সম্মাননা স্মারক চেতনার বিপ্লবে, মুক্তির মিছিলে,,,
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন ২০২৩ সফলতার সাথে সম্পন্ন হল আজ,,,,,
সারা বাংলাদেশ বেসরকারি পাঠাগারের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানটি কে ঘিরে আমারও ছিল নানা রকমের দায়িত্ব। আলহামদুলিল্লাহ সেই দায়িত্বগুলো সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছি।তবে সবচেয়ে মজার বিষয় হলো আমরা নীলফামারী থেকে প্রায় 13 জন নারী গিয়েছিলাম যারা প্রত্যেককেই লাল শাড়ি পরিহিত। লালের সমারোহে প্রোগ্রামটি যেন জ্বলজ্বল করছিল। লাল শাড়ী পরিহিত সবাই ছিল বেশ নান্দনিক শয্যায়।
খুবই চমৎকার ভাবে পালিত হলো জাতীয় গ্রন্থাগার সম্মেলন। উক্ত সম্মেলনে সম্মাননা স্মারক পেয়ে আমি নিজেই অনেক গর্বিত। সেই সাথে উত্তরীয় পরিয়ে সম্মানিত হওয়ায় আমি অনেক বেশি আনন্দিত ও গর্বিত। বইপড়া এই আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।আমরা জানি বই এর চেয়ে ভাল বন্ধু পৃথিবীতে আর কিছুই হতে পারে না।আর তাই সকলকে আহ্বান করব আমরা প্রতিদিন একটি করে পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করব।
আজকের এই সম্মান আমার নীলফামারী জেলার সম্মান। আগামী তে নীলফামারী আরো সেরা হবে এটাই প্রত্যাশা রাখি। বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে,, এই সম্মেলনের সফলতায় অগ্রণী ভূমিকা রাখে। যাইহোক এত চমৎকার একটি আয়োজনের জন্য, কেন্দ্রীয় কমিটির সহ আয়োজক কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আলোর বাতিঘর জ্বলে উঠুক এটাই প্রত্যাশা। তবে মজার বিষয় হলো এই প্রোগ্রামের লাঞ্চের বিরতির সময়,, আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন হাফিজুল্লাহ ভাইয়ের সাথে আজ সাক্ষাৎ হলো।সত্যিই আমার কাছে দারুন লেগেছে হাফিজুল্লাহ ভাইয়ের সাথে নতুন করে পরিচিত হতে পেরে।সেই অনুভূতি নাহয় আরেকদিন প্রকাশ করব আপনাদের সাথে। আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে, আজকের মত এখানেই আগামীতে আরো সুন্দর সুন্দর আয়োজন নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন ♥️
সত্যিই আজকের দিনটা আপনার জন্য অনেক বেশি আনন্দের একটি দিন আজ আপনি অনেক বড় সম্মাননা পেলেন। আমরাও আপনাকে আমাদের মাঝে পেয়ে গর্বিত বোধ করছি। আপনার এই অগ্রগতি সদা প্রফুল্লতার সাথে এগিয়ে যাবে এই কামনা করছি।
সবশেষে আমাদের প্রিয় হাফিজ ভাইয়ের সাথে সাক্ষাতের ব্যাপারটি বিস্তারিত জানতে চাই 😊
আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো। আপনি আরো এগিয়ে যান এই প্রত্যাশা করি।আপনাকে বেশ সুন্দর লাগছে।আসলেই লাল শাড়িতে সবাই কে সুন্দর লাগছে।হাফিজ ভাই এর সাথে দেখা হয়েছে জেনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে
শুরতেই আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আপু।সম্মান ছাড়া জীবন অসম্পূর্ণ এবং এটি মানুষকে নিজের যোগ্যতার পরিচয়ের মাধ্যমে অর্জন করতে হয়।আপু আপনি আজ নিজের যোগ্যতায় এই সন্মান অর্জন করেছেন যা সত্যিই অনেক গর্বের বিষয়।আপনার মতো একজন গুণী মানুষের সংস্পর্শে আসতে পেরে নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করি।আপনার জীবনের প্রতিটি দিস হোন গৌরবের এই প্রার্থনা করি।আপু আপনার প্রাণ ভরা ভালোবাসা ও শুভকামনা রইলো।❤️❤️❤️
সম্মাননা স্মারক পাওয়াতে আপনাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি অনেক বড় একটি সম্মান অর্জন করেছেন দেখে আমারও খুব ভাল লাগছে। আপনাদের রেলি সফলভাবে শেষ হয়েছে দেখে ভাল লাগল। আপনার এই অর্জন নীলফামারী জেলার পাশাপশি বাংলাদেশের ও গর্বের বিষয়। পাশাপশি আমার বাংলা ব্লগের জন্য অনেক সম্মানের। ধন্যবাদ আপু।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই ৷ যে আপনি সম্মাননা স্মারক পেয়েছেন ৷ সত্যি নীলফামারী আজ অনেক উঁচুতে ৷ গোটা নীলফামারীর গর্ব আপনি ৷ একটা কথা ঠিক বলেছেন যে বই হলো মানুষের পরম বন্ধু ৷
অনেক ভালো লাগলো লাল শাড়িতে এমন সুন্দর একটি অনুষ্ঠানে ৷