আর্টঃতরমুজ আর্ট এর বুক মার্ক।

in আমার বাংলা ব্লগ2 months ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। ১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ।

b23.jfif

b17.jfif

b21.jfif

বন্ধুরা,নিয়মিত ব্লগিং হাজির হয়েছি একটি আর্ট পোস্ট নিয়ে।আজ আমি একটি বুক মার্ক আর্ট করে তৈরি করেছি।এর আগেও বুক মার্ক তৈরি করেছি অরিগ্যামির মাধ্যমে। আজ আর্ট করে একটি বুক মার্ক তৈরি করেছি। যারা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য বেশ উপকারি একটি বুক মার্ক। একটি সুন্দর বুক মার্ক বই পড়ার আগ্রহ বাড়িয়ে দিয়ে পারে।আজ আমি বুক মার্ক এ বিভিন্ন ধরনের তরমুজ আর্ট করেছি।যদিও আর্টটি করতে তেমন সময় লাগিনি। কিন্তু শেষ করার পর দেখতে বেশ ভালই লাগছিলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন।আপনাদের কমেন্ট আমাকে আরও নতুন নতুন কাজ করতে উৎসাহিত করবে। তাহলে দেখে নেয়া যাক,আর্ট করার বিভিন্ন ধাপ সমূহ।আর সেই সাথে দেখেনি কি কি উপকরণ ব্যবহার করেছি আর্টটি করতে।আশাকরি, ভালো লাগবে আপনাদের।

উপকরণ

b19.jfif

১। সাদা রং এর আর্ট পেপার(মোটা)
২।বিভিন্ন রং এর সাইন পেন
৩।পেন্সিল
৪।রাবার
৫।স্কেল

অংকন প্রণালী

ধাপ-১

b1.jfif

প্রথমে ১৮ সেঃ মিঃX৬ সেঃমিঃ সাইজের এক টুকরো আর্ট পেপার কেটে নিয়েছি বুক মার্ক এর জন্য।

ধাপ-২

b2.jfif

কেটে নেয়া কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-৩

b4.jfif

বিভিন্ন আকৃতির কিছু তরমুজ এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে।

ধাপ-৪

b5.jfif

b6.jfif

লাল রং এর সাইন পেন দিয়ে ত্মুজের টুকরোগুলো লাল রং করে নিয়েছি।

ধাপ-৫

b7.jfif

b8.jfif

গোটা তরমুজ সবুজ ও হলুদ রং করে নিয়েছি। একই সাথে তরমুজের টুকরোগুলোও হলুদ ও সবুজ রং করে নিয়েছি।

ধাপ-৬

b9.jfif

b10.jfif

কালো রং এর সাইন পেন দিয়ে তরমুজের বিচি এঁকে নিয়েছি। এবং হলুদ রং এর সাইন পেন দিয়ে সম্পূর্ণ কাগজের ফাঁকা জায়গায় গোল গোল বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-৭

b11.jfif

আর্টটিকে আরও সুন্দর করার জন্য কাগজের চারপাশে লাল ও আকাশী রং এর সাইন পেন দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-৮

b12.jfif

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

b13.jfif

b15.jfif

আশাকরি, আজকের তরমুজের আর্ট এর বুক মার্কটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার আর্ট পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ২রা জুলাই, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

বেশ দারুণ আর্ট করেছেন আপু। এত সুন্দর ভাবে আপনার আর্ট সম্পন্ন হয়েছে দেখে খুবই ভালো লাগলো আমার। আর এরই মধ্য দিয়ে অসাধারণ দক্ষতার পরিচয় ফুটিয়ে তুলেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপনার আর্ট।

 2 months ago 

আমি চেস্টা করেছি আর্টটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

অনেক সুন্দর ভাবে তরমুজের ছবি আর্ট করে দেখিয়েছেন আপু। আপনার এমন তরমুজের চিত্র অংকন করতে দেখে বেশ ভালো লেগেছে আমার। ছবিটা অসাধারণ ছিল। তরমুজের চিত্রগুলো ছিল অসাধারণ। খুবই ভালো লাগলো আপনার এই অংকন করতে দেখে।

 2 months ago 

আমার আঁকা তরমুজের বুক মার্কটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আর্টঃতরমুজ আর্ট এর বুক মার্ক সুন্দরভাবে আপনি অংকন করেছেন আমার অনেক ভালো লাগলো আপনার দক্ষতা সত্যিই অসাধারণ

 2 months ago 

আমার আঁকা তরমুজের বুক মার্কটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যাবাদ।

 2 months ago 

তরমুজ আর্টের চমৎকার সুন্দর বুক মার্ক বানিয়েছেন আপু।চমৎকার হয়ে আপনার তরমুজের বুকমার্কটি।ধাপে ধাপে বুক মার্ক তৈরি পদ্ধতি দারুণ ভাবে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমি চেস্টা করেছি ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের জন্য। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 months ago 

ছোটবেলায় এই ধরনের বুকমার্ক গুলো অনেক তৈরি করতাম। আপনি এত সুন্দর করে বুকমার্ক তৈরি করেছেন দেখে ভালো লাগলো। দারুন একটি পোস্ট আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

ছোট বেলার অনেক জিনিস এখন আমরা আবার নতুন ভাবে তৈরি করছি। বেশ ভালো লাগে বানাতে।্মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 months ago 

অসাধারণভাবে তরমুজ আর্ট করে আমাদেরকে দেখিয়েছেন। আপনার প্রতিটি আর্টের স্টেপগুলো আমি লক্ষ্য করেছি, খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33