আলপনাঃশহীদ মিনারের পাদদেশে আলপনা অংকন।
সবাইকে শুভেচ্ছা।
উপকরণ
১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।রাবার
৪।বিভিন্ন রঙের সাইন পেন
৫। স্কেল
৬। মোম রং
৭।পেন্সিল কম্পাস
ধাপ-১
প্রথম ধাপে একটি সাদা কাগজের চারপাশে দাগ একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।
ধাপ-২
এরপর শহীদ মিনার অংকন করার জন্য ৫টি স্তম্ভ একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।
ধাপ-৩
এরপর মাঝ খানের স্তম্ভ এর উপরের অংশটি একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে। এবং স্তম্ভের চারপাশের অংশগুলো কাল রং করে দিতে হবে পেন্সিল দিয়ে। ছবিতে যেভাবে দেখান হয়েছে।
ধাপ-৪
শহীদ মিনারের বেদি আকার জন্য ছবির মত করে সোজা দাগ একে নিতে হবে। একইভাবে দ্বিতীয় বেদীটিও একে নিতে হবে। এবং পেন্সিল দিয়ে কাল করে নিতে হবে।
ধাপ-৫
শহীদ মিনারের মাঝখানে লাল সূর্য আকার জন্য এবং নিচে আলপনা আকার জন্য দুটো বৃত্ত একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।
ধাপ-৬
নিচের বৃত্তের মধ্যে কিছু ডিজাইন একে নিতে হবে। শহীদ মিনারেরর বৃত্তটিতে লাল রং করে নিতে হবে সুর্য বুঝানোর জন্য। এবং আলপনায় লাল রং করে নিতে হবে। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-৭
বিভিন্ন রং দিয়ে আলপনাটি রং করা শেষ করতে হবে। এবং কিছু অক্ষর লিখে অংকনটি শেষ করতে হবে।
শেষ ধাপ
এরপর নিজের স্টিমিট আইডি সাইন করে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে শহীদ মিনারের পাদদেশে আলপনা অংকন।
উপস্থাপনা
আশাকরি,ভাষা শহীদদের স্মরণে আমার অংকিত শহীদ মিনারের পাদদেশে আলপনা আপনাদের ভালো লেগেছে।আসুন ভাষা শহীদদের যার যার জায়গা থেকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করি। সর্বত্র মার্তৃভাষার চর্চা বাধ্যতামূলক হোক। আপনার সন্তানকে মার্তৃভাষায় গড়ে তুলুন।
এই দিনটি আমরা প্রত্যেক বছর সবাই পালন করি। ভাষা শহীদদের স্মরণীয় এই দিনটি কখনো ভোলার নয়। এই উপলক্ষে আপনি আজকে খুবই সুন্দর একটি আর্ট করেছেন। সম্পূর্ণ আর্ট কিন্তু খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে যার কারণে দেখতে একটু বেশি ভালো লাগছে। এরকম আর্ট গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। আলপনার ভিতরে ভিন্ন রকমের কালার দেওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ আপু।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সবাই এই দিনটি পালন করি। আর সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আপু আপনার শেয়ার করা এই চিত্রটি অসাধারণ হয়েছে। সত্যি আপু দারুন ভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন এবং অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
আপনি খুবই চমৎকারভাবে শহীদ মিনারের আর্ট করেছেন। আসলে দিনে আমরা ভাষা শহীদদের স্মরণ করে থাকি। তাদের স্মরণ করে আমরা ফুল নিবেদন করি শহীদ মিনারে। যাই হোক আপু সুন্দর একটি শহীদ মিনারের দৃশ্য আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
আপু আপনি খুব সুন্দর ভাবে শহীদ মিনারের পাদদেশে আলপনা অংকন করেছেন। আপনার এই অংকন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর শহীদ মিনারের আর্ট করেছেন। আমরা প্রতি বছর এই দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার।
ধন্যবাদ আপু।
ভাষা শহীদদের মাতৃভাষার জন্য আন্দোলন ভুলে যাওয়ার নয় আর তাই আমরা এই দিনটিতে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আপনিও তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সুন্দর একটি চিত্র অংকন করেছেন। এখানে আপনি প্রথমে শহীদ মিনার একেছেন যা দেখতে খুব সুন্দর হয়েছে এবং তার নিচে চমৎকার একটি আলপনা একেছেন। সব মিলিয়ে খুব সুন্দর একটি চিত্র হয়েছে।ধন্যবাদ আপু।
ভাষার দাবীতে সকল শহীদের সম্মান জানানোর জন্য এই চিত্র অংকন করেছি। ধন্যবাদ ভাইয়া।
বাসায় শহীদের প্রতি শ্রদ্ধা নিয়ে আমরা এই দিনটি উদযাপন করি। আসলে এটি এমন একটা দিন যে দিনটি কখনো কারো ভোলার নয়। এই দিনে আমরা বাসা শহীদদের স্মরণ করে থাকি যারা নিজেদের রক্তের বিনিময়ে এই দেশটি স্বাধীন করেছিল। আপনি আজকে খুবই সুন্দর একটি শহীদ মিনারের পাদদেশে আলপনা অংকন করেছেন। খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে দেখে তো আমি একেবারে মুগ্ধ।
ভাষার দাবিতে সকল শহীদের স্মরণ ও সম্মান জানানোর জন্য আমার এই চিত্র অংকন। ধন্যবাদ ভাইয়া।
একুশে ফেব্রুয়ারি ভুলে যাওয়ার মতো নয়। কারন আমরা এই একমাত্র জাতি মুখের ভাষার জন্য যুদ্ধ করেছি। অনেক শহীদের বিনিময়ে আমরা এই মাতৃভাষা পেয়েছি। তবে আপনি অনেক সুন্দর করে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের পাদদেশে আলপনা অংকন করেছেন। আজকে আপনার অংকটি খুবই অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ভাষা শহিদদের কথা স্মরণ করে আপনি সুন্দর শহিদ মিনার আর আলপনা এঁকে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর হয়েছে আপু।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন, দেখে খুব ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।