কবিতায় ফটোগ্রাফি, সেলিনা সাথী♦ 10% benifecially @shy-fox
সেলিনা সাথী
পদ্ম বিলের মুক্ত হাওয়া
ছুয়ে গেল প্রাণে,
মনটা আমার ভরে গেল
পদ্ম ফুলের ঘ্রাণে।
পদ্ম বিলের পদ্মপাতায়
টলটলে জল,
পদ্ম ফুলের পাপড়ির
নিচে সুস্বাদু ফল।
পদ্মবিল দেখতে মানুষ
আসছে দলে দল,
আঁকা বাঁকা মেঠো পথ
বাঁশের ঝারের তল।
ছোট বড় নৌকা আছে
ঘুরিযে দেখায় বিল,
নৌকার দোলায় পদ্ম গুলো
করছে ঝিলিমিল।
আকাশ যেন বিলের জলে
মিশে একাকার,
অপরূপ এই পদ্ম গুলি
করছে চুরি হ্যাকার।
মন খারাপের কষ্ট গুলো
ভাসিয়ে দিলাম বিলে
সঙ্গে ছিল মুক্ত আকাশ
তোমায় আমায় মিলে।
ঠোঁটের কোণে এনে দিল
হাসির ঝর্ণাধারা,
এক নিমিষেই হয়ে গেলাম
যেন দিশেহারা।
নিলফামারীর সিংদইয়ে
পদ্মবিলের মেলা,
বিল জুড়ে পদ্ম গুলো
করছে শুধু খেলা।
দেখতে চাইলে চলে আসুন
হামার নীলফামারী
আকাঁবাকা মেঠো পথে
গাছ সারি সারি।।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
Cc:
আপু অসাধারণ হয়েছে। আপনি তো দেখছি স্বভাব কবি।
সেলিনা আপু মুখ দিয়ে যা কয়
তাই কবিতা হয়ে যায়।🙂🙂
চেষ্টা করি
🙂🙂
খুবই সুন্দর লাগলো,আমাদের এখানেও আছে পদ্মবিল।নীলফামারি থেকে আপনিও আসুন,ঘুরে দেখাবোনি🥰
ধন্যবাদ ভাইয়া
কবিতার মাধ্যমে পদ্ম ফুলের সৌন্দর্য বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন।কবিতার ছন্দ ভালো মিলিয়েছেন।ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ♥
আপনার কবিতাটা খুব সুন্দর হয়েছে, কবিতাটি পড়ে মনটা ভাল হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া♥
আপু আপনার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। যে আপনে, কবিতার মধ্য দিয়ে কোনো একটা বিষয়কে খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন। যা প্রতিদিনের মতো আজকের পোষ্টেও দেখতে পেলাম। শুভ কামনা আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া♥
আপু কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতার মাধ্যমে পদ্ম ফুলের সৌন্দর্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার কবিতা আপনার কবিতাগুলো করলে মন ভালো হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ আপু। আশা করি মিষ্টি প্রেম গল্পটি পড়বেন।ভাল লাগবে।
আপু আমি প্রেমের গল্প পড়তে ভালো লাগে না তবুও আপনার কথা শুনে করে দেখব।
ধন্যবাদ আপু
কবিতা টা খুবই ভালো লেগেছে আপু,আপনার ফটোগ্রাফি গুলোও বেশ সুন্দর।
ছোট্ট করি বলি, জাষ্ট ওয়াও ফটোগ্রাফি
অসংখ্য ধন্যবাদ
ছবির সাথে মিল রেখে খুব সুন্দর করে কবিতাখানা মিলিয়ে ফেলেচেন।অসাধারণ হয়েছে ছবির সাথে কবিতাটা আপু। ধন্যবাদ❤️
অসংখ্য ধন্যবাদ