কবিতায় ফটোগ্রাফি, সেলিনা সাথী♦ 10% benifecially @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

পদ্মবিল
সেলিনা সাথী

পদ্ম বিলের মুক্ত হাওয়া
ছুয়ে গেল প্রাণে,
মনটা আমার ভরে গেল
পদ্ম ফুলের ঘ্রাণে।

dropshadow_1629974441852.jpg


পদ্ম বিলের পদ্মপাতায়
টলটলে জল,
পদ্ম ফুলের পাপড়ির
নিচে সুস্বাদু ফল।

dropshadow_1629975804207.jpg


পদ্মবিল দেখতে মানুষ
আসছে দলে দল,
আঁকা বাঁকা মেঠো পথ
বাঁশের ঝারের তল।

dropshadow_1629975252216.jpg


ছোট বড় নৌকা আছে
ঘুরিযে দেখায় বিল,
নৌকার দোলায় পদ্ম গুলো
করছে ঝিলিমিল।

dropshadow_1629715891711.jpg


dropshadow_1629974679346.jpg

আকাশ যেন বিলের জলে
মিশে একাকার,
অপরূপ এই পদ্ম গুলি
করছে চুরি হ্যাকার।

dropshadow_1629974796391.jpg


মন খারাপের কষ্ট গুলো
ভাসিয়ে দিলাম বিলে
সঙ্গে ছিল মুক্ত আকাশ
তোমায় আমায় মিলে।

dropshadow_1629974587108.jpg


ঠোঁটের কোণে এনে দিল
হাসির ঝর্ণাধারা,
এক নিমিষেই হয়ে গেলাম
যেন দিশেহারা।

dropshadow_1629975316165.jpg


নিলফামারীর সিংদইয়ে
পদ্মবিলের মেলা,
বিল জুড়ে পদ্ম গুলো
করছে শুধু খেলা।

dropshadow_1629975380726.jpg


দেখতে চাইলে চলে আসুন
হামার নীলফামারী
আকাঁবাকা মেঠো পথে
গাছ সারি সারি।।

dropshadow_1629976597383.jpg


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

আপু অসাধারণ হয়েছে। আপনি তো দেখছি স্বভাব কবি।
সেলিনা আপু মুখ দিয়ে যা কয়
তাই কবিতা হয়ে যায়।🙂🙂

 3 years ago 

চেষ্টা করি

 3 years ago 

🙂🙂

 3 years ago 

খুবই সুন্দর লাগলো,আমাদের এখানেও আছে পদ্মবিল।নীলফামারি থেকে আপনিও আসুন,ঘুরে দেখাবোনি🥰

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

কবিতার মাধ্যমে পদ্ম ফুলের সৌন্দর্য বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন।কবিতার ছন্দ ভালো মিলিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ♥

 3 years ago 

আপনার কবিতাটা খুব সুন্দর হয়েছে, কবিতাটি পড়ে মনটা ভাল হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া♥

আপু আপনার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। যে আপনে, কবিতার মধ্য দিয়ে কোনো একটা বিষয়কে খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন। যা প্রতিদিনের মতো আজকের পোষ্টেও দেখতে পেলাম। শুভ কামনা আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া♥

 3 years ago 

আপু কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতার মাধ্যমে পদ্ম ফুলের সৌন্দর্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার কবিতা আপনার কবিতাগুলো করলে মন ভালো হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। আশা করি মিষ্টি প্রেম গল্পটি পড়বেন।ভাল লাগবে।

 3 years ago 

আপু আমি প্রেমের গল্প পড়তে ভালো লাগে না তবুও আপনার কথা শুনে করে দেখব।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

কবিতা টা খুবই ভালো লেগেছে আপু,আপনার ফটোগ্রাফি গুলোও বেশ সুন্দর।

ছোট্ট করি বলি, জাষ্ট ওয়াও ফটোগ্রাফি

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ছবির সাথে মিল রেখে খুব সুন্দর করে কবিতাখানা মিলিয়ে ফেলেচেন।অসাধারণ হয়েছে ছবির সাথে কবিতাটা আপু। ধন্যবাদ❤️

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68588.91
ETH 2458.42
USDT 1.00
SBD 2.35