꧁সাথী কাব্যে নতুন কবিতা ✍🏻> "সকল মহোদয়" " :꧂a

in আমার বাংলা ব্লগ11 months ago


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆



꧁সাথী কাব্যে নতুন কবিতা ✍🏻> "সকল মহোদয়" " :꧂


বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে।। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।

IMG_20230905_161337.jpg


বন্ধুরা আজ আবারও আর একটি স্বরচিত কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের কবিতাটি একটু ব্যতিক্রমধর্মী। যদিও যুগ যুগ ধরে নারী নির্যাতন চলে আসছে। তথাপি বর্তমান প্রেক্ষাপটে এসে নির্যাতনের ধরন গুলো এখন একটু পরিবর্তন হয়েছে।তবে কিছু কিছু পুরুষরূপী জানোয়ার যারা তারা নিরলস ভাবে নারীদেরকে কোন না কোনভাবে হেনস্থা করছে হয়রানি করছে। ভালোবাসার নামে আঘাত করছে অনায়াসে।ছদ্মবেশী এইসব পুরুষ চক্র নারীদেরকে এখনো ভোগের সামগ্রী মনে করে। নারীরাও যে মানুষ হতে পারে সে কথাটি তারা ভুলেই যায়। তাইতো নর পিশাচের মতো জখম করে নারীদেরকে।ভাবখানি এমন হয় নারীদের শরীরে কোন আঘাতেই পায় না।

দীর্ঘদিন ধরে কাজ করে আসছি সমতায় গড়ে মর্যাদা।
এই স্লোগানকে সামনে রেখে। আমরা নারী বা পুরুষ কাউকেই নির্যাতনের শিকার হতে দিতে পারি না।তথাপি পুরুষের যে নির্যাতনের শিকার হয় না তা কিন্তু নয়। তবে নারীর তুলনায় পুরুষেরা অনেক কম নির্যাতনের শিকার হন।এখনো আমাদের সমাজে কিছু কিছু পুরুষকে দেখা যায় রাতে এসে তাদের বউকে নানা ভাবে যখন করে।কিংবা কিছু কিছু পুরুষ নারীদেরকে বিভিন্ন জায়গায় উত্তপ্ত করে।যেমন ধরুন পথে ঘাটে অফিসে আদালতে বাড়ছে কিংবা সোশ্যাল মিডিয়াতে। এমনকি নারীরা এখন বাবার কাছেও নিরাপদ হতে পারে না।তাইতো দুঃখ কষ্টে যন্ত্রণায় আজকের এই কবিতাটি লিখলাম।আশা করি কবিতাটি আপনাদের ভাল লাগবে এবং উপলব্ধি করতে পারবেন অনেকেই।

সকলের উদ্দেশ্যে বলতে চাই নির্যাতন মুক্ত পরিবার নারী পুরুষের অধিকার। আর এই অধিকার আমাদের সকলের। সকলকেই দিতে হবে।

"সকল মহোদয়"


🥀সেলিনা সাথী🥀


"সকল মহোদয়"
সেলিনা সাথী

বাবা-মায়ের আদুরে মেয়ে
কারো কাছে নারী,,
এমন করে যখম করতে
দেয়না তারা ছাঁড়ি।

তাদের কাছে নারী মানে
ভোগ বিলাসের পাত্র,,
নারী মানে শুধুই নারী
তাদের কাছে মাত্র।

তোমার ঘরেও কন্যা হবে
হবে তুমি বাবা,,
ভালো করে বুঝবে সেদিন
কন্যা খেলে থাবা।

আদর মানে নরম কমল
ভালোবাসায় ভরা,,
যার জন্য সুখী হয়
এই সুন্দর ধরা।

ভালোবাসার বহিঃপ্রকাশ
আঘাত করে নয়,,
আশা করি বুঝে গেছেন
সকল মহোদয়।
...................................
৫/৯/২০২৩
সময় ৩: ৩০
কবিতা কুটির নীলফামারী।

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: স্বরচিত কবিতা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 11 months ago 

নারী নির্যাতন সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। আসলে কেউ নীরবে কাঁদে কেউবা প্রতিবাদ করে। আবার অনেকে হয়তো প্রতিবাদ করার ভাষা খুঁজে পায় না। আপু আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে। সত্যি আপু অনেকদিন পর আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন।

 11 months ago 

আসলেই আপু নারী যতই নিজেকে সাহসী মনে করুক না কেন কিন্তু কখনো না কখনো নিজের কাছেই দুর্বল হয়ে যায়। কারণ ভয় নারীর মনের মধ্যে দিতে চাই। কিন্তু কেউ কেউ আছে নিজের ভয় কে জয় করে সত্যের দিকে এগিয়ে যায়। আজকে আপনিও সব মিলিয়ে চমৎকার কবিতা লিখেছেন। প্রত্যেকটি লাইন একেবারে পড়ার মতো ছিল। এমনিতেই আপনার কবিতা আমার অনেক ভালো লাগে। দারুন আপু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপু আপনার আজকের কবিতাটি ও চমৎকার ছিল। আপনার কবিতাটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু। আপনার পরবর্তি কবিতার অপেক্ষায় রইলাম।

 11 months ago 

খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো৷ আপনার কবিতার প্রত্যেকটি লাইন আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ বিশেষ করে যে লাইনগুলো আমি বেশি পছন্দ করেছি সে লাইনগুলো হলো :

তোমার ঘরেও কন্যা হবে
হবে তুমি বাবা,,
ভালো করে বুঝবে সেদিন
কন্যা খেলে থাবা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47