"এসো নিজে করি" লাল ও সাদা কাগজ দিয়ে অসাধারন ওয়ালমেট তৈরি।। 10% beneficially @shy-fox
আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি অসাধারণ ইভেন্টে DIY( Do It Yourself) এসো নিজে করি। এখানে দ্বিতীয় দিনে আবারো অংশগ্রহণ করতে যাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি " লাল ও সাদা কাগজ দিয়ে ওয়াল মেট" তৈরি করেছি। ।
চলুন শুরু করা যাক
উপকরণ সমূহঃ
♦ সাদা কাগজ
♦রঙিন কাগজ
♦ আঠা
♦ কাচি
♦ এন্টিকাটার
♦পুঁথি
♦ স্কেল
প্রথমে লাল কাগজ দিয়ে কিভাবে ফুল কেটে নেই
এবার লাল সাদা কাগজ দিয়ে লাভ কেটে নেই ঠিক এভাবে।
এভাবে লাল ও সাদা কাগজ গোল করে কেটে নেই-
এবার গোলাকার গুলো ফুলের মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দেই।
এবার গোলাকার গুলোর উপরে সাদা পুঁথি আঠা দিয়ে লাগিয়ে নেই, ঠিক এভাবে।
এবার সাদা লাভ গুলোর উপরে আঠা দিয়ে লাল লাভ গুলো লাগিয়ে নেই ঠিক এভাবে।।
এবার সাদা কাগজ দিয়ে এভাবে ঠিক লাঠির মত বানিয়ে নেই।
এবার দুটো করে একসাথে আঠা দিয়ে লাগিয়ে ঘরের মতো করে নেই।
এবার আঠা দিয়ে লাঠি গুলো ঠিক এভাবে লাগিয়ে নেই।
এবার চারটি লাঠি ঠিক নিচের দিকে এভাবে লাগিয়ে নেই এবং একটি চিকন সাদা কাগজ উপরের মাঝ বরাবর এভাবে আঠা দিয়ে লাগিয়ে নেই।
এবার তৈরিকৃত ফুল টি মাঝ বরাবর এভাবে লাগাবো এবং লাভ টি ও মাঝ বরাবর এভাবে লাগিয়ে নেব আঠা দিয়ে।
এবার ওয়ালমেট এর সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলগুলো এবং পুঁথিগুলো এভাবে লাগিয়ে নেব আঠা দিয়ে
এবার নিচের অংশে তিনটি লাভ আঠা দিয়ে এভাবে লাগিয়ে নেব।
এবারে সুতা দিয়ে হুক বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেব ঠিক এভাবে।
পেছনদিকে আঠা দিয়ে এভাবে হুকটা লাগিয়ে নিয়ে এরপর আবারও কাগজ লাগিয়ে দিতে হবে।
তৈরি হয়ে গেল লাল ও সাদা কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট।
এটি আমার ঘরের ওয়ালের টাঙ্গানোর ছবি দেখুন কি সুন্দর লাগছে তাইনা।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
Cc:
আপু একটা সত্যি কথা বলি।
আপনি কিন্তু কালার কম্বিনেশনটা খুব বেশি ভালো করতে পারেন।
লালের সাথে সাদা দেখতেই অনেক ভালো লাগে।ওয়ালমেটটি দেওয়ালে টাঙ্গানোতে আরো বেশি ভালো লাগছে।
ঠিক বলেছেন আপু মনি একটি সময় আমি অনেক কাপড়ে ডিজাইন করতাম নানা রং দিয়ে এবং ব্লক বাটিকের কাজ করতাম খুবই ভালো করতাম সবাই খুব প্রশংসা করতো।বিশে ষ
করে পাঞ্জাবি,, ফতুয়া,, থ্রি পিস, বেডশিট অনেক করেছি এবং অনেক অর্ডার ও পেতাম।
আপনি যেভাবে ছবি দিয়ে পোস্টটি উপস্থাপন করেছেন এটা অনেক ভালো হয়েছ। আর অল মেটটি অনেক অনেক সুন্দর হয়েছে আপু।
ধন্যবাদ আপু♥
লাল এবং সাদা কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন আপু💜
দেখতে খুবই সুন্দর লাগছে। কবিতা বলার পাশাপাশি আপনি অনেক সুন্দর হাতের কাজও পারেন দেখছি। আপনার তৈরি ওয়ালমেট টা শুরু থেকে শেষ পর্যন্ত যে ভাবে উপস্থাপন করেছেন এখন যে কেউ ইচ্ছা করলে এটা দেখে বানাতে পারবে, শুভকামনা রইলো আপু
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য♥।ভাল থাকবেন। শুভ কামনা♥
লাল এবং সাদা কাগজ দিয়ে আপনি সুন্দর করে ওয়ালমেটটি তৈরি করেছেন আপু। আপনার কবিতা যেমন সুন্দর তেমনি ডাই প্রজেক্ট টাও। সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপু।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য♥
আসলে আপু আপনার প্রশংসা করতেই হয় লাল সাদা কাগজ দিয়ে যে আপনি একটা অসাধারন ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরি করে আপনি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন নিজের দক্ষতা খাঁটিয়ে এত সুন্দর ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই সাবলীল ভাষায় যা আমাদের বুঝতে সক্ষম হয়েছে। আপনার প্রতি শুভকামনা রইল আপু।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য♥
ওয়ালমেট টা খুবই সুন্দর তৈরি করেছেন আপু। এবং লাল সাদার কম্বিনেশনের জন্য ওয়ালমেটটা আরও ভালো লাগছে। খুব সুন্দর কাজ। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য♥
খুব সুন্দর একটি জিনিস তৈরি করেছেন আপু। ওয়ালমেট টি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে ফুলের মাঝখানে যে পুঁথিগুলো দিয়েছেন সেগুলোর জন্য আরো বেশি সুন্দর দেখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি জিনিস শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা আপু মনি♥
বাহ অনেক সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট টি দেখে খুব ভালো লাগলো আপু। যাই হোক সব মিলিয়ে আমাকে অনেক সুন্দর ছিল ধন্যবাদ।
শুভ কামনা♥
আমি বরাবরই লক্ষ করে এসেছি যখন থেকে ডাই ইভেন্টটি শুরু হয়েছে তখন তাকে আপনি প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করেছেন এবং চমৎকার চমৎকার জিনিস আমাদের উপহার দিয়েছেন। এই ইভেন্ট ও ব্যতিক্রমী করেন নি, ডাই ইভেন্ট শুরু তেই আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ ও অনাবিল শুভেচ্ছা আপনার জন্য। কারণ আপনি চমৎকার ভাবে আমাকে প্রতিটা কমেন্টে উৎসাহ উদ্দীপনা জাচ্ছেন♥
আপু আপনার তৈরি ডাই ইভেন্টের সকল জিনিসগুলোই খুবই সুন্দর হয়। আজকের ওয়ালমেট তৈরিটাও খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইল।
অনাবিল শুভেচ্ছা ভাইয়া♥