আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা -12প্রেমের কবিতা ♥"অনুভবে ভালোবাসা"১০%প্রিয় লাজুক খ্যাঁকের জন্য।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আসসালামু আলাইকুম

♥♥


IMG20201023093034.jpg


বিশ্ব ভালোবাসা দিবসে অন্তহীন ভালোবাসা সকলের জন্য।ভালোবাসার দৃঢ় বিশ্বাস আবেগে আপ্লুত হয়ে সকলের হৃদয় হয়ে উঠুক ভালোবাসাময়।আর তাই স্নিগ্ধ ভালবাসার পরশ ছড়িয়ে দিলাম সকলেরই হৃদয় আঙ্গিনায়।আশা করি সকলেই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।

siam,.png


"আমার বাংলা ব্লগ আয়োজিত প্রতিযোগিতা 12 প্রেমের কবিতা" এর আয়োজন করা হয়েছে।এত চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজনকারি দের জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের সকলেরই সম্মানিত এবং প্রিয়ভাজন হাফিজুল্লাহ ভাইকে স্পেশাল অভিনন্দন জানাচ্ছি


InShot_20220214_123222589.jpg

siam,.png


অনেকেই মনে করেন কবিতা লেখা অনেক সহজ কাজ।মোটেও সহজ কাজ নয় এটা অনেক কঠিন কাজ।কবিতা নিয়ে আলোচনা করতে গেলে ছন্দের ব্যাপারটা অনিবার্যভাবে এসে পড়ে।আসলে আমাদের জানা উচিত কিভাবে একজন কবিতার শ্রমিক/ কবি সঠিকভাবে ছন্দের প্রয়োগ করতে পারে সে দিকেই দৃষ্টি রেখে কবিতা লিখতে হয়।

siam,.png

আমরা জানি কবিতা লিখতে গেলে অবশ্যই ছন্দের প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ।যদিও আমরা জানি কবিতা গদ্য ছন্দ ও পদ্য ছন্দে লেখা যেতে পারে।মূলত কবিতায় আমরা যে দোলা বা স্পন্দনের কথা বলি তা এই ছন্দ থেকেই আসে।ছন্নছাড়া শব্দটি ছন্দ ছাড়া শব্দ থেকে এসেছে।অনেকেই ছন্দকে বন্ধন মনে করে

siam,.png

আমরা যারা কবিতা লেখালেখির সঙ্গে জড়িত আছি তারাও মোটামুটি সবাই জানি ছন্দ কে তিন ভাগে ভাগ করা হয়।

♦অক্ষরবৃত্ত

♦মাত্রাবৃত্ত

♦স্বরবৃত্ত

সংক্ষেপে জেনে নেই মাত্রা কাকে বলে।সোজাসুজি বলতে গেলে মাত্রা মানে পরিমাপক অর্থাৎ ইউনিট অফ মেজর।ঠিক আমরা যেমন -জল মাপি- লিটারে, কাপড়ে মাপি মিটারে আর ছন্দ মাপি মাত্রায় ঠিক তেমনি আপনি আপনার কবিতাটি কত মাত্রায় লিখলেন এর পরিমাপক হিসেবে মাত্রা ব্যবহার করতে হবে।

যেমন-আমার বাড়ী নীলফামারী -৮(আট) মাত্রা।

নাম টি হলো সাথী -৬(ছয়) মাত্রা।

আপনি এভাবে মাত্রা গুনে আপনার কবিতার পরিমাপ করতে পারেন।

siam,.png


যেহেতু কবিতা প্রাসঙ্গিক প্রতিযোগিতা তাই,,মনে পড়ে গেল সেই দিনগুলির কথা । আমাদের নীলফামারীতে ছড়া এবং কবিতা লেখা প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমাকে রাখা হয়েছিল।এবং সেখানে বলা হয়েছিল কবিতার ছন্দ, কবিতার মাত্রা, কবিতার শব্দ চয়নের ওপর গুরুত্ব দিয়ে কবিতার বিচার কার্য করতে হবে।যা বেশ কঠিন কাজ।

siam,.png


ভালোবাসার এই বিশেষ মাসে প্রেমের কবিতা প্রতিযোগিতায়,,আমার প্রতিযোগিতার কবিতার নাম,,"অনুভবে ভালোবাসা"।এই কবিতার মাঝে আমি একজন নারীর বাস্তব অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি।আমাদের সমাজে এরকম অনেক নারী আছেন যারা নিজের সর্বস্ব ত্যাগ করে অন্যের জন্য বলিয়ান হয়ে বেঁচে থাকে।ঠিক সে রকমই একজন নারীর আকুতি নিয়ে এই কবিতা।জানিনা আপনাদের কতটুকু ভালো লাগবে।তবে এটা সত্যি এই কবিতাটি লিখতে গিয়ে চোখ বহুবার ঝাপসা হয়ে গিয়েছে।চোখের অশ্রুতে বালিশ ভিজেছে।কারণ প্রেম বা ভালোবাসার কবিতা,,,এক অন্যরকম অনুভূতি।।কবিতাটি লিখতে লিখতে কখন যে 156 লাইন হয়ে গেছে বুঝতেই পারিনি।তবে গতকাল রাতে নির্ঘুম চোখে এই কবিতার রচিত হয়েছে।অশ্রুসিক্ত নয়নে।

siam,.png

IMG_20201024_164940.jpg

siam,.png

received_742013903447155.webp

তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রেমের কবিতা "অনুভবে ভালোবাসা"

siam,.png

(আপনাদের সুবিধার্থে কবিতাটি পাঠ করে শুনালাম।)

siam,.png

ভিডিও লিংক

siam,.png

""অনুভবে ভালোবাসা""

siam,.png


সেলিনা সাথী

siam,.png

ভালোবাসা দিবসে আজ
ভালোবাসার গল্প
ভাাগ করবো তোমাদের সাথে
পুরোটা নয় অল্প

হাসিখুশি একটি নারীর
বলছি গল্প কথা
ভালোবাসা দিবসে ও ভাই
নিও না মনে ব্যথা।

মন আছে প্রাণ আছে
অফুরন্ত আশা
ভাগ্যে শুধু জোটেনি
বিশেষ ভালোবাসা।

অনেক গুণের অধিকারিণী
গুনবতী কন্যা
যায় বয়ে যায় আড়াল দিয়ে
ভালোবাসার বন্যা।।

বাবার স্নেহ ভালোবাসা
নিয়েছে চিরবিদায়
অশ্রুসিক্ত নয়নে মা
করে হায় হায়।।

প্রেমিক বল বন্ধু বল
নেইতো জীবনে
ভালোবাসাবাসি কি
আসবে মরণে??

ঘর আছে বর আছে
নেই ভালোবাসা
ইচ্ছা আছে স্বপ্ন আছে
মনে হতাশা।

জগতবাসী জানে মেয়েটির
আছে সুখের ঘর
একলা ঘরে ছটফটিয়ে
কাটালো জীবন ভর।।

স্বামী আছে সোহাগ নাই
নাই ভালোবাসা
অভিনয়ে দক্ষ সেজে
ফুরিয়ে যায় ভাষা।

এই ফাগুনে আগুন লেগে
লাভ কি বল তার??
অদ্ভুত এক জীবন পেল
পেল সংসার।।

ভালবাসার ছড়া-ছড়ি
এপাশ-ওপাশ দেখে
অশ্রুসিক্ত নয়নে মেয়েটি
এই কবিতা লেখে।

স্বপ্নে দেখে পাগল প্রেমী
হাতটি ধরে তার
মৃদুস্বরে বলছে কথা
ডাকছে কাছে আর।

ফাগুন এসেছে মনে' আজ
খোঁপায় গাঁদা ফুল
কৃষ্ণচূড়া গলার মালা
কানে পরছি দুল।

বন্দি খাঁচার পাখি গুলো কে
উড়িয়ে দিলাম আজ
খুলে দিলাম গোছানো শাড়ির
সবগুলো ভাজ

নব আনন্দে নব আলোকে
দুঃখ রাশি রাশি
গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে
প্রাণ খুলে হাসি।

পূর্ণতা পাক নতুন প্রেম
দুঃখ ভুলে আজ,,
নব উদ্যমে নব আনন্দে
সকল কারুকাজ।

ভালোবাসা দিবসে আজ
বসন্তের ই ছোঁয়া
মনের আনন্দে দুজন মিলে
প্রেমের ই গান গাওয়া।।

অতীত ভুলে বেঁচে থাকি
বর্তমান কে ঘিরে
ফাগুনের ই আগুনে আজ
ভাসি সুখের নীড়ে।

নীল আকাশে দুজন মিলে
সাদা মেঘের ভেলায়
আনন্দে আজ মেতে উঠি
প্রেম নগরের মেলায়।।

প্রেম সাগরে দুজন মিলে
সাঁতার কাটি আজ
গোপনে আজ সরিয়ে ফেলি
আঁচলে ঢাকা লাজ।।

চোখে চোখে থাকবো চেয়ে
মনের সীমানায়
একাকার হয়ে যাব
সুখের মোহনায়।।

হৃদস্পন্দনে উচ্চারিত
হবে তোমার নাম
শিরা-উপশিরা দেবে
ভালবাসার দাম।।

রাগ করোনা মান করোনা
ওগো সোনা জান
তুমি আমার ভালোবাসার
সুভাষিত ঘ্রাণ।

অনুভবে আলতো করে
ভালোবাসার ছোঁয়া
দুই কান দিয়ে বইছে যেন
আগ্নেয়গিরি ধোঁয়া।

রক্তসঞ্চালন গেল
হঠাৎ করে বেড়ে
আচমকা এক শব্দ
সপ্ন নিল কেড়ে।।

সবার ঘরেই আদর সোহাগ
ভালোবাসা বাসি
একলা ঘরে সেই মেয়েটির
কাটে দিবা নিশি।।

ঠোঁটের কোনে হাসি দিয়ে
চোখের পানি লুকায়
এই পৃথিবীর প্রেক্ষাপটে
শ্রেষ্ঠ অভিনয়।।

মা হয়েছে বউ হয়েছে
স্বামীর সোহাগ ছাড়া
কুলুষিত এই জীবন দেখে
কাঁদে আপন ধরা।

ভালোবাসার কবিতা মেয়েটি
লিখবে কেমন করে,,
লিখে দাও না তোমরা কেউ
হাতটি ঘুরে ঘুরে।।

প্রেমময় কবিতা সবার
ভালোবাসায় ভরা
লিখতে গিয়ে মেয়েটির এখন
হাতে শিকল পরা।

অনুভূতি অনুভবে
নেইতো বিশেষ জন
আপন মানুষ অনেক আছে
নেইতো প্রিয় জন।।

সার্থক হোক প্রতিদিন
সবার ভালোবাসা
প্রতিটি সম্পর্কে জাগুক
নতুন আশা।

অশুভ সব দূর হয়ে যাক
সবার জীবন থেকে,,
সমৃদ্ধ হোক সম্পর্ক
প্রেমকে অটুট রেখে।

কানায় কানায় ভরে উঠুক
সবার ভালবাসা
দূর হয়ে যাক জীবন থেকে
যত নিরাশা।।

গাছের ডালে দুলছে জবা
হাসছে শিমুল ফুল,,
মুহুমুহু গান্ধে যে তার
মনটা হয় আকুল।

এই ফাগুনে আগুন জেলে
বলছে মেয়েটি শোনো
আমার বাংলা ব্লগ বাঁশি
আমার প্রিয় যেন।।

তারাই আমার ভালোবাসা
মনের গভীরে
রাখব ধরে বুকের মাঝে
পরম আদরে।

আমার বাংলা ব্লগে পাই
টক মিষ্টি ঝাল
এই স্বাদটা নিয়েই যেন
বাঁচি চিরকাল।

এই প্রত্যাশা রেখে মেয়েটি
আজকে নিল বিদায়
আশাকরি ভরে গেছে
সকলেরই হৃদয়।।

20220121_173417.jpg

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার কবিতাটি পড়লাম সাথে ভিডিও দেখলাম। অসাধারণ হয়েছে আপনার কবিতাটি।

আমরা যারা কবিতা লেখালেখির সঙ্গে জড়িত আছি তারাও মোটামুটি সবাই জানি ছন্দ কে তিন ভাগে ভাগ করা হয়।

অক্ষরবৃত্ত
মাত্রাবৃত্ত
স্বরবৃত্ত

আমাদের এই বিষয়গুলো মাথায় রেখেই কবিতা লিখা উচিত। আপনি অনেক সুন্দর বিষয় শেয়ার করেছেন। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইলো। ভালো কিছু হবে আশা করি। ❣️

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 
আশাবাদী হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।সেই সাথে ভালোবাসা দিবসের অন্তহীন ভালোবাসা আপনার জন্য ভাল থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবসময়♥♥
 2 years ago 

শুরুর দিকে কবিতার সুন্দর সংজ্ঞা এবং ছন্দের বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনি আমাদের কমিউনিটির সকলের প্রিয় কবি আপু। আজ পর্যন্ত আপনার লেখা সবগুলো কবিতাই প্রশংসার দাবিদার।

আজ সম্পন্ন কবিতাটি পড়ে মনে হল আপনার জীবনের সকল অনুভূতিগুলো এই কবিতায় প্রকাশ করেছেন।

আর একটি কথা না বললেই নই- আপনি যেমন সুন্দর কবিতা লেখতে পারেন , তেমন সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করতে পারেন।

 2 years ago 
আপনার গঠনমূলক মন্তব্য আমাকে আরো বেশি অনুপ্রাণিত করে আরো বেশি উজ্জীবিত করে।অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য এভাবেই পাশে থাকবেন অনুপ্রেরণা হয়ে♥♥
 2 years ago (edited)

কবিতাটিতে আপনি সুন্দর ছন্দের মাধ্যমে নিজের না পাওয়া ভালোবাসাকে তুলে ধরেছেন।আমরা সবাই একসাথে থাকবো বাংলা ব্লগ জুড়ে,সমস্ত ভালোবাসার ফুল দিয়ে।।💝শুরুটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন।আপনার কবিতা বরাবরই সুন্দর, ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইলো আপু।💐

আর হ্যাঁ, আবৃত্তিটি খুবই সুন্দর ও মিষ্টি কণ্ঠে.

 2 years ago 
ভালোবাসা দিবসের অনাবিল শুভেচ্ছা তোমাকে আপুমনি। এভাবে পাশে থেকো সব সময়। শুভ কামনা তোমার জন্য♥♥
 2 years ago 

আপু আপনি খুব সুন্দর করে কবিতাটি লিখেছেন। কবিতার মাধ্যমে আপনি আপনার মনের অনুভূতি গুলো প্রকাশ করেছেন খুব সুন্দর করে ছন্দের ভাষায়। আমার কাছে খুবই ভালো লেগেছে আপু আপনার কবিতা। সত্যি আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি ও করতে পারেন একলা কবিতা আবৃত্তি ও খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর কবিতা আবৃত্তি আর কবিতা লিখে আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সব সময়।

 2 years ago 
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত চমৎকার করে অনুপ্রেরণা দেয়ার জন্য ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়

প্রিয় আপুমনি♥♥

 2 years ago 
প্রথমেই স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিযোগিতায় সাহস এবং বুক ভরা আশা নিয়ে একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার রচিত কবিতাটি পড়ে সত্যি মন প্রাণ ভরে গেল। অনেক আশা আকাঙ্ক্ষা দুঃখ-কষ্ট এবং না পাওয়া যন্ত্রণা ভেসে উঠছে আজকের এই কবিতাটি থেকে। দোয়া করি সব কষ্ট একদিন ঘুরতে যাবে ইনশাল্লাহ। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত চমৎকার করে অনুপ্রেরণা দেয়ার জন্য ভাল থাকবে সুস্থ থাকবে সবসময় ভালোবাসা দিবসের অন্তহীন ভালবাসা তোমার জন্য♥♥
 2 years ago 

এই ফাগুনে আগুন লেগে
লাভ কি বল তার??
অদ্ভুত এক জীবন পেল
পেল সংসার।।

অসাধারণ একটি কবিতা আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। আসলে আমাদের নারী জীবন বড়ই অদ্ভুত। জীবনের সাথে তাল মিলিয়ে আমাদের পথ চলা গুলো ধীরে ধীরে বদলে যায়। তবুও সবকিছু মেনে নিয়ে জীবনে চলতে হয়। সবকিছু মেনে নিয়ে ভালো থাকার নামই হচ্ছে নারী জীবন। আপু আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️♥️♥️

 2 years ago 
একদম ঠিক বলেছ আপু মনি মেনে নিয়ে মানিয়ে চলার নামই হচ্ছে নারী জীবন।ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসার ওপাপড়ি ছড়িয়ে দিলাম তোমার হৃদয় আঙ্গিনায়। ভালো থেকো সব সময়♥♥
 2 years ago 

জানতাম এই প্রতিযোগিতায় একজন সবার ধরা ছোয়ার বাইরে থাকবে। এবং সাথে অপেক্ষায়ও ছিলাম সেই কবিতার অপেক্ষায়। অসাধারণ লিখেছেন আপু। এবং ওসব মাএা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। কী সুন্দর ছিল আপনার উপস্থাপনা। দারুণ লাগল সম্পূর্ণ কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 2 years ago 

হা হা হা,,,,,, তাই বুঝি♥♥
???????

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFRaYtrbhP5uFE57vwtKEnRVcfHiPuUhFVnNsUym7pT5VnCqyg5yhZZUE7NzG...mHBdkLfRy8awki3usxrQA9pGaNZDfpt8nLEwBEzJuspcJQbwnPKgksksmdCX4wGGCxP1mCUC5SnebPUVJx44gP8SzUDJ9qHZxCn5H4gVGkHNmtgVBghzv13zaz.png

আপনার কবিতা পড়ে অনেক ভাল লাগল খুবই সুন্দর ছন্দে ছন্দে মিলিয়েছেন কবিতাটি।আপনার কবিতার প্রশংসা করার ভাষাই খুঁজে পাচ্ছি না। সব ভাষা যেন আপনার প্রশংসার কাছে ছোট হয়ে যায়।আপনার জন্য সুভ কামনা রইল এবং প্রানঢালা ভালবাসা ও শুভেচ্ছা রইল।

Daco_123427.png

 2 years ago 
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত চমৎকার করে অনুপ্রেরণা দেয়ার জন্য ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়♥♥

প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর একটি প্রতিযোগিতার মাধ্যমে আপনার সুন্দর কবিতা শেয়ার করার জন্য। আপনার কবিতা আমার কাছে বরাবরই অনেক অনেক ভালো লাগে আজকের কবিতাটি সবথেকে বেশি ভালো লেগেছে এবং একটু মন খারাপ হয়েছে কেননা কবিতাটি পড়ে আমি খুবই অনুতপ্ত হচ্ছিলাম আর মেলাতেছিলাম আপনার জীবনের সাথে। প্রতিটি লাইন সহজ-সরল হলেও এর গভীরতা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি প্রতিটি লাইনে অনেক সুন্দর ছিল শুভকামনা রইল প্রিয় আপু।

 2 years ago 
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত চমৎকার করে অনুপ্রেরণা দেয়ার জন্য ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়♥♥
 2 years ago 

অনুভূতি অনুভবে
নেইতো বিশেষ জন
আপন মানুষ অনেক আছে
নেইতো প্রিয় জন।।

একদম অসাধারণ হয়েছে আপু আপনার কবিতাটি ১৫৬ লাইনের কবিতা টি আপনি খুব সুন্দর করে লিখেছেন সেই সাথে আবৃত্তি খুব সুন্দর করে করেছেন । কবিতা লেখা আসলেই আপু খুব কঠিন চাইলেই কবিতা লিখা যায় না যেটা আমি কয়দিন ধরে চেষ্টা করছি কিন্তু পারছিনা 😢 । আপনার কবিতাটি খুবই ভালো হয়েছে আপু । কবিতার প্রতিটি লাইনে যেন আপনার বাস্তব জীবনের কথা রয়ে গেছে ❤️ । আপু আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এরকম একটি কবিতা শেয়ার করে নেওয়ার জন্য ❤️

 2 years ago 
আমার পুরো পোস্টটি মন দিয়ে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি♥♥

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66263.69
ETH 3419.88
USDT 1.00
SBD 2.63