আলপনাঃশহীদ মিনারের পাদদেশে আলপনা অংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন । আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ মাস, ভাষা আন্দোলনের মাস,আগুন ঝরা ফেব্রুয়ারী মাস।মাতৃভাষাকে রাষ্টীয় ভাষার দাবিতে সারা পৃথিবীতে একমাত্র আমরাই শ্রেষ্ঠ সম্পদ জীবন উৎসর্গ করেছি। পাকিস্থানী বর্বর জান্তার বিরুদ্ধে বাংলার দামাল ছেলেরা মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে, ১৯৫২ সালের ২১শে ফ্রেব্রুয়ারী রফিক-শফিক-সালাম-বরকত-জব্বার সহ নাম না জানা শহীদদের আত্মাহুতির বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মায়ের ভাষা- বাংলা ভাষা। আমরা গর্বিত জাতি,মায়ের ভাষার জন্য জীবন দিয়েছি। আর আধাঘন্টা পর শুরু হবে ভাষা শহীদদের স্মরণে অমর ২১শের প্রথম প্রহর। জাতির শ্রেষ্ঠ সন্তান,ভাষা শহীদদের স্মরণে ও শ্রদ্ধা জানিয়ে আমার আজকেই এই ব্লগ। প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারের পাদদেশে আলপনা অংকন আমার আজকের ব্লগ।

2.jpg

উপকরণ

3.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।রাবার
৪।বিভিন্ন রঙের সাইন পেন
৫। স্কেল
৬। মোম রং
৭।পেন্সিল কম্পাস

ধাপ-১

4.jpg

প্রথম ধাপে একটি সাদা কাগজের চারপাশে দাগ একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।

ধাপ-২

5.jpg

এরপর শহীদ মিনার অংকন করার জন্য ৫টি স্তম্ভ একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।

ধাপ-৩

6.jpg

6 (2).jpg

7.jpg

এরপর মাঝ খানের স্তম্ভ এর উপরের অংশটি একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে। এবং স্তম্ভের চারপাশের অংশগুলো কাল রং করে দিতে হবে পেন্সিল দিয়ে। ছবিতে যেভাবে দেখান হয়েছে।

ধাপ-৪

9.jpg

10.jpg

12.jpg

শহীদ মিনারের বেদি আকার জন্য ছবির মত করে সোজা দাগ একে নিতে হবে। একইভাবে দ্বিতীয় বেদীটিও একে নিতে হবে। এবং পেন্সিল দিয়ে কাল করে নিতে হবে।

ধাপ-৫

11.jpg

শহীদ মিনারের মাঝখানে লাল সূর্য আকার জন্য এবং নিচে আলপনা আকার জন্য দুটো বৃত্ত একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।

ধাপ-৬

13.jpg

15.jpg

নিচের বৃত্তের মধ্যে কিছু ডিজাইন একে নিতে হবে। শহীদ মিনারেরর বৃত্তটিতে লাল রং করে নিতে হবে সুর্য বুঝানোর জন্য। এবং আলপনায় লাল রং করে নিতে হবে। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৭

16.jpg

17.jpg

বিভিন্ন রং দিয়ে আলপনাটি রং করা শেষ করতে হবে। এবং কিছু অক্ষর লিখে অংকনটি শেষ করতে হবে।

শেষ ধাপ

18.jpg

এরপর নিজের স্টিমিট আইডি সাইন করে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে শহীদ মিনারের পাদদেশে আলপনা অংকন।

উপস্থাপনা

19.jpg
আশাকরি,ভাষা শহীদদের স্মরণে আমার অংকিত শহীদ মিনারের পাদদেশে আলপনা আপনাদের ভালো লেগেছে।আসুন ভাষা শহীদদের যার যার জায়গা থেকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করি। সর্বত্র মার্তৃভাষার চর্চা বাধ্যতামূলক হোক। আপনার সন্তানকে মার্তৃভাষায় গড়ে তুলুন।

একুশ মানে মাথা নত না করা।

আ-মরি বাংলা ভাষা।

সবাইকে অসংখ্য ধন্যবাদ

মোবাইল ফটোগ্রাফি- স্যামসাং এ ১০।
Sort:  
 2 years ago 

এই দিনটি আমরা প্রত্যেক বছর সবাই পালন করি। ভাষা শহীদদের স্মরণীয় এই দিনটি কখনো ভোলার নয়। এই উপলক্ষে আপনি আজকে খুবই সুন্দর একটি আর্ট করেছেন। সম্পূর্ণ আর্ট কিন্তু খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে যার কারণে দেখতে একটু বেশি ভালো লাগছে। এরকম আর্ট গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। আলপনার ভিতরে ভিন্ন রকমের কালার দেওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সবাই এই দিনটি পালন করি। আর সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আপু আপনার শেয়ার করা এই চিত্রটি অসাধারণ হয়েছে। সত্যি আপু দারুন ভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন এবং অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি খুবই চমৎকারভাবে শহীদ মিনারের আর্ট করেছেন। আসলে দিনে আমরা ভাষা শহীদদের স্মরণ করে থাকি। তাদের স্মরণ করে আমরা ফুল নিবেদন করি শহীদ মিনারে। যাই হোক আপু সুন্দর একটি শহীদ মিনারের দৃশ্য আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর ভাবে শহীদ মিনারের পাদদেশে আলপনা অংকন করেছেন। আপনার এই অংকন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর শহীদ মিনারের আর্ট করেছেন। আমরা প্রতি বছর এই দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাষা শহীদদের মাতৃভাষার জন্য আন্দোলন ভুলে যাওয়ার নয় আর তাই আমরা এই দিনটিতে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আপনিও তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সুন্দর একটি চিত্র অংকন করেছেন। এখানে আপনি প্রথমে শহীদ মিনার একেছেন যা দেখতে খুব সুন্দর হয়েছে এবং তার নিচে চমৎকার একটি আলপনা একেছেন। সব মিলিয়ে খুব সুন্দর একটি চিত্র হয়েছে।ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাষার দাবীতে সকল শহীদের সম্মান জানানোর জন্য এই চিত্র অংকন করেছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাসায় শহীদের প্রতি শ্রদ্ধা নিয়ে আমরা এই দিনটি উদযাপন করি। আসলে এটি এমন একটা দিন যে দিনটি কখনো কারো ভোলার নয়। এই দিনে আমরা বাসা শহীদদের স্মরণ করে থাকি যারা নিজেদের রক্তের বিনিময়ে এই দেশটি স্বাধীন করেছিল। আপনি আজকে খুবই সুন্দর একটি শহীদ মিনারের পাদদেশে আলপনা অংকন করেছেন। খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে দেখে তো আমি একেবারে মুগ্ধ।

 2 years ago 

ভাষার দাবিতে সকল শহীদের স্মরণ ও সম্মান জানানোর জন্য আমার এই চিত্র অংকন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একুশে ফেব্রুয়ারি ভুলে যাওয়ার মতো নয়। কারন আমরা এই একমাত্র জাতি মুখের ভাষার জন্য যুদ্ধ করেছি। অনেক শহীদের বিনিময়ে আমরা এই মাতৃভাষা পেয়েছি। তবে আপনি অনেক সুন্দর করে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের পাদদেশে আলপনা অংকন করেছেন। আজকে আপনার অংকটি খুবই অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ভাষা শহিদদের কথা স্মরণ করে আপনি সুন্দর শহিদ মিনার আর আলপনা এঁকে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর হয়েছে আপু।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন, দেখে খুব ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 92098.56
ETH 3097.80
USDT 1.00
SBD 3.03