প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। আমরা মানুষরাই পৃথিবীকে বিভৎস করে তুলছি। নিজের স্বার্থ পূরণেরর জন্য সব রকম অন্যায় কাজ করে চলেছি। যেভাবেই হোক নিজের স্বার্থ পূরণের চেস্টা চালিয়ে যাচ্ছি । ফলে পৃথিবী হয়ে উঠেছে অসুস্থ। আশাকরি মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরে আসবে। আর পৃথিবী হয়ে উঠবে শান্তিময় স্থান।