"নীলফামারী এক্সপ্রেস" আমাদের প্রাণের দাবী||~~

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆



☆꧁::. সাথী কাব্যে ✍🏻কবিতা::. ꧂☆


বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে। একরাশ স্নিগ্ধ শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম, আমার বাংলা ব্লগ পরিবারের সকলের হৃদয় আঙ্গিনায়। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।

received_284205450707333.jpeg


বন্ধুরা প্রায় বেশ কিছুদিন ধরে কমিউনিটির কার্যক্রম থেকে বিরত ছিলাম। কারন অনেক ছোট ছুটির মধ্যে আছি এবং প্রচন্ড তাপদহে অতিষ্ঠ হয়ে পড়েছি।
তাছাড়া শিপুর ভার্সিটি এক্সাম পরীক্ষাগুলো নিয়ে ওর যতটা টেনশন হচ্ছে ঠিক তার চেয়ে বেশি আমার হচ্ছে। সারাদিনরাত অনেক পড়াশোনা করতেছে শেখো তারপরে ভর্তি এক্সাম গুলো প্রশ্নপত্র অনেক কঠিন হচ্ছে। আপনারা অনেকেই অবগত আছেন যে বেশ কয়েকদিন আগে আমি রাজশাহী গিয়েছিলাম শিপু কে নিয়ে। রাজশাহী ভর্তি এক্সাম এর অনুভূতি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব।
আজকে আসি একটি মজার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোকপাত করব।বহু বছরের সাধনার ফলে, নীলফামারীতে দিবাকালীন একটি ট্রেন উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী আগামী 4 তারিখ। নীলফামারী বাসীর জন্য যা অত্যন্ত সুখবর।কিন্তু আমরা যারা নীলফামারী জেলা সদরে বসবাস করছি তাদের মনে কোনো উচ্ছ্বাস নেই। বেদনা ভরা ক্লান্ত হয়ে আজ মানববন্ধন করতে হয়েছে। কারন গত পরশুদিন একটি প্রজ্ঞাপন পোস্ট করা হয়েছিল যেখানে নতুন ট্রেনটির নামকরণ হয়েছিল নীলফামারী এক্সপ্রেস। মাত্র 25 ঘণ্টার মধ্যেই সেই নামটি পরিবর্তন করে আবার পুনরায় পোস্ট করা হয় চিলাহাটি এক্সপ্রেস।চিলাহাটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা।নীলফামারী জেলার একটি ইউনিয়ন।কিন্তু চিলাহাটির কিছু কুচক্রী মহল উপরের লেভেলে লগইন করে নামটি পরিবর্তন করেছেন। তারই প্রতিবাদে আমরা আজ নীলফামারীবাসী তীব্র রোদে দাঁড়িয়ে আজ সকাল ১১ টায় চৌরঙ্গী মোড় নীলফামারীতে শান্তি পূর্ণ মানব বন্ধন করি। এবং মানব বন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা করি। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর। এবং সেই অনুভূতি থেকেই আজ একটি স্বরচিত কবিতা আপনাদের সাথে শেয়ার করছি।

IMG_20230531_140220.jpg

IMG_20230531_133825.jpg

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান।

আজ দীর্ঘক্ষন তীব্র রোদে দাঁড়িয়ে মানববন্ধন করায় সকলেই পুড়ে প্রা কাল অঙ্গার হয়ে গিয়েছিলাম।

"নীলফামারী এক্সপ্রেস"



🥀সেলিনা সাথী🥀

নীলফামারী বাসী সবাই
শোনো দিয়া মন,,
বৃহৎ পরিসরে ভাবা
সবার প্রয়োজন।

নীলফামারী জেলা মানে
সকল উপজেলা,
জেলার নামে কেন ওরা
করছে অবহেলা?

চিলাহাটি স্থলবন্দর
শুরুর স্টেশন,
ট্রেনের গায়ে থাকবে লেখা
তবুও অনশন-?

চিলাহাটির পাশাপাশি
নীলফামারী হলে,
ঈর্ষান্বিত হৃদয় তোমার
ব্যাথায় কেন দোলে-?

নীলফামারী তোমার-আমার
নীলফামারী সবার,
নীলফামারীর উন্নয়নে
ভূমিকা থাক অপার।

চার তারিখ থাকুক সবার
মন-মেজাজ ফ্রেস,
চিলাহাটি টু ঢাকা চলুক
নীলফামারী এক্সপ্রেস।

এটাই মোদের প্রাণের চাওয়া
আপাতত ভাই,
নীলফামারী এক্সপ্রেসের
নাই তুলনা নাই।

নীলফামারীর পক্ষ থেকে
লাখো কোটি সালাম
প্রধানমন্ত্রীর উপহারে
ধন্য মোরা হলাম।
......................................
৩১ মে ২০২৩
সময়- রাত ১০:২৪
কবিতা কুটির নীলফামারী।

আপনারা সকলেই দোয়া করবেন আমাদের সকলের এই পরিশ্রম এই স্বপ্ন যেন সার্থক হয়। ট্রেনটির নাম যেন পুনর্বহাল থাকে। নীলফামারী এক্সপ্রেস।
আজ এ পর্যন্তই। আগামীতে আবারও আসব নতুন নতুন আয়োজন নিয়ে আপনাদের মাঝে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। শুভরাত্রি।



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 116838.19
ETH 4491.44
SBD 0.86