DIY-project এসো নিজে করি || কাগজের ওয়ালমেট তৈরি || ৪র্থ নং পোস্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


received_196699659180641.jpeg

বন্ধুরা
আমি সেলিনা সাথী। বাংরাদেশের নীলফামারী জেলা থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি।আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আমিও ভাল আছি।

@rem দাদাকে শ্রদ্ধার সাথে স্বরন করছি। এবং (অশেষ ধন্যবাদ জান্নাচ্ছি, এই জন্য যে তিনি নিজেদের মেধা বিকাশের জন্য যে বুদ্ধির খেলা আমাদের দিয়েছেন সত্যিই আমি বিমোহিত। মনে হচ্ছে ছোট বেলায় ফিরে এসেছি DIY project এসো নিজে করি প্রোজেক্টের মাধ্যমে। এই প্রোজেক্টে আজ আমি ৪র্থ নম্বারে আমার নিজের হাতে কাগজের তৈরি ওয়ালমেট করার প্রস্তুতি নিয়েছি।

তাই আপনাদের সাথে ভাগ করে নিব। কিভাবে বাসায় বসে কাগজ দিয়ে নিজের হাতে ওয়ালমেট করতে হয়।
আসুন দেখি।

IMG_20210812_170610.jpg

উপকরন


  • কালার কাগজ
  • গ্লু গান
  • আঠা
  • স্কেল
  • পুথি
  • কলম
  • কাচি ও এন্টি-কাটার
  • মোটা কাগজ
  • পেন্সিল কম্পাস
  • নিজের মেধা

IMG_20210812_171708.jpg

siam,.png

  • প্রথমে একটি লম্বা কাঠি দিয়ে সাদা A4 কাগজ গুলি এভাবে লম্বা করে নেই। তারপর হাতের আঙুল দিয়ে সেগুলে চেপে চেপটা করে নেই। ঠিক এইভাবে।

IMG20210812125212.jpg

IMG20210812125217.jpg

siam,.png

  • এর পর একটি মোটা কাগজে ক্যামপাস দিয়ে বৃত্ত এঁকে নেই।

IMG20210812130119.jpg

siam,.png

  • আকা হয়ে গেলে কেটে নেই।

IMG20210812131053.jpg

siam,.png

  • সাদা লাঠির মত কাগজ গুলো গোলাকারের মাপ অনুযায়ী কেটে নিব। এরপর,,,,

IMG20210812133915.jpg

siam,.png

  • হলুদ রংয়ের কাগজ গোল করে কেটে মোটা কাগজের গোলাকারটি আঠা লাগিয়ে মুড়িয়ে নিব। এবং সাদা কাগজের লাঠি গুলো আঠা দিয়ে এভাবে বসিয়ে দিব।

IMG_20210812_172203.jpg

siam,.png

  • এরপর সাদা, গোলাপি এবং নীল রংয়ের কাগজ গুলো লম্বা এভাবে কেটে নিব।

IMG_20210812_172139.jpg

siam,.png

  • এবার কয়েকটি ফুল বানাবো ঠিক এই ভাবে।

IMG_20210812_171932.jpg

siam,.png

  • লম্বা রঙ্গিন কাগজ গুলো এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিব।

IMG_20210812_172049.jpg

siam,.png

  • তারপর ফুল ও পুথিঁএভাবে আঠা দিয়ে লাগিয়ে নিবো।

Screenshot_2021-08-12-17-15-23-01.jpg

siam,.png

  • এভাবে একটি হুক বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিব মাঝ বরাবর।

IMG20210812160306.jpg

siam,.png

  • তৈরি হয়ে গেল চমৎকার কাগজের ওয়ালমেট।এবার ঠিক এভাবে বাসার ওয়ালে লাগিয়ে রাখুন।

IMG_20210812_171409.jpg

siam,.png

  • আশা করি সবার ভাল লেগেছে। অনেকদিন পর হঠাৎ করে করেছি। সব সময় করলে হয়তো আরো ভালো হতো। ভালো লাগলে উৎসাহ দিতে ভুলবেন না যেন।

IMG_20210812_171345.jpg

IMG_20210812_171004.jpg

  • সবাই ভালো থাকবেন, সুস্হ্য থাকবেন এই প্রত্যাশায় আজ এ পযর্ন্ত। আবারো ফিরে আসবো নতুন কোন আইডিয়া নিয়ে। ধন্যবাদ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

IMG_20210105_173224.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-30_13-15-05.jpg



🌼ধন্যবাদ🌼



Sort:  
 3 years ago 

এক কথায় অসাধারণ হয়েছে আপু শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।

 3 years ago 

বাহ এটি খুব ভাল, এবং আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন তা বোঝা খুব সহজ

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।

 3 years ago 

অসাধারণ হয়েছে ওয়ালমেটটি আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া শুভ কামনা।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। সহজেই দেয়ালে সাজানো যাবে।

 3 years ago 

জ্বি আপু মনি। অসংখ্য ধন্যবাদ।শুভ কামনা।

 3 years ago 

চমৎকার হাতের হাতের কাজ । আপু শুভেচ্ছা নেবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা অবিরাম।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে, আপনার বেশ ধৈর্যশক্তি, খুব মনোযোগ দিয়ে কাজটি সম্পন্ন করেছেন আর এই জন্যই একটু বেশী সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। পোষ্টটি ভালোভাবে দেখার জন্য।

খুবই সুন্দর হয়েছে আপু আপনার হতের কাজ গুলো একটা মানুষকে মুগ্ধ কারার জন্য যথেষ্ট।

 3 years ago 

ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য। শুভ কামনা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43