আজকের বিকেলে "ঘুরে আসার অনুভূতি"।। 10% Beneficiaries @shy-fox-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম


dropshadow_1629708038399.jpg
https://w3w.co/rounders.hatched.knock

বন্ধুরা,
পদ্ম বিলের পদ্মপানি সকলের হৃদয় আঙ্গিনায় ছড়িয়ে দিলাম আমি সেলিনা সাথী। আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।

dropshadow_1629715772200.jpg
https://w3w.co/rounders.hatched.knock

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজ বিকেলে "ঘুরতে যাওয়ার অনুভূতি" সত্যি অন্যরকম অনুভূতি নিয়ে আপনাদের মাঝে
অন্যরকম কিছুটা সময় কাটাবো। আশা করি আপনাদের ভাল লাগবে। আমার ও অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক ঃ-

IMG_20210823_164416.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

আজ সকাল থেকে প্রকৃতি যেন তার নতুন সাজে সাজতের্ছিল কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘ আর একই রকম আমার মনের অবস্থায় ও ছিল কেমন যেন উদাস উদাস লাগছে কখনো হাসি কান্না
পাচ্ছিলো। অকারনে মন খারাব হচ্ছিল। এ যেন এক অচেনা আমি।

dropshadow_1629712372692.jpg

আমার প্রিয় মা আমার একমাত্র ভালো বন্ধু। আমার মনের অবস্থা বুঝতে পেরে বলছিল চল কোথাও থেকে ঘুরে আসি ভালো লাগবে।
তাই মায়ের কথা অমান্য করতে না পেরে মা আর আমি ঘুরতে বের হব, কোথায় যাবো কোথায় যাবো, এমন সময় মাথায় আসলো নীলফামারী থেকে প্রায় 7 কিলোমিটার দূরে একটি পদ্মবিল আছে শুনেছিলাম কিন্তু কখনও যাওয়া হয়নি তাই ভাবলাম আজ পদ্মবিল থেকে ঘুরে আসি। মাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম।কি দারুন প্রাকৃতিক দৃশ্য।

dropshadow_1629715706370.jpg

dropshadow_1629718176723.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

গ্রামের মেঠো পথ দিয়ে বাঁশের ঝাড় পেরিয়ে অবশেষে আমরা পদ্মবিলা পৌঁছে গেলাম সেখানে গিয়ে দেখি কি মনোরম পরিবেশ দারুন লাগছিল। বিশাল বড় এক বিল সেখানে পদ্ম ফুল আর পদ্মপাতার গুলো যা লাগছে জাস্ট ওয়াও অসাধারন।

dropshadow_1629716074703.jpg

আমরা টিকিট করে নৌকায় উঠলাম পদ্ম বিলের পদ্ম ফুল পদ্ম পাতা পদ্মপানি প্রকৃতির অপরূপ রূপ এর সান্নিধ্য নেয়ার জন্য। পদ্মফুল গুলো মনে হচ্ছে লজ্জা পেয়েছে জাস্ট লাজুক লাজুক লাগছে।
পদ্মফুলের পাতায় যেন পানি টলমল করছে কি সুন্দর দৃশ্য এক নিমিষেই মনটা ভাল হয়ে গেল।

dropshadow_1629715660733.jpg

IMG_20210823_164336.jpg

নৌকায় আমিও মা পুরো পদ্মবিল ঘুরে ঘুরে সব অনুভব করছিলাম। মা ও যেন আমার মতো প্রকৃতির সাথে মিশে গেল। মা আর আমি নৌকায় করে পদ্ম বিলের মাছ খানে এখন-

dropshadow_1629708589541.jpg

dropshadow_1629707620635.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

পদ্ম বিলের পানি গুলো এতটাই স্বচ্ছ যে হাত দিয়ে তুলে তুলে মায়ের চোখে মুখে ছিটিয়ে দিলাম কি অপরূপ। লাগছিলো মাকে। আনন্দে যেন আত্মহারা হয়ে উঠলাম।এ যেন এক সীমাহীন আনন্দ চোখে মুখে শুধু হাসি আর হাসি।

IMG_20210823_133944.jpg

IMG_20210823_134025.jpg

IMG_20210822_201222.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

পদ্ম ফুল গুলোকে একটু ছুঁয়ে দেখলাম পদ্মফুলের পাতাগুলোকে একটু ছুঁয়ে দেখলাম পদ্মফুলের পানি গুলো একটু ছুঁয়ে দেখলাম। এরপর আমরা সেখান সন্ধ্যা হওয়ার আগে ফুরফুরে মন নিয়ে ফিরে আসলাম।

dropshadow_1629709044280.jpg

dropshadow_1629707620635.jpg

IMG-20210823-WA0023.jpg

সত্যিই এমন মনোরম পরিবেশে আসলে কার না মন ভালো হয় বলুন, কার না ভালো লাগে বলুন আপনাদের কেও আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই নীলফামারী পদ্মবিল ঘুরে যাবেন।

IMG-20210823-WA0022.jpg

আমার আজকের বিকেলটা অসাধারন কেটেছে আপনার বিকেলটি কেমন কেটেছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। ভাল থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সব সময়। সবার জন্য শুভ কামনা♥

আল্লাহ হাফেজ

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

আপু প্রকৃতিকে খুব কাছ থেকে উপলদ্ধি করেছেন বললে ভুল হবে না। নৌকায় ভ্রমণ ভীষণ ভীষণ মজার মুহূর্ত ক্যামেরা বন্দি করেছেন। চমৎকার প্রকৃতির সাথে খুব সুন্দর উপভোগ্য মুহূর্ত। দারুন আপু। শুভেচ্ছা অবিরাম।

বাহ!! দারুন মজা করেছেন মনে হচ্ছে। ছবি গুলাও দারুন হয়েছে।নৌকা ভ্রমন মানেইই আনন্দ

 3 years ago 

ঠিক ধরেছেন সেই আনন্দ হয়েছে সেই মজা করেছি সেই মজাটা আপনাদের সাথে ভাগ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন♥

 3 years ago 

নৌকা দিয়ে ভ্রমণ করার মজাই অন্যরকম আপু।আপনার আনন্দ ভ্রমণ দেখে অনেক ভালো লাগলো।ধন্যবাদ 😍

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

ভ্রমণ করলে মন মানসিকতা ঠিক থাকে, আর আপনার ভ্রমণের তথ্যগুলি সাজিয়ে লেখার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

খুবই চমৎকার কিছু সময় কাটিয়েছেন আপু।মাকে সাথে নিয়ে ঘোরার মজাই আলাদা। আপনার ছবি তোলার হাত ও ভালো। ছবি গুলো খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে শুভকামনা আপনার♥

 3 years ago 

ছবি গুলাও দারুন হয়েছে।নৌকা ভ্রমন মানেইই আনন্দ,আপু আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

সময়টা ভালো কাটিয়েছেন। আপনার সাথে আমিও পদ্ম বিল ঘুরলাম😊😊। পৃথিবীতে একমাত্র ব‍্যক্তি মা যিনি তার সন্তানের মনের কথা বুঝতে পারে।

 3 years ago 

ঠিক বলেছেন অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

😊😊🙂

 3 years ago 

আপনার আনন্দ মুখর বিকেল আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। আর ফুলের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

পোষ্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য জন্য ধন্যবাদ♥

 3 years ago 

প্রকৃতির সকল সৌন্দর্য মনে হয় আপনার জন্যেই ঢেলে দিয়েছে। খুব সুন্দর সময় কাটিয়েছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ

বাহ্ বাহ্ বাহ্। অসম্ভব সুন্দর জায়গায় ভ্রমণ করতে গেছিলেন আপু। প্রকৃতির এক লীলা ভুমি এই পদ্ম বোন। তবে আমি এখনও সরাসরি পদ্ম দিঘিতে গিয়ে দেখি নাই। আশা আছে কোনো দিন গিয়ে দেখবে। ছবিগুলো তোলা খুবই সুন্দর হয়েছে। শুভ কামনা রইল।

 3 years ago 

পদ্ম বিল দেখার আমন্ত্রণ রইল অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96656.73
ETH 3341.70
USDT 1.00
SBD 3.20