"এসো নিজে করি" লাল ও সাদা কাগজ দিয়ে অসাধারন ওয়ালমেট তৈরি।। 10% beneficially @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি অসাধারণ ইভেন্টে DIY( Do It Yourself) এসো নিজে করি। এখানে দ্বিতীয় দিনে আবারো অংশগ্রহণ করতে যাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি " লাল ও সাদা কাগজ দিয়ে ওয়াল মেট" তৈরি করেছি। ।

IMG20211009093319.jpg


siam,.png

চলুন শুরু করা যাক


উপকরণ সমূহঃ

♦ সাদা কাগজ

♦রঙিন কাগজ

♦ আঠা

♦ কাচি

♦ এন্টিকাটার

♦পুঁথি

♦ স্কেল


siam,.png

IMG_20211009_082356.jpg

প্রথমে লাল কাগজ দিয়ে কিভাবে ফুল কেটে নেই


siam,.png

IMG_20211009_082424.jpg

এবার লাল সাদা কাগজ দিয়ে লাভ কেটে নেই ঠিক এভাবে।


siam,.png

IMG_20211009_082601.jpg

এভাবে লাল ও সাদা কাগজ গোল করে কেটে নেই-


siam,.png

IMG_20211009_082627.jpg

এবার গোলাকার গুলো ফুলের মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দেই।


siam,.png

IMG_20211009_082645.jpg

এবার গোলাকার গুলোর উপরে সাদা পুঁথি আঠা দিয়ে লাগিয়ে নেই, ঠিক এভাবে।


siam,.png

IMG20211008211949.jpg

এবার সাদা লাভ গুলোর উপরে আঠা দিয়ে লাল লাভ গুলো লাগিয়ে নেই ঠিক এভাবে।।


siam,.png

IMG_20211009_082459.jpg

এবার সাদা কাগজ দিয়ে এভাবে ঠিক লাঠির মত বানিয়ে নেই।


siam,.png

IMG_20211009_082819.jpg

এবার দুটো করে একসাথে আঠা দিয়ে লাগিয়ে ঘরের মতো করে নেই।


siam,.png

IMG_20211009_082905.jpg

এবার আঠা দিয়ে লাঠি গুলো ঠিক এভাবে লাগিয়ে নেই।


siam,.png

IMG_20211009_083031.jpg

এবার চারটি লাঠি ঠিক নিচের দিকে এভাবে লাগিয়ে নেই এবং একটি চিকন সাদা কাগজ উপরের মাঝ বরাবর এভাবে আঠা দিয়ে লাগিয়ে নেই।


siam,.png

IMG_20211009_083300.jpg

এবার তৈরিকৃত ফুল টি মাঝ বরাবর এভাবে লাগাবো এবং লাভ টি ও মাঝ বরাবর এভাবে লাগিয়ে নেব আঠা দিয়ে।


siam,.png

IMG_20211009_092550.jpg

এবার ওয়ালমেট এর সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলগুলো এবং পুঁথিগুলো এভাবে লাগিয়ে নেব আঠা দিয়ে


siam,.png

IMG20211009092825.jpg

এবার নিচের অংশে তিনটি লাভ আঠা দিয়ে এভাবে লাগিয়ে নেব।


siam,.png

IMG_20211009_083440.jpg

এবারে সুতা দিয়ে হুক বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেব ঠিক এভাবে।


siam,.png

IMG20211009093121.jpg

পেছনদিকে আঠা দিয়ে এভাবে হুকটা লাগিয়ে নিয়ে এরপর আবারও কাগজ লাগিয়ে দিতে হবে।


siam,.png

dropshadow_1633751219779.jpg

dropshadow_1633751324122.jpg

dropshadow_1633751170577.jpg

তৈরি হয়ে গেল লাল ও সাদা কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট।

siam,.png

IMG20211009093319.jpg

IMG_20211009_083621.jpg

এটি আমার ঘরের ওয়ালের টাঙ্গানোর ছবি দেখুন কি সুন্দর লাগছে তাইনা।


siam,.png

IMG_20210830_110535.jpg


siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

আপু একটা সত্যি কথা বলি।
আপনি কিন্তু কালার কম্বিনেশনটা খুব বেশি ভালো করতে পারেন।
লালের সাথে সাদা দেখতেই অনেক ভালো লাগে।ওয়ালমেটটি দেওয়ালে টাঙ্গানোতে আরো বেশি ভালো লাগছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু মনি একটি সময় আমি অনেক কাপড়ে ডিজাইন করতাম নানা রং দিয়ে এবং ব্লক বাটিকের কাজ করতাম খুবই ভালো করতাম সবাই খুব প্রশংসা করতো।বিশে ষ
করে পাঞ্জাবি,, ফতুয়া,, থ্রি পিস, বেডশিট অনেক করেছি এবং অনেক অর্ডার ও পেতাম।

 3 years ago 

আপনি যেভাবে ছবি দিয়ে পোস্টটি উপস্থাপন করেছেন এটা অনেক ভালো হয়েছ। আর অল মেটটি অনেক অনেক সুন্দর হয়েছে আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু♥

 3 years ago 

লাল এবং সাদা কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন আপু💜

দেখতে খুবই সুন্দর লাগছে। কবিতা বলার পাশাপাশি আপনি অনেক সুন্দর হাতের কাজও পারেন দেখছি। আপনার তৈরি ওয়ালমেট টা শুরু থেকে শেষ পর্যন্ত যে ভাবে উপস্থাপন করেছেন এখন যে কেউ ইচ্ছা করলে এটা দেখে বানাতে পারবে, শুভকামনা রইলো আপু

 3 years ago 

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য♥।ভাল থাকবেন। শুভ কামনা♥

লাল এবং সাদা কাগজ দিয়ে আপনি সুন্দর করে ওয়ালমেটটি তৈরি করেছেন আপু। আপনার কবিতা যেমন সুন্দর তেমনি ডাই প্রজেক্ট টাও। সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করার জন‍্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য♥

 3 years ago 

আসলে আপু আপনার প্রশংসা করতেই হয় লাল সাদা কাগজ দিয়ে যে আপনি একটা অসাধারন ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরি করে আপনি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন নিজের দক্ষতা খাঁটিয়ে এত সুন্দর ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই সাবলীল ভাষায় যা আমাদের বুঝতে সক্ষম হয়েছে। আপনার প্রতি শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য♥

 3 years ago 

ওয়ালমেট টা খুবই সুন্দর তৈরি করেছেন আপু। এবং লাল সাদার কম্বিনেশনের জন্য ওয়ালমেটটা আরও ভালো লাগছে। খুব সুন্দর কাজ। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য♥

 3 years ago 

খুব সুন্দর একটি জিনিস তৈরি করেছেন আপু। ওয়ালমেট টি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে ফুলের মাঝখানে যে পুঁথিগুলো দিয়েছেন সেগুলোর জন্য আরো বেশি সুন্দর দেখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি জিনিস শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা আপু মনি♥

 3 years ago 

বাহ অনেক সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট টি দেখে খুব ভালো লাগলো আপু। যাই হোক সব মিলিয়ে আমাকে অনেক সুন্দর ছিল ধন্যবাদ।

 3 years ago 

শুভ কামনা♥

 3 years ago 

আমি বরাবরই লক্ষ করে এসেছি যখন থেকে ডাই ইভেন্টটি শুরু হয়েছে তখন তাকে আপনি প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করেছেন এবং চমৎকার চমৎকার জিনিস আমাদের উপহার দিয়েছেন। এই ইভেন্ট ও ব্যতিক্রমী করেন নি, ডাই ইভেন্ট শুরু তেই আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ও অনাবিল শুভেচ্ছা আপনার জন্য। কারণ আপনি চমৎকার ভাবে আমাকে প্রতিটা কমেন্টে উৎসাহ উদ্দীপনা জাচ্ছেন♥

আপু আপনার তৈরি ডাই ইভেন্টের সকল জিনিসগুলোই খুবই সুন্দর হয়। আজকের ওয়ালমেট তৈরিটাও খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

অনাবিল শুভেচ্ছা ভাইয়া♥

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57726.29
ETH 2446.50
USDT 1.00
SBD 2.39