☆꧁::. সাথী কাব্যে ✍🏻কবিতা "হ্যাডম"::. ꧂☆
hr>
☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆
☆꧁::. সাথী কাব্যে ✍🏻কবিতা হ্যাডম::. ꧂☆
বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে।। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।
প্রিয় কবিতা প্রেমী বন্ধুদের জন্য আবারও একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হলাম। আমার বাংলা ব্লগ পরিবারে এখন অনেক কবিতা প্রেমী বন্ধুরা রয়েছেন। আসলে কবিতা সবাই পছন্দ করেন না।তবে যারা কবিতার ভাষা বোঝেন তারা কিন্তু যথেষ্ট কবিতা প্রেমী হয়ে থাকেন। যাইহোক সেদিকে আর যাচ্ছি না। আজ আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের কবিতা নিয়ে আসলাম। আমাদের সমাজে কতিপয় কিছু ভদ্র লোক আছেন। যারা তাদের অন্যায় অত্যাচার দুর্নীতিগুলোকে নিজের হেডম মনে করেন।তাদের জন্যই মূলত প্রতিবাদস্বরূপ আজ আমার এই কবিতাটি। অহংকার আর অহমিকায় যারা মানুষকে মূল্যায়ন করেন না। গুণীজনদের কদর করেন না।তাদের প্রতি সমবেদনা স্বরূপ আমার এই কবিতাটি। কিংবা যারা লোভ লালসা এবং স্বার্থের জন্য, যথাযোগ্য প্রতিভাবানকে এড়িয়ে,সজন প্রীতি করেন তাদের জন্য আমার এই কবিতাটি।আসুন আমরা যার যে প্রতিভা আছে তাকে সেভাবেই মূল্যায়ন করার চেষ্টা করি।দুর্নীতি অন্যায় অবিচারকে না বলি।যেকোনো অন্যায়কারী অন্যায়কে যখন শক্তিতে রূপান্তরিত করে, এবং সেটা নিয়ে গর্ববোধ করেন।তাদের জন্য ইনজেকশনস্বরূপ আমার এই কবিতা। কেউ বুঝলে ভালো না বুঝলে আরো ভালো। সেই সেরা ডায়লগটি মনে পড়ে গেল হঠাৎ করে।বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। আপনাদেরও স্মরণে এনে দিলাম। কবিতাটি মনোযোগ সহকারে পড়ে আপনাদের সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহ প্রদান করলে আগামীতে আবারো নতুন নতুন কবিতা নিয়ে হাজির হব। সাথী কন্ঠে সবসময় ন্যায়ের কথা উচ্চারিত হয়।উচ্চারিত হয় বাস্তবতা। হয়তো কারো ভালো লাগে কিংবা কারো মন্দ। তারা যাই হোক না কেন তাদের সাথে নেই কোন আমার দ্বন্দ্ব।চলুন এবার ঝটপট কবিতাটি পড়ে আসি কবিতার শিরোনাম-
"হ্যাডম"
🥀সেলিনা সাথী🥀
হ্যাডম ভাবে যারা,
এই পৃথিবীর অশুভ শক্তি
শয়তান যেন তারা।
তারাই নাকি প্রেতাত্মা
ভুতের নানা-দাদা,
ভিনগ্রহ থেকে এসে
খুঁজে হেতায় রাঁধা।
বহিরাগতের হ্যাডম দেখে
লজ্জা যে পাই আমি
স্বঘোষিত হ্যাডমওলা
নিজেকে ভাবে দামি।
হক দারের হক মেরে খায়
মস্ত হ্যাডম রাজা,
অতিষ্ঠ তাই সেই রাজ্যের
নিরীহ সব প্রজা।
অপকর্মের হ্যাডম যে তার
কত হলো চূর্ণ,
অপমান আর অপবাদে
ডালা যে তার পূর্ণ।
তবুও সে বুক ফুলিয়ে
হ্যাডম দেখায় এসে,
ছিঃ ছিঃ ছিঃ নির্লজ্জ
কাশে অনায়াসে।
কত হ্যাডম এলো গেল
ইতিহাসের পাতায়,
কত হেডম গেল ঝরে
কবিতার'ই খাতায়।
মস্ত বড় হ্যাডম ওয়ালা
ভূতটাকে তাই বলি,,
পাপাচার আর অনিয়মকে
এস পায়ে দলি।
সত্য পথে চলি
ন্যায়ের কথা বলি!
হিংসা বিদ্বেষ দূর হয়ে যাক
দূরের অলি গলি।
ভূত-পেত্নীর হৃদয়ে খেলুক
শুধুই কাব্য-কলি।
হিংসা বিদ্বেষ কটু কথা
এসো পায়ে দলি।
............................
১ জুলাই ২০২৩
সময়-রাত ১:৩০
কবিতা কুটির, নীলফামারী।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আপু আপনি কবিতার মাঝে অসাধারণ কিছু সত্য কথাকে তুলে ধরেছেন। কিছু উচিত কথা বলেছেন। ইচ্ছে করছে কিছু কিছু মানুষকে আপনার কবিতাটি শুনিয়ে আসি ।ছন্দে ছন্দে এমন উচিত কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটি মনোযোগ সহকারে পড়ে আপনার প্রকাশ করার জন্য♥♥
কারো কারো লোভ লালসা এবং স্বার্থের কাছে আমরা হার মেনে যাই। আর সেই মানুষগুলোর জন্য আমরা নিজের প্রাপ্য পাই না। যাইহোক আপু আপনার লেখা কবিতা গুলো অনেক ভালো লাগে। আজকের কবিতাটিও দারুন লেগেছে। দারুন একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আমার লেখা বাস্তবভিত্তিক কবিতা গুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম।সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু♥♥
আশা করি ভালো আছেন আপনি? আপনি আমাদের মাঝে বেশ দুর্দান্ত কবিতা উপস্থাপন করে থাকেন । সত্যি আপনার কিছু কিছু কবিতা হৃদয়ের ছুঁয়ে যায়। আজকে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন ভালো লাগলো পড়ে। সমাজের কিছু বাস্তবতা উপস্থাপন করেছেন কবিতার ছন্দে। এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।
এত চমৎকার কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার কবিতাগুলো আপনার কাছে দুর্দান্ত মনে হয় জেনে আরো বেশি জড়িত হলাম।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।♥♥