দুই বাংলার সাহিত্য সম্প্রীতির সেতুবন্ধনে "উত্তরণ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব" 2022
নতুন ইংরেজী বছরের শুভেচ্ছা।নতুন বছর নতুন দিন নতুন ক্ষণ সবার জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি।নতুন বছরে নতুন স্বপ্ন বুননে বিশ্বাস ও সম্পর্কের বন্ধন হবে আরও সুদৃঢ়। এগিয়ে যাব বহু দুর ইনশাআল্লাহ।আমার বাংলা ব্লগ এর পক্ষ থেকে আবার ও আপদেরকে জানাই ইংরেজি নতুন বছরের অনাবিল শুভেচ্ছা♥♥।
উত্তরণ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব" ২০২২
(১ম পর্ব)
বন্ধুরা সাহিত্য হচ্ছে আলোর ভুবন।আর উত্তরণ হচ্ছে একটি উজ্জ্বল আলোক দীপিকা। প্রতিষ্ঠার পর থেকেই শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে।এই ঐতিহ্যবাহী সংগঠন উত্তরণের উদ্যোগে দুই বাংলার শিল্প-সাহিত্য-সংস্কৃতি সম্প্রীতি ও বিকাশের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্কৃতি উৎসব 2022 সফলতার সাথে সম্পন্ন হল।এই সম্মেলনে বাংলাদেশ, ভারত ও ভুটানের কবি, গল্পকার ঔপন্যাসিক, গীতিকার, কণ্ঠশিল্পী, গায়ক-গায়িকার মিলন-মেলায় ভরে উঠেছিল শিল্প ও সংস্কৃতি। আর সেই সাথে আরও একধাপ এগিয়ে গেল আমাদের সাহিত্যাঙ্গন।
"লেখক এর লেখনি হোক সমাজ সংস্কারের হাতিয়ার"।এই শ্লোগানকে সামনে রেখেই একদল স্বপ্নবাজ তরুণদের নিয়ে 2008 সালে গঠন করা হয় উত্তরণ সাহিত্য আসর।দেখতে দেখতে এই সাহিত্যচর্চার পথচলা 14 তম বছর অতিক্রম করল।আর আমি উত্তরণের সাথে লেগে আছি 2010 সাল থেকে।আজ আমি আবেগে আপ্লুত হয়ে,, পরিচয় করিয়ে দিতে চাই যিনি উত্তরণের মত এরকম চমৎকার একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি,এবং উত্তরন আলোক দীপিকার উৎস।নানা রকম সংকট ও বৈরী পরিবেশ উপেক্ষা করে,, আজ উত্তরণ পাবনা পরিবার, দেশের আঙিনা পেরিয়ে, বাংলাদেশ ও ভারতের সাহিত্য চাষীদের এক সূতোয় গাঁথতে সক্ষম হয়েছেন যিনি।আমি বলতে চাই এই কৃতিত্বের দাবিদার "আলমগীর কবির হৃদয়" উত্তরণ সাহিত্য আসর এর প্রতিষ্ঠাতা সভাপতি।
ভাষা সাহিত্যের বাহন। আর সাহিত্য জীবনের প্রতিচ্ছবি।আর তাই একটি দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে সাহিত্যিক, কবি, লেখক, শিল্পীরাই মূল শক্তি।আর উত্তরণ মানে জাগরণ, উজ্জীবন, শিল্প-সাহিত্য-সংস্কৃতির অনির্বাণ আলোয় ভরে উঠা সোনালী সূর্য। এই আনন্দের প্রাঙ্গণে আছে সুনিপুণ সমাজ গঠনের দৃপ্ত অঙ্গীকার। সততা সারল্য ও এক বুক ভালোবাসা। সৃজন ও মনন চর্চার অভিযাত্রায় আপনাদেরকে আমাদের সাথে শরিক করতে পেরেও আমি ধন্য ও গর্বিত। উত্তরণ কণ্ঠ প্রকাশের প্রচেষ্টায় যাদের লিখনী পরামর্শ ও সমর্থনে প্রকাশিত হলো এই উত্তরণ কণ্ঠ। এবং যারা বিভিন্ন ভাবে অনুপ্রাণিত করেছে তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সেলিনা সাথী, সভাপতি উত্তরণ নীলফামারী জেলা শাখা।
বন্ধুরা নানারকম উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আমরা খুব সুন্দর ভাবে এই সম্মেলনকে উপভোগ করলাম।এবং স্মৃতিমধুর করে রাখলাম আরো একটি বছর।একই ফ্রেমে বন্দী হলাম অনেক গুণীজনদের সাথে।এই আনন্দঘন মুহূর্ত গুলো গভীর মুগ্ধতায় ভরা।আমরা জানি সাহিত্য হচ্ছে জাতির দর্পন। মানব মনের শিল্পিত কুসুম।প্রতিটি জাতির সৃজনশীলতা ও মননশীলতার অনুপম প্রকাশ ঘটে তার সাহিত্য ও শিল্পে।সভ্যতার বিকাশ সাধনে সংস্কৃতি চর্চার অবদান অপরিসীম।একটি জাতির অন্তর জীবন লাল গোলাপের মত ফুটে ওঠে, তার সাহিত্য-সংস্কৃতির ভেতর দিয়ে।দুই বাংলার সাহিত্য সম্প্রীতির সেতুবন্ধনে এ উৎসবের গুরুত্ব অপরিসীম।
আমি বিশ্বাস করি এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আবহমানকাল থেকে আলোয় উদ্ভাসিত এবং গৌরবের সমাসীন হবে আমাদের সংস্কৃতি ও সাহিত্য অঙ্গন।দৃঢ় বিশ্বাসের সাথে বলতে চাই আগামীতেও আমাদের মাঝে জন্ম নিবে বিশ্বসেরার খ্যাতিমান মানুষ। যাদের সেবায় বাংলা সাহিত্য আরও উচ্চতর স্থানে পৌঁছে যাবে। এই আশাই ব্যক্ত করে,
এই উত্তরণ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব 2022 নির্বিঘ্নে দৃষ্টান্ত হয়ে থাকবে,সাহিত্য প্রেমীদের মননে।
উত্তরণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
নতুন বছর সকলের জন্য আরও বেশি কল্যাণকর হোক,,এ আশাই এগিয়ে চলা।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
ক'দিন ধরে দেখছি বেশ ভালোই ঘোরাঘুরি করছেন এবং আনন্দ করছেন। আজকে বেশি ভালো লাগলো বিস্তারিত আপনার পোষ্টের মাধ্যমে জেনে। ধন্যবাদ আপু আপনার মুহূর্তগুলো আমাদের সাথে তুলে ভাগ করার জন্য।
আপু আপনি তো দেখছি অনেক অনুষ্ঠানেই অংশ গ্রহন করছেন। কয়েকদিন আগে দেখেছিলাম প্রথম আলো প্রত্রিকার অনুষ্ঠানে,আজকে দেখলাম উত্তরণ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব পালন করছেন। ভালই সময় কাটছে আপনার। ধন্যবাদ আপু।