কবি রবীন্দ্রনাথ ঠাকুরের "কৃষ্ণকলি" কবিতাটির আবৃত্তি||~~
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আজ অনেকদিন পর আবারো আপনাদের মাঝে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা "কৃষ্ণকলি" এর আবৃত্তি নিয়ে এলাম। আশা করছি আপনাদের মন্দ লাগবে না। বন্ধুরা এই কবিতাটি আমার খুবই প্রিয় একটি কবিতা কিন্তু অনেক আগে পড়েছিলাম। কত বছর আগে পড়েছি তাও ভুলে গেছি। আর তাইতো হঠাৎ করে আজ খুব বেশি মনে পড়ছিল এই কবিতাটির কথা। কিন্তু কি করব আজ সকাল থেকেই বাসায় বিদ্যুৎ ছিল না তাই ওয়াইফাই বন্ধ ছিল। এই ফাঁকে অনেকগুলো কাপড় কেচে নিলাম। বিকেলে যখন কারেন্ট আসলো তখন, আমার ছোট ভাইয়ের ছেলেটা বাসায় এসেছিল এবং তার অত্যাচারে কবিতা পাঠ করা দুরূহ ব্যাপার। এরপর ওরা চলে গেল রাত নটার দিকে।তখন জয়েন করলাম রবিবারের আড্ডায়। আড্ডা শেষ করে প্রিপারেশন নিলাম কবিতাটি আবৃত্তি করব।তখনই হলো মজার কাণ্ড শুরু। কখনো পাশের বাড়ির সাউন্ড আসে, কখনো মাইকিনের শব্দ, কখনো বা শিপুর কথার শব্দ,, একেবারে হ য ব র অবস্থা। এরপর রাতের খাবার খেয়ে এখন মাত্র কবিতাটি রেকর্ড করলাম তারপরও শব্দ যেন পিছু ছাড়ছে না। যেভাবে করলাম ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি এখন।জানিনা আপনাদের কেমন লাগবে।তবে খুব বেশি মন্দ লাগবে না এটা আমার বিশ্বাস।চলুন তাহলে কথা না বাড়িয়ে কবিতাটি শুনে আসি।।
কবিতা - কৃষ্ণকলি
কলম-বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
কন্ঠে-সেলিনা সাথী
ভিডিও লিংক
কবিতার লিরিক্স
কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে,
মুক্তবেণী পিঠের ‘পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
ঘন মেঘে আঁধার হল দেখে
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু
শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
পূবে বাতাস এল হঠাত্ ধেয়ে,
ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,
মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কিনা চেয়ে,
আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
এমনি করে কাজল কালো মেঘ
জ্যৈষ্ঠমাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া
আষাঢ়মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে
হঠাত্ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
কৃষ্ণকলি আমি তারেই বলি,
আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার পরে দেয়নি তুলে বাস,
লজ্জা পাবার পায়নি অবকাশ।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
বিষয়: কবিতা আবৃত্তি
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
কবিতা আবৃতি অসাধারণ হয়েছে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে যে বাঁশির সুর বাজছে যার কারণে আবৃত্তি আরো চমৎকার লাগছিল।। ধন্যবাদ আম্মু।
অসংখ্য ধন্যবাদ তোমাকে♥♥
আপু আপনি সবসময় ভালো কবিতা আবৃত্তি করেন সেটা আমরা সবাই জানি। আজ আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি কবিতাটি অনেক সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। কবিতাটি কিন্তু আসলেই অসাধারণ ।আর আপনার আবৃতিতে অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে।
ধন্যবাদ আপু, আমি চেষ্টা করে যাচ্ছি।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনার কবিতা আবৃত্তি পছন্দ করে না এমন একটা লোকও খুঁজে পাওয়া যাবে না আপু । আপনি সত্যিই খুব সুন্দর করে কবিতা আবৃতি করেন। আমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লাগে আপনার এই কবিতা আবৃত্তি । ধন্যবাদ আপু আজ এত অসাধারণ করে আরও একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।