আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমার অনুভূতি🌹


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁আমার বাংলা ব্লগের শুভ জন্মদিনে আমার অনুভূতি ꧂☆


1000012342.jpg


আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমার অনুভূতি,,


আমার বাংলা ব্লগের শুভ জন্মদিনের শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা আজকের এই শুভ দিনে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আশা করছি আমার অনুভূতিটুকু আপনাদের হৃদয়ে স্থান পাবে।
আজ ১১ই জুন আমার বাংলা ব্লগের 🌹 শুভ জন্মদিন। শুভ জন্মদিনের শুভেচ্ছার পাপড়ি, ছড়িয়ে দিলাম সকলের ই হৃদয় অঙ্গিনায়- আমি-

সেলিনা সাথী
আজকের এই বিশেষ দিনটি আমাদের সকলের কাছে অনেক আনন্দের, অনেক উচ্ছ্বাসের। ২০২১ সালের ১১ই জুন রাত দশটায় দাদা এই কমিউনিটিটি প্রতিষ্ঠা করেছিলেন। মায়ের ভাষায় ব্লগিং করার জন্য। কারণ ব্লগিং করা দাদার শখ ছিল। আর তাই এই বিশেষ দিনটিতে আমি প্রাণভরে কৃতজ্ঞতা জানাতে চাই আমার বাংলা ব্লগের সম্মানিত প্রতিষ্ঠাতা,- যিনি তার স্বপ্ন, মেধা, শ্রম,, অর্থ,অক্লান্ত প্রচেষ্টা, মূল্যবান পরামর্শ, ও সঠিক দিক নির্দেশনায় আমাদের সকলের প্রাণপ্রিয় "আমার বাংলা ব্লগকে" এগিয়ে নিয়ে যাচ্ছে সুন্দর সম্ভাবনাময় আগামীর দিকে।
আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে চাই এই কমিউনিটির সকল এডমিন, মডারেটর এবং আমার সহকর্মী বন্ধুদের প্রতি। এই কমিউনিটির শুরুর দিক থেকে আজ অবধি প্রায় তিন বছর অতিবাহিত করলাম। আনন্দ,উদ্দীপনায়,বিনোদনে মায়ের ভাষায় প্রানের ভাষায়। আমি গর্ববোধ করি আমার বাংলা ব্লগে কাজ করার সুযোগ পেয়ে। তাছাড়া আমার বাংলা ব্লগের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে থিম সং লেখা এবং সুর করার জন্য। আরো বেশি ভালো লেগেছিল, যখন কমিউনিটির সকরলের মনে স্থান পেয়েছিল সংগীতটি। ওই সংগীতটি লেখার পিছনেও অনেক সুন্দর একটি গল্প ছিল।
যা গতবার আমি আমার অনুভূতি পোস্টে লিখেছিলাম।
এবার তৃতীয় বর্ষপূর্তিতেও দাদার অনুমতিক্রমে আবারো একটি থিম সং লিখে সুর করে ডুয়েট শিল্পীদের দিয়ে গাওয়াতে পেরে,আমি বেশ উচ্ছ্বাসিত,আন্দোলিত। তবে এই গানটি কে আরো সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য, সুমন ভাই এবং সিয়াম অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের দুজনের প্রতি আমার কৃতজ্ঞতা এবং অনন্ত ভালোবাসা💕।
তবে এটা বলতেই হয় যে বড় দাদা সহ, সকল এডমিন, মডারেটরদের কাছেও অনেক বেশি উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছি। সকলের সহযোগিতায় এত চমৎকার একটি থিম সং করতে পেরেছি বলে সকলের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার বাংলা ব্লগ স্বপ্নের উচ্চ শিখরে পৌঁছাবে এটা আমার বিশ্বাস। এই কমিউনিটিতে আমরা কেউ কারো প্রতিদ্বন্দি নই। বরং আমরা সবাই সবার জন্য সহযোগী। তাছাড়া বাংলা ভাষায় আছে হাজার বছরের ইতিহাস -ঐতিহ্য আর নিদর্শন। বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থ চর্যাপদে পরতে,পরতে মিশ্রিত আছে সমকালীন জীবন সমাজের ইতিকথা। সমকালীন সংস্কৃতি। ভাষার দাপটে অস্বীকার করে জন্ম নেয়া এই বাংলা ভাষা পরবর্তীতে এগিয়ে চলেছে তীব্র স্রোতের গতিতে। মধ্যযুগে বাংলা সাহিত্যের বহু নিদর্শন দেখা যায়। আর বর্তমান যুগে এসে
Steemit নামক ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন বেইজড ব্লগিং প্ল্যাটফর্মে ও আমার বাংলা ব্লগের মাধ্যমে বাংলা ভাষা এগিয়ে চলছে দুর্বার গতিতে।
আজকের এই বিশেষ দিনে আমি সকলের প্রতি আহ্বান করতে চাই, সকল শুভ শক্তি নিয়ে রুখে দাঁড়াতে হবে- বাংলা ভাষার বিরুদ্ধে অশুভ চক্রান্ত আর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।
সকল প্রতিকূলতা ভেঙে,জয় হোক বাঙালির। জয় হোক বাংলা ভাষার। জয় হোক আমার বাংলা ব্লগের। জয় হোক আমাদের সকলের প্রিয় @rme দাদার স্বপ্নের। জয় হোক আমার বাংলা ব্লগের। ধন্যবাদ সকলকে 🙏 ত্রুটি মার্জনীয়।

আপনের চেয়ে আপন তুমি
গড়ে তুলেছো সংযোগ
মায়া -মমতা -ভালবাসায়
আমার বাংলা ব্লগ💕

স্মৃতির খাতায়,স্মৃতির পাতায় রবে অমলিন
বাংলা ব্লগ সেরা হয়ে রবে চিরদিন।👌

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়:

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last month 

আমার বাংলা ব্লগ ভালোবাসার আরেক নাম। আমরা দাদার মাধ্যমে অত্যন্ত সুন্দর একটা কমিউনিটি পেয়েছি। যেটার নিয়মকানুন সব থেকে অনেক সুন্দর। এই স্টিমিট প্ল্যাটফর্মে দাদা ১ নম্বরে রয়েছে। অনেক অনেক ভালো লাগতেছে। আপনি অত্যন্ত সুন্দরভাবে নিজেরও মনোভাব তুলে ধরেছেন।

 last month 

আমার বাংলা ব্লগের জন্মদিনে তোমার অনুভূতি পড়ে ভীষণ ভালো লাগলো। এই ব্লগের কর্মকাণ্ড যত জানছি তত সমৃদ্ধ হচ্ছি৷ অনেক কিছু পড়াশোনাও করেছি৷ জেনেছি এই ব্লগ ৬৭ নং থেকে তিন বছরে ১ নং স্থানে রয়েছে৷ এ এক পরম প্রাপ্তি৷ তোমার হাত ধরে আমার এই ব্লগে প্রবেশ। তাই প্রথমেই তোমাকে অনেক শুভেচ্ছা জানাই।

 last month 

আপনার লেখা গানটি কিন্তু দারুণ হয়েছে। সত্যিই আপনার প্রশংসা যতই করবো ততই কম হয়ে যাবে। তবে আমাদের সুমন ভাই এবং সিয়াম ভাই আসলেই প্রচুর পরিশ্রম করেছে। যাইহোক এমন একটা কমিউনিটিতে কাজ করতে পেরে সত্যিই নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। আমাদের কমিউনিটি এভাবেই অনেক দূর এগিয়ে যাবে,সেই কামনা করছি। যাইহোক এতো চমৎকারভাবে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50