ডাই প্রজেক্টঃপুরাতন শপিং ব্যাগ দিয়ে স্ট্রবেরি তৈরি।
সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও বেশ ভালো আছি। আজ ১৫ই জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ,২৯ মে,২০২৩ খ্রীস্টাব্দ। প্রতিদিনের মত আমার বাংলা ব্লগে, আজও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে ডাই প্রজেক্ট: পুরাতন শপিং ব্যাগ দিয়ে স্ট্রবেরি তৈরি। শপিং ব্যাগ আমরা ফেলে দেই। সেই পুরাতন শপিং ব্যাগ দিয়ে আমরা সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস তৈরি করে নিতে পারি। আর সেই ফেলে দেয়া পুরাতন শপিং ব্যাগ ব্যাবহার করে কিভাবে ঘর সাজানোর জন্য স্ট্রবেরি মত জিনিস তৈরি করা যায়,তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার আজকের ডাই প্রকেক্ট: পুরাতন শপিং ব্যাগ দিয়ে স্ট্রবেরি তৈরি । আজকের ডাই প্রজেক্ট তৈরিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি পুরাতন শপিং ব্যাগ,কাপড়,সুতা,গামসহ আরও কিছু উপকরণ। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই ,কিভাবে তৈরি হলো পুরাতন শপিং ব্যাগ দিয়ে স্ট্রবেরি তৈরি। আশাকরি ভাল লাগবে আপনাদের।
উপকরণ
১।লাল রং এর শপিং ব্যাগ
২।সুতা
৩।গুলুগান
৪। কাচি
৫।তুলা
৬।সবুজ রং এর কাপড়
তৈরির পদ্ধতি
ধাপ-১
প্রথমে শপিং ব্যাগটিকে কোনাকুনিভাবে ভাজ করে নিয়েছি।
ধাপ-২
এরপর দু'দিকে আড়াই ইঞ্চি সাইজ করে দাগ দিয়েছি। এবং খোলা অংশটি গোল করে একে নিয়েছি। এরপর আকা বরাবর কেটে নিয়েছি।
ধাপ-৩
এরপর কেটে নেয়া কাপড়ের যে অংশটি খোলা তা লাল সুতা দিয়ে সেলাই করে নিয়েছি।সেলাই করার পর একটি খোল তৈরি হয়েছে।
ধাপ-৪
সেলাই করে নেয়া খোলের মধ্যে পরিমাণ মতো তুলা ঢুকিয়ে নিয়েছি।
ধাপ-৫
এরপর খোলা মুখটি লাল সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। মুখটি সেলাই করে নেয়াতে দেখতে কাপড়টি স্ট্রবেরির মতো দেখাচ্ছে।
ধাপ-৬
এরপর একটুকরো সবুজ কাপড় বৃন্তর মতো করে কেটে নিয়েছি।
ধাপ-৭
এরপর কেটে নেয়া বৃন্তটিকে তৈরি করা স্ট্রবেরির সাথে গুলুগান দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৮
এরপর একটি সুই এ সাদা সুতা ঢুকিয়ে নিয়েছি। এবং তৈরি করা স্ট্রবেরিতে ছোট ছোট দাগা দিয়ে নিয়েছি স্ট্রবেরির বিচি বোঝানোর জন্য।
ধাপ-৯
এবার সুই এ সবুজ সুতা ঢুকিয়ে নিয়েছি ডাল তৈরি করার জন্য। এবার তৈরি করা স্ট্রবেরির সাথে সেলাই করে নিয়েছি। এবং তৈরি করা স্ট্রবেরি তিনটি এক সাথে করে নিয়েছি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখার জন্য। আর এভাবেই তৈরি করে নিলাম শপিং ব্যাগ দিয়ে স্ট্রবেরি থোকা।
উপস্থাপন
আজকের পুরাতন শপিং ব্যাগ দিয়ে স্ট্রবেরি তৈরি আশাকরি, আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই প্রজেক্ট পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সাথে থাকুন।ভালো থাকুন।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই প্রজেক্ট |
---|---|
পোস্ট তৈরি | @selina75 |
তারিখ | ২৯ মে, ২০২৩ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
শপিং ব্যাগ দিয়ে যে এভাবে স্ট্রবেরি তৈরি করা যায় এটি আমার জানা ছিল না । সত্যি ইউনিক একটি আইডিয়া ছিল । দারুণভাবে প্রতিটি ধাপ দেখিয়েছেন ।প্রতিটি ধাপ দেখে বুঝতে পারলাম কিভাবে আপনি স্ট্রবেরি গুলো তৈরি করেছেন ।আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।
আমি চেস্টা করেছি নতুন কিছু তৈরি করতে। অনেক ধন্যবাদ আপু।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমি প্রথমে ভেবেছিলাম বাস্তবের স্ট্রবেরির ফটোগ্রাফি শেয়ার করেছেন। কিন্তু পরে আপনার টাইটেল আর পোস্ট পড়ে বুঝতে পারলাম এটা পুরাতন শপিং ব্যাগ দিয়ে বানিয়েছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ইউনিক লেগেছে। এভাবে শপিং ব্যাগ দিয়ে এত সুন্দর স্ট্রবেরি বানানো যাবে তা আমার কল্পনাতেও আসেনি। ধন্যবাদ আপু ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
আমি চেস্টা করেছি ইউনিক কিছু তৈরি করতে । ধন্যবাদ ভাইয়া।
আপনার প্রতিদিনের ইউনিক পোস্ট গুলো দেখতে বেশ ভালই লাগে আমার কাছে। আজকে আবার পুরাতন ব্যাগ দিয়ে স্ট্রবেরি তৈরি করে ফেলেছেন খুবই ভালো লাগলো বিষয়টা। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
পুরাতন শপিং ব্যাগ দিয়ে অনেক সুন্দর করে স্ট্রবেরি তৈরি করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে ।আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু।
আমার টুইটার লিংক।
https://twitter.com/selina_akh/status/1663245421551161344
আপু, আপনার আইডিয়াটা বেশ দারুণ ছিল। ফেলে দেয়া পুরাতন শপিং ব্যাগ দিয়ে স্ট্রবেরি তৈরি। এই পুরাতন শপিং ব্যাগগুলো আমাদের কোন কাজেই লাগেনা। তাই এই শপিং ব্যাগগুলো দিয়ে যদি এরকম সুন্দর স্ট্রবেরি তৈরি করা যায়, তাহলে স্ট্রবেরি দেখতে যতটা সুন্দর লাগবে, ঘরে সাজিয়ে রাখলেও ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। অনেক ধন্যবাদ আপু, আপনার এই চমৎকার আইডিয়ার জন্য।
জি ভাইয়া পুরাতন ব্যাগ দিয়ে অনেক কিছু বানানো যায়। ধন্যবাদ ভাইয়া।
প্রতিনিয়ত বাজার করলে এরাম শপিং ব্যাগ গুলো অনেক জমে যায়।তখন সেগুলো আবর্জনা হিসেবে ফেলে দিতে হয়।আপু আপনি শপিং ব্যাগ দিয়ে অনেক সুন্দর করে স্ট্রবেরি তৈরি করেছেন যা দেখতে একেবারে সত্যিকারের স্ট্রবেরির মতো লাগছে।শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখে খুব সহজেই যেকেউ এরকম স্ট্রবেরি তৈরি করে নিতে পারবে।অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
আপনার বানানো স্ট্রবেরিটা দেখে আমি একেবারে সত্যিকারের স্ট্রবেরি মনে করেছিলাম। এরকম পুরাতন শপিং ব্যাগ দিয়ে যে এরকম কিছু বানানো যায় সেটা তো কখনো চিন্তাই করিনি। একেবারে স্টবেরির মতই দেখতে ।সবুজ রং টা দেয়ার কারণে একেবারে পারফেক্ট লাগছে। এটা বানাতে মনে হচ্ছে অনেক কঠিন আপনি অনেক সময় নিয়ে বানিয়েছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে।
জি আপু বেশ সময় নিয়ে বানাতে হয়েছে। ধন্যবাদ আপু।