স্বরচিত কবিতা আবৃত্তি' র "ভিডিও"||~~ ০৭-০৩-২০২৩১

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


আসসালামু আলাইকুম/আদাব


পবিত্র শবে বরাতের মহিমায় সুন্দর হয়ে উঠুক সকলের জীবন,,



পবিত্র লাইলাতুল বরাতের অনাবিল শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।


IMG_20230216_193849.jpg


বন্ধুরা আজ পবিত্র শবে বরাত।ইবাদত বন্দেগীর জন্য উত্তম রাত।এই রাতের তাৎপর্য ব্যাপক।আজকের রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহু তাআলার কাছে সকল পাপের জন্য ক্ষমা চাওয়ার উত্তম রাত। তাইতো আমরা মুসলমানরা এই রাতে রাত জেগে এবাদত বন্দেগী করি। প্রতি বছর এই দিনে আমরা নানা রকম রুটি হালুয়া তৈরি করে থাকি।সিয়ামের দাদি অনেক নিয়মকানুন মানত। প্রতি শবে বরাতের দিয়েন নানা পদের হালুয়া বানাতে হতো এবং সেইসাথে দুইটি রুটিকে তেলের মাধ্যমে একসাথে করে বানাতে হতো এই রোগের নাম দোস্তী রুটি।প্রথমে বানাতে পারতাম না পরে আস্তে আস্তে বানানো শিখে গিয়েছি।এই রুটি-হালুয়া গুলো সিয়ামের দাঁত দিয়ে প্রথমে ফাতিহা করে নিত।তার আগে কাউকেই খেতে দিত না।এবং ঘরবাড়ি চুলা সবকিছু মুছে ঝকঝকে করতে হতো।কোথাও এতটুকু নোংরা থাকা যাবে না কিংবা কালি থাকা যাবে না।সিয়াম এবং শিপু খুব আনন্দের সাথে নামাজ পড়তে যেত মসজিদে।এবং তারা প্রায় কয়েকটা মসজিদে যেত দোয়া করতে। এরপর কবরস্থানে যেত সকল মৃত ব্যক্তির জন্য দোয়া করতে।ওই কবরস্থানে শুয়ে আছে আমার বাবা।আমার দাদী।আর এক বছর আগেই সিয়ামের দাদি চলে গেলেন পৃথিবী ছেড়ে। শিয়াল এবং শিপু দুজনেই ঢাকায়। তাই এবার আর হালুয়া-রুটি করা হয়ে উঠেনি।আজ সবার কথা খুব বেশি মনে পড়ছে।সবাইকে ভীষণ মিস করছি।কি পোস্ট করব বুঝে উঠতে পারছিলাম না।শবে বরাতের নামাজ শেষ করে এরপর পোস্ট লিখতে বসলাম।কি পোস্ট করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না তাই ইউটিউব ঘেঁটে আমার অনেক আগের একটি কবিতা আবৃত্তির ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খারাপ লাগবে না।আজকের এই বিশেষ রাতে আমার বাংলা পরিবারের জন্য মন থেকে দোয়া করি আল্লাহপাক সবাইকে সুস্থ রাখুন এবং ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন।প্রত্যেক পরিবারের সুখ শান্তি বিরাজ থাক।প্রতিটি বাবা-মায়ের জন্য মন থেকে দোয়া করছি রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। প্রার্থনা করি যতদিন বেঁচে থাকব যেন মন্দ কাজ না করতে পারি।এবং ঈমানের সাথে আল্লাহতায়ালা যেন মৃত্যুবরণ করান।আমার সিয়াম শিপু যেন মানুষের মতো মানুষ হতে পারে। আল্লাহ তায়ালা তাদের নেক হায়াত দান করুন।আমিন।

তবে চলুন কবিতা আবৃত্তিটি শুনে আসি।আমার স্বরচিত কবিতা।আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা।

♥স্বরচিত কবিতা অভিমানী ইচ্ছে♥


♥সেলিনা সাথী*♥

ভিডিও লিংক

মাঝে মাঝে ইচ্ছে করে
লাল গোলাপের নিবিড় চোখে
স্বপ্ন সুধার আবির মেখে
মহাশূন্যের বুকে উধাও হয়ে যাই
নির্জনতার নীল দিগন্তে।
কখনো বা ইচ্ছে করে
রোদের দাবদাহে ঝলসানো
প্রান্তরে অনাথ ঘাসের মতো
চিৎকার করে কাঁদি।

অনুভূতিগুলো অনুভবে
দহন তীক্ষ্ণ দহন, তীব্র রোদের
ধারালো গানের সুরে
সব সুন্দর ভ্রমর ঘুমিয়ে আছে
আহত শিশিরের মতো
কাচের দেয়ালে রক্ত দিয়ে
লিখে যেতে চাই
একটি করুণ গান বিরহী কবিতা
আমার অভিমানী ইচ্ছেগুলো
এক তার হাতে উদাস বাউল এর মত
সুদীর্ঘ সমুদ্রের মোহনায়
পূর্ণিমা রাতে মিলনের ক্ষণে
অনন্তকাল ধরে লেখা থাকবে
শুধু তোমার নাম
রূপকথা হয়ে রুপের গল্পে।
আবারো ইচ্ছে করে
পুঞ্জে পুঞ্জে মুকুলিত
আম্রমুকুলের কুঞ্জে
একা ধেঁয়ে চলা ঘূর্ণি বাতাসের মতো
বৈশাখী ঝড়ের ছন্দ নুপুরে
সকল শূন্যতা পেরিয়ে
পেতে চাই তৃষ্ণার জল
শান্তির বাণী, অনন্ত ভালোবাসা।
পেতে চাই তৃষ্ণনার জল
শান্তির বাণী, অনন্ত ভালোবাসা,,,



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

মুসলিম জীবনে শবে বরাত অন্যতম একটি দিন। আপু পবিত্র এই দিনে আপনার সমস্ত ভালো কাজ গুলোকে উপরওয়ালা কবুল করে নিক এই প্রার্থনা করি।🙏আগের দিনের মানুষ গুলো প্রতিটি ধর্মীয় উৎসব গুলো খুবই নিয়ম নিষ্ঠার সহিত পালন করতো।আপনার শাশুড়ী মা এর আত্মার শান্তি কামনা করছি।🙏🙏🙏🙏 আপু আপনার কণ্ঠে কবিতা শুনতে পেলে কি যে শান্তি লাগে তা বলার মতো না। প্রতিটি হ্যাংআউট আপনার কবিতা আবৃত্তিতে পরিপূর্ণতা পায় তা আর বলার অপেক্ষা রাখে না। অসাধারণ একটি কবিতা লিখছেন এবং তা আবৃত্তি করে শোনালেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।সবসময়ই ভালো থাকবেন এবং ভালো ভালো কবিতা উপহার দেবেন এই প্রত্যাশা করি আপু।❤️❤️❤️❤️

 3 years ago 

খুবই সুন্দর করে গঠনমূলক মন্তব্য করে, আমাকে উৎসাহ এবং সাহস জোগানোর জন্য, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দিদিমণি।♥♥

 3 years ago 

আপনার কবিতা মানেই অসাধারণ আর সেই কবিতা যদি আপনার কন্ঠে শোনা যায় তাহলে তো সোনায় সোহাগা।

 3 years ago 

সত্যিই অনেক উৎসাহ পাই। এভাবে মন্তব্য করে উৎসাহ দিলে। অনেক ভালো থাকবেন আপু। ভালোবাসা অবিরাম।♥♥

 3 years ago 

আসলে কি বলব আপনাকে আপনি যেমন চমৎকার কবিতা লেখেন ঠিক তেমনি অসাধারণ আবৃত্তি করে থাকেন। আপনার কন্ঠে এত অসাধারণ আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। কবিতার প্রতিটি ছন্দ বেশ অসাধারণ। এত চমৎকার কবিতা আবৃতি আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার লেখা কবিতা। আমার আবৃত্তি দুটোই আপনার ভালো লাগে। জেনে অনেক বেশি আনন্দিত বোধ করছি। আসলে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমার চলার পথের অনুপ্রেরণা।♥♥

এই রোগের নাম দোস্তী রুটি

এই জায়গাটাতে মনে হয় একটু ভুল আছে আপু। তাছাড়াও দুই এক জায়গায় দেখলাম টুকটাক একটু বানানে ভুল হয়েছে।

আসলে শবেবরাত সম্পর্কে আমার তেমন বিশেষ কোন আইডিয়া নেই বা তেমন বিশেষ কিছু জানিও না। তবে শুনেছি এই রাতে নাকি সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে।

আপনার কবিতাগুলো তো এমনিতেই আমার খুব ভালো লাগে। আর আজকের কবিতাটাও অনেক বেশি সুন্দর ছিল। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক এর জন্য শুনতে আরো বেশি আকর্ষণীয় লাগছিল।

 3 years ago 

ঐ রুটির নাম দোস্তি রুটি। আমাদের এদিকে ওই রুটি টাকে দোস্তি রুটি বলে।হ্যাঁ মাঝে মাঝে চোখের আড়ালে টুকিটাকি বানান ভুল হয়ে যায়। আমার নিজেরও হয়। অন্যান্যদের পোস্ট পোস্টেও হয়।অনেকেরই হয় দেখি। আসলে যেটা হয় সেটা অজান্তেই হয়ে যায়। অনেক সময় তাড়াহুড়া করে লিখতে গিয়ে হয় কিংবা ভালো করে রিভিশন না দিলে হয়।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।সুন্দর মক্তব্য করে পাশে থাকার জন্য।♥♥

 3 years ago 

মুসলিম জীবনে শবে বরাত অন্যতম একটি পবিত্র দিন। তবে তেমন বিশেষ কিছু জানা নেই আমার এই ব্যাপারে।

আপনার কবিতাগুলো আমি মাঝেমধ্যেই পড়ার চেষ্টা করি। আজকের কবিতাটা অনেক বেশি সুন্দর ছিল, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড এ যে মিউজিক টা ব্যবহার করেছেন তার জন্য শুনতে আরো অনেক বেশি ভালো লাগছিল। পুরো কবিতাটাই অনেক মনোযোগ সহকারে শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

পুরো কবিতাটি মনোযোগ সহকারে শুনে, এরপর সুন্দর মন্তব্য করার মাধ্যমে, আমাকে উজ্জীবিত করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালবাসা অবিরাম♥♥

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.037
BTC 104938.70
ETH 3516.36
USDT 1.00
SBD 0.55