জুয়া সর্বনাশ। কত মানুষ যে আর্থিক ভাবে সর্বশান্ত হয়েছে তার হিসেব নেই। আর অনলাইন জুয়া খপ্পরে পড়ে আর্থিক ভাবে সর্বশান্ত হচ্ছে মানুষ।বিশেষ করে তরুণ সমাজ। জুয়া খেলাও এক ধরণের নেশা। একবার আসক্ত হলে বের হওয়া মুশকিল। আর অনলাইন জুয়া এত সহজলভ্য,তাদের প্রচারণায় মানুষ সহজে আকৃষ্ট হচ্ছে। ধরা খাচ্ছে। শুধু ক্রিকেট খেলা নয় সারা বছরেই এখন অনলাইন জুয়ার রমরমা আসর। আমাদের উচিত প্রলোভনে না পড়া।পরিচিতদের প্রলোভনের হাত থেকে রক্ষা করা। ভাইয়া, আপনার পোস্টটি সময়োপযোগি।সচেতনতামূলক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সচেতন হউন সবাই, এসব ঝামেলা থেকে দূরে থাকুন, এমনটা প্রত্যাশা করি।