আমার বাংলাব্লগ লেভেল ১ থেকে আমার অর্জন' by @selina75

in আমার বাংলা ব্লগ2 years ago

ভূমিকাঃআমার বাংলা ব্লগের সকলকে সালাম ও নমস্কার।
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কর্তৃপক্ষকে,আমাদেরকে এমন একটি প্ল্যাটফর্ম উপহার দেয়ার জন্য।
ধন্যবাদ জানাই লেভেল-১ এর ক্লাসে অংশ গ্রহণকারি শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীকে ।
1.jpg

স্টিমিট হচ্ছে একটি রিওয়ার্ড ভিত্তিক ডিসেন্ট্রালাইজড ব্লগিং প্ল্যাটফর্ম।অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে এর পার্থক্য হলো ,অন্যান্য মিডিয়ায় একজন ইউজার যে সময় ব্যয় করে তার ফলে কোন রিটার্ণ পায়না কিন্তু ইউজারের ব্যবহারের ফলে সেই সকল মিডিয়ার যে মূল্য বৃদ্ধি পায় তা মালিক পক্ষ পেয়ে থাকে বা ভোগ করে।কিন্তু স্টিমিট ব্যতিক্রম, ব্যবহারকারিদের তাদের কাজের জন্য পেমেন্ট দিয়ে থাকে।
লেভেল-১ এর ক্লাস থেকে যা অর্জন করেছি তা নিজের মত করে বলবার চেষ্টা করেছি।

১নং প্রশ্নঃকোন ধরণের এক্টিভিটিজ স্প্যামিং বলা গণ্য?

স্প্যামিং বলতে অপ্রাসঙ্গিক বা অবাঞ্চিত বিষয়কে বোঝান হয়ে থাকে।যা বারবার করা হয়ে থাকে।যেমন কাউকে বারবার একই ধরণের বার্তা পাঠান যা সে পছন্দ না করার পরও।কোন ভ্রমনের কাহিনী বর্ণণা করতে গিয়ে একই কথা বা ছবি ঘুরিয়ে পেচিয়ে ব্যবহার করা। কমেন্টে একই ধরণের শব্দ বারবার ব্যবহার করা।পোস্টে কারো নাম বারবার ব্যবহার করা এবং পোস্টের সাথে সংগতি নেই এমন ট্যাগ ব্যবহার করাও একধরণের স্প্যামিং।

২নং প্রশ্নঃকপিরাইট বলতে কি বুঝায়?

কপিরাইট হচ্ছে ইন্টালেকচুয়াল প্রপার্টি নকল বা অনুমতি না নিয়ে কেউ যেন ব্যবহার করতে না পারে তা রক্ষা করার জন্য তৈরীকৃত আইন।সারা পৃথিবীতে বিভিন্ন ব্যাক্তি তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন আবিস্কার ও লেখালেখি করে থাকেন,তাদের এই কাজকে কেউ যেন ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হতে না পারেন সেইজন্য এই আইন তৈরী করে ব্যক্তির মালিকানা নিশ্চিত করা হয়েছে।
কিন্তু কোন লেখাকে সুন্দর ও গ্রহণযোগ্য করে তোলার জন্য বিভিন্ন তথ্যের প্রয়োজন হতে পারে ,সেক্ষেত্রে সোর্স উল্লেখ করে
পেমেন্ট করে বা কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে ছবি ও তথ্য নেয়া যেতে পারে।

৩নং প্রশ্নঃ৩টি কপিরাইট ফ্রি ওয়েবসাইট এর নাম কি?

৩টি কপিরাইট ফ্রি ওয়েবসাইট এর নাম হলঃ
https://pixabay.com
https://www.pixels.com
https://www.freeimages.com
তবে পোস্টে ব্যবহারের জন্য যে ছবিই ডাউনলোড করা হোকনা কেন,সে ছবি ব্যবহার করার জন্য যে নিয়ম প্রযোজ্য তা পোস্টে ব্যবহার করার আগে দেখে নেয়া দরকার এবং সে অনুযায়ী সোর্স উল্লেখ করা প্রয়োজন।

৪নং প্রশ্নঃপোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করা হয়?

প্রতিটি পোস্টের জন্য ট্যাগ অত্যন্ত জরুরী।একই ধরণের ট্যাগযুক্ত পোস্ট একই জায়গায় থাকে বলে,যেকোন পোস্ট সহজেই খুজে পাওয়া যায়।আর এজন্য ট্যাগ ব্যবহার করা হয়।ট্যাগ সবসময় পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।কখনই পোস্টের সাথে অসামঞ্জস্যপূর্ণ ট্যাগ ব্যবহার করা উচিত নয়।

৫ নং প্রশ্নঃআমার বাংলা ব্লগে কি ধরণের পোস্ট করা নিষিদ্ধ?
আমার বাংলা ব্লগে কিছু নির্দিষ্ট বিষয়ের পোস্ট ব্যতীত প্রায় সকল ধরণের পোস্ট দেয়া যাবে।য সকল পোস্ট করা যাবে না তা হলঃ
১।ধর্মীয় উস্কানিমূলক পোস্ট।
২।রাজনৈতিক পোস্ট।
৩।শিশু নির্যাতন ও ,শিশু শ্রম সমর্থন করে বিষয়ক কোন পোস্ট।
৪। শিশু পর্নোগ্রাফি জাতীয় পোস্ট।
৫।পশু-পাখি নির্যাতনের কোন ছবি বা ভিডিও পোস্ট করা নিষেধ।
৬।নারী নির্যাতনকে সমর্থন করে এমন কোন পোস্ট।
৭।অশ্লিল ও যৌনতা বিষয়ক কোন পোস্ট।

৬নং প্রশ্নঃপ্লাগারিজম বলতে কি বুঝায়?

অন্যের লেখা হুবহু বা কিছুটা পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়াই প্লাগারিজম।প্লাগারিজম কপিরাইট আইন এর পরিপন্থি।তাই প্লাগারিজম অবশ্যই বর্জনীয়।

৭নং প্রশ্নঃ রিরাইট কাকে বলে?

কারো লেখা ,আবিস্কার বা গবেষণায় অনুপ্রাণিত হয়ে যখন কেউ কোন আর্টিকেল লিখে থাকে তখন তাকে রিরাইট বলা হয়ে থাকে।

৮নং প্রশ্নঃ রিরাইট লেখার সময় কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে?

কারো লেখা,আবিস্কার বা গবেষণায় অনুপ্রাণিত হয়ে কোন আর্টিকেল লেখার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তাহলোঃ
১। ৭০%-৮০% লেখা নিজের হতে হবে।
২।সোর্স উল্লেখ করতে হবে।
৩।যে সকল তথ্য কালেক্ট করা হয়েছে তা ইনভার্টেড কমার মধ্যে থাকতে হবে।
৪।লেখায় কোন ছবি ব্যবহার করা হলে তা অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে এবং সোর্স উল্লেখ্য করতে হবে।

৯নং প্রশ্নঃএকটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট বলে বিবেচিত হয়?

কোন লেখা যদিএকটি ছবি ও ১০০ শব্দের নিচে হয়ে থাকে তবে তাকে ম্যাক্রো পোস্ট বলে গণ্য করা হয়ে থাকে।

১০নং প্রশ্নঃ আমার বাংলা ব্লগে প্রতি ২৪ ঘন্টায়একজন ব্লগার কতটি পোস্ট করতে পারে?

প্রতি ২৪ ঘন্টায় একজব ব্লগার আমার বাংলাব্লগে ৩টি পোস্ট করতে পারবেন।

পরিশেষে বলা যায় যে,আমার বাংলা ব্লগে কাজ করতে হলে সকল নিয়ম মেনে কাজ করা উচিত।
মিউট ও ব্যান থেকে রক্ষা পেতে হলে আমার বাংলাব্লগের সকল নিয়ম মেনে কাজ করা বাঞ্জনীয়।

ধন্যবাদ সকলকে।

মোবাইল ফটোগ্রাফিঃস্যামসাং-এ১০

Sort:  

লেভেল -১ আপনি বেশ ভালোভাবে আয়ত্ত করেছেন। তবে রি রাইট আর্টিকেলের ব্যাপারে আরেকটু বেশি করে লেখা যেত। বাকি সব ঠিক আছে। আগামী লেবেল গুলোর জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনার উপদেশের জন্য।পরবর্তী লেভেলগুলোতে আপনার উপদেশ মনে রাখবো

 2 years ago 

আপনি চমৎকারভাবে লেভেল ওয়ানের' সবগুলো বিষয় উপস্থাপন করার চেষ্টা করেছেন, সবগুলোর উত্তর ঠিকঠাক এবং গুছিয়ে দেয়ার চেষ্টা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য এবং কমেন্ট করার জন্য।

 2 years ago 

আপনি লেভেল ১ থেকে অনেক ভালো কিছু অর্জন করতে পেরেছেন তা আপনার পোস্ট দেখে সম্পূর্ণ বোঝা যাচ্ছে। আসলে আমাদের প্রফেসররা সবসময় চেষ্টা করে যাতে আমরা ভালোভাবে শিখে তারপরে সামনে দিকে এগিয়ে যেতে পারি। আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইল।

 2 years ago 

সম্মানিত প্রফেসরদের জন্য তা সম্ভব হয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

রিরাইট বাদে সবগুলো বিষয় মোটামুটি ভালই বুঝেছেন। আজ বাংলাদেশ সময় দশটায় ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মূল্যবান পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ।
রিরাইট বিষয়ে নিজেকে আরো ডেভলপ করার চেষ্টা করবো।
যথাসময়ে মৌখিক পরীক্ষার ক্লাসে উপস্থিত থাকবো আশাকরি।
ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59401.87
ETH 2615.39
USDT 1.00
SBD 2.40