☆꧁::.স্বরচিত কবিতা|| "আমার বাংলা ব্লগ" ::. ꧂☆
☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆
☆꧁::. সাথী কাব্যে ✍🏻কবিতা::. ꧂☆
বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে। আমাদের প্রাণপ্রিয় আমার বাংলা ব্লগ এর দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে একরাশ স্নিগ্ধ শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম, সকলের হৃদয় আঙ্গিনায়। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি উদযাপনের সময় চলে এলো। ২০২১ সালের ১১ই জুন আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠা লাভ করে, আমার বাংলা ব্লগ। হাটি হাটি পা পা করে আমার বাংলা ব্লগ তিন বছরে পদার্পণ করবে। ভাবতেই কেমন যেন একটা ভালোলাগার অনুভূতি অনুভবে ছুঁয়ে যাচ্ছে। আমার বাংলা ব্লগে ১৫ই জুন ২০২১ সালে আমি জয়েন করেছিলাম। স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করার তেমন কোনো অভিজ্ঞতা আগে ছিল না। বলতে গেলে আমার বাংলা ব্লগেই আমার প্রথম জার্নি। সেই থেকে আজ অব্দি লেগে আছি। বাংলা আমার মায়ের ভাষা। বাংলা ভাষা আমি খুব বেশি পছন্দ করি। বিশেষ করে বাংলায় মনের ভাব ফুটিয়ে তোলা যতটা রসালো হয়, পৃথিবীর আর কোন ভাষাতেই এতটা ভালো হয় না। আমাদের সকলের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন @rme দাদাকে অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তিনি আমার বাংলা ব্লগের মত প্লাটফর্ম তৈরি করে, অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। একদিকে অনেকেই যখন আয় মুখী হয়েছে, এমনি সোচ্চার ভূমিকা রাখছে প্রতিভা বিকাশে। আমার বাংলা ব্লগের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের সকলের প্রিয় এডমিন @Mho.Arif আমাদের অনেকেই সুন্দর একটি করে t-shirt উপহার দিয়েছিলেন। যেটা আজ আবার পুনরায় গায়ে দিয়ে ভিডিও করেছি। আমি এবং শিপু। অনেকেই শুনে খুশি হবেন যে, শিপু আবারো নিয়মিত আমার বাংলা ব্লগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ওর ইস্টিমেট আইডি @bdhero। আপনারা সকলেই দোয়া করবেন ও যেন আমার বাংলা ব্লগকে ভালো কাজ করে এগিয়ে যেতে পারে। লেখাপড়ার পাশাপাশি সৃষ্টিশীল হতে পারে।
বন্ধুরা আমার বাংলা ব্লগ এর দুই বছর পূর্তি উপলক্ষে আজ আবারো একটি স্বরচিত কবিতা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কবিতার শিরোনাম আমার বাংলা ব্লগ। চলুন তাহলে কবিতাটি পড়ে আসি। আর হ্যাঁ আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।
"আমার বাংলা ব্লগ"
🥀সেলিনা সাথী🥀
প্রতিষ্ঠা পেলো বাংলা ব্লগ
খুশি হলাম শুনে।
সারাটি ক্ষণ বাংলা ব্লগে
থাকে চোখের পলক।
দুই বছর পূর্তি হল,
আমার বাংলা ব্লগ।
♦বাংলা ভাষার মর্যাদা
সর্বোচ্চতায় নিতে,
এই ভাষারই মধুরতা
বিশ্বের কাছে দিতে
আরএমই দাদার স্বপ্ন
থাকে সেথায় মগ্ন।
এই ভাষাতেই পড়ে লিখে
আমরা হলাম ধন্য,,
বাংলা হল মায়ের হাসি
নববধূর নোলক
দুই বছর পূর্তি হলো
আমার বাংলা ব্লগ,,,,
হাসবো গাইবো করবো মজা
কবিতা গল্প গানে,
শিক্ষা-দীক্ষা বিনোদন
বাংলা ব্লগের মানে।
প্রতিভা বিকাশে অনন্য যে
আমার বাংলা ব্লগ
আশার আলো চোখে মুখে
ছড়ায় খুশির ঝলক।
দুই বছর পূর্তি হল
আমার বাংলা ব্লগ।
মূল্যবোধের ফুল ফোটাবে
জ্বালবে আশার আলো
স্বপ্নচারী দাদাকে তাই
লাগে এত ভালো
সীমাহীন আনন্দ আজ
মনে দোলায় দোলক
দুই বছর পূর্তি হল
আমার বাংলা ব্লগ।
................................
১০ জুন ২০২৩
সময় দুপুর ২:৩০
কবিতা কুটির,নীলফামারী।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে খুবই দারুণ একটি কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন আপু পড়ে তো অনেক অনেক ভালো লাগলো। সত্যি কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না। এত চমৎকারভাবে এত সুন্দর ছন্দে ও তালে কবিতাটি আপনি লিখেছেন অবশ্যই আপনার এই কবিতার জন্য আমার বাংলা ব্লগ সকলের হৃদয়ের স্মরণীয় হয়ে থাকবে। আমি অবশ্যই চেষ্টা করবো কবিতাটি আবৃত্তি করে শেয়ার করার জন্য যদিও আপনার থেকে ভালো আবৃত্তি করতে পারব না তারপরও চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমার বাংলা ব্লগের শুভ জন্মদিনের স্বরচিত কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।আমার বাংলা ব্লগের শুভ জন্মদিনের অনাবিল শুভেচ্ছা আপনাকে।♥♥
অসংখ্য ধন্যবাদ আন্টি আপনাকে❤️।আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনার লেখা এতো সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার কবিতার চরনগুলো অনেক অনেক সুন্দর।
বর্ষপূর্তির এই কবিতাটি তোমার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি তোমার জন্য।তোমার সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে।এভাবেই পাশে থেকো সব সময়।♥♥
নিঃসন্দেহে আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের মাতৃভাষা বাংলাকে আরো বেশি মর্যাদার উচ্চ আসনে আরোহন করাতে সক্ষম হয়েছে। আপনার লেখা এত সুন্দর একটি কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মাতৃভাষা বাংলাকে বিশ্বের মাঝে, ব্লগ চেইন প্লাটফর্মে তুলে ধরার জন্য আমার বাংলা ব্লগের গুরুত্ব কিংবা ভূমিকা অপরিসীম। ♥♥