তব কথাও তুলে ধরেছেন পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য
জি আপু মজা করে মজার কবিতা লিখেছি। আপনার ভালো লেগেছে, জেনে খুশি হলাম।♥♥
আপনি আপনার কবিতার মধ্য দিয়ে একদম বর্তমান যুগের বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন। সত্যি যুবসমাজ আজ ধ্বংসের পথে, সোশ্যাল মিডিয়ায় কুরুচি পণ্য নারীর ভিডিও দেখে দেখে কিছু মানুষ নারীর প্রতি মান সম্মান মর্যাদা বোধ হারিয়ে ফেলছে এবং নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। মাজা থেকে সম্মান করা শ্রদ্ধা করার অনুভূতিটা যেন দিন দিন দূরে ঠেলে দিচ্ছে, জাগ্রত বিবেক আজ ধ্বংসের পথে।
আপনার সাথে সহমত পোষণ করছি। অনেক যুবকরা সোশ্যাল মিডিয়ার কারণে নিজেকে ধ্বংস করছে।নিজের অজান্তে।♥♥
আপনি তো ছন্দে ছন্দে এতো সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ রোমান্টিক কবিতা ৷
যেখানে পুরুষ কে নিয়ে হা ৷ সব দোষ কি পুরুষই করে ৷নারী রা করে না ৷ বিয়ে পরেও মুখে আটা ময়দা হায়রে সাজু গুজু ৷ তো অন্য মানুষ তো দেখবেই ৷ নারী জাতি জানে পুরুষ একটু এমন তো সেটাকে পজেটিভ বিষয়ে নিলে হয় ৷ যাই কিছু করুক দিনশেষে কিন্তু জীবনের সাথে থাকা মানুষটিই সাথে থাকে ৷
বিয়ের পরেও যদি মেয়েরা মুখে আটা ময়দা লাগায়। তো নিজের স্বামীদেরকে দেখানোর জন্য। সো এটার সাথে অন্য কিছুর তুলনা চলেনা। মেয়েরা যে দুধে ধোয়া তুলসী পাতা। তা কিন্তু বলিনি। ধন্যবাদ♥♥
আপু,তোমার কবিতাগুলো আমি কি বলবো খুবই খুবই সুন্দর।আমি প্রথমেই কবিতার টাইটেল টা দেখি একটু চিন্তা করলাম মহাপুরুষ হয়তোবা কোন বাবা অথবা স্বামীকে নিয়ে লিখছো,কিন্তু পরবর্তীতে কবিতাটা পড়ে আসল ব্যাপার টা বুঝতে পারলাম।আপু,খুব সুন্দর ভাবে ছন্দে ছন্দে এই কবিতাটি লেখেছো।আপু,কবিতা পুরোটাই ভালো লেগেছে তবে কবিতার এই অংশটি খুবই ভালো লেগেছে।
ধন্যবাদ আপুমণি 🥰🥰
আপু মজা করেই কবিতার শিরোনাম দিয়েছে মহাপুরুষ।।আমার কবিতা তোমার সব সময় ভালো লাগে। এটা আমি অনেক আগে থেকেই জানি। অনেক অনেক শুভকামনা তোমার জন্য।♥♥
আসলে আপু পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। কিন্তু এই কথাটি কিছু কিছু পুরুষ বুঝতেই চায় না। নারীকে ছাড়া তাদের এক মুহূর্ত চলে না তবুও নারীদেরকে তারা একটু এদিক সেদিক হলেই লাঠি দিয়ে পেটাতেও দ্বিধাবোধ করে না। আপনার এই কবিতাতে আমি বিদ্রোহ বিদ্রোহ ভাব খুঁজে পেয়েছি কিছুটা। অনেক ভালো লাগলো কবিতাটি ছন্দে ছন্দে পড়ে।
পুরুষ যদি নারীদেরকে বোঝার চেষ্টা করত। তাহলে, পৃথিবীটা আরো অনেক সুন্দর হতে পারতো।নারীদেরকে সব সময় সম্মানের সাথে কথা বলতো।কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য। কিছু করার নেই। ভালো থেকো আপু।♥♥
আপু আপনি কথাগুলো চির বাস্তব বলে গেছেন। আসলে আমরা যখন যা কিছু করি সবকিছু নিজেকে নিয়ে নয়। আমাদের পরিবেশ সমাজ রাষ্ট্র সবকিছু আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে থাকে। আর শিক্ষাগুলোকে আমরা আমাদের মত করে উপস্থাপন করি। এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।
আমার কবিতা আপনার ভালো লেগেছে, জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুন্দর মন্তব্য করে এভাবেই পাশে থাকবেন। সব সময়।♥♥
আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন । আজও তার বিতিক্রম হয় নি। পুরুষ মানুষের মন মানসিকতা নিয়ে কবিতাটি লিখেছেন।
আপনার কবিতার ছন্দ গুলো খুব সুন্দর ছিলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপু আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন এবং বর্তমান প্রেক্ষাপটে একদম যুক্তিসংগত কিছু শব্দ এবং লাইন ইউজ করেছেন যা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে এই রকম বাস্তবভিত্তিক কবিতা লেখা উচিত প্রত্যেকের।