লেভেল ৪ হতে আমার অর্জন - By @selina 75।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভা্লো আছেন? আমিও ভালো আছি। আমি @selina75 বাংলাদেশের রাজধানি ঢাকা থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।আজকের উপস্থিতির কারণ লেভেল -৪ থেকে কি অর্জন করেছি তা তুলে ধরার চেষ্টা করবো। ইতোমধ্যেই লেভেল-৪ এর ক্লাস ও মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। আজ লিখিত পরীক্ষা। স্টিমিট ও আমার বাংলা ব্লগ আমার কাছে ছিল নয়া দুনিয়া! যার প্রতিটি স্তর ছিল আমার কাছে নতুন-অজানা। আস্তে আস্তে ধাতস্ত হচ্ছি । এই নয়া দুনিয়াকে একটু একটু করে চিনছি-জানছি। আর এই চেনা জানায় একমাত্র অবদান #abb-school ও বিজ্ঞ প্রফেসর মন্ডলিরা। আমি সবার কাছে কৃতজ্ঞ।
লেভেল-৪ এর ক্লাস নিয়ে,আমার কাছে খুবই জটিল বিষয়কে পানির মত সহজ করে দিয়েছেন বিজ্ঞ প্রফেসর @rupok-MOD স্যার। স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা। আরো কৃতজ্ঞতা জানাই ভাইভা বোর্ডের বিজ্ঞ প্রফেসর মন্ডলির প্রতি। আমার কাছে লেভেল-৪ এর পাঠ ছিল অনেক গুরুত্বপূর্ণ। লেভেল-৪ থেকে কি শিখলাম- অর্জন করলাম তা আমি প্রদত্ব প্রশ্ন পত্রের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি।

1.jpg

লিখিত পরীক্ষা লেভেল -৪

১নং প্রশ্নঃ P2P কি ?

উত্তরঃP2P হলো একজনের একাউন্ট থেকে অন্য একজনের একাউন্টে Steem , SBD ;TRX ট্রান্সফার । তবে P2P করা আমার বাংলা ব্লগ সমর্থন করে না । তবে কেউ যদি কাউকে ডোনেশন দিতে চায় অথবা কাউকে গিফট করতে চায় তবে, P2P এর মাধ্যমে তা করতে পারে। তবে সেক্ষেত্রে কি কারনে P2P করা হচ্ছে তা অবশ্যই মেমোতে উল্লেখ করতে হবে ।

২নং প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন ।

উত্তরঃ P2P এর মাধ্যমে আমার steemitএকাউন্ট থেকে @level4lest একাউন্টে SBD ট্রান্সফার স্ক্রিনশট এর মাধ্যমে নিম্নে দেখানো হলোঃ
শুরুতেই স্টিম আইডি থেকে একটিভ কী দিয়ে ওয়ালেট লগইন করতে হবে। ওয়ালেটের স্টিম ডলারের পাশে যে ড্রপ ডাউন চিহ্নটি আছে ,সেখানে ক্লিক করতে হবে এবং ট্রান্সফার সিলেক্ট করতে হবে এবং নিচের দেয়া স্ক্রিনশট অনুযায়ী যে রেড মার্কগুলো দেয়া আছে সে অনুযায়ী কাজ করে যেতে হবে তাহলেই স্টীমিট একাউন্ট হতে SBD ট্রান্সফার হয়ে যাবে।

Step-1
3.png

Step-2
1.png

Step-3
2.png

৩নং প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 STEEM সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন ?

উত্তরঃ |P2P এর মাধ্যমে আমার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0;001 Steem ট্রান্সফার স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলঃ

শুরুতেই স্টিম আইডি থেকে একটিভ কী দিয়ে ওয়ালেট লগইন করতে হবে। ওয়ালেটের স্টিম এর পাশে যে ড্রপ ডাউন চিহ্নটি আছে ,সেখানে ক্লিক করতে হবে এবং ট্রান্সফার সিলেক্ট করতে হবে এবং নিচের দেয়া স্ক্রিনশট অনুযায়ী যে রেড মার্কগুলো দেয়া আছে সে অনুযায়ী কাজ করে যেতে হবে তাহলেই স্টীমিট একাউন্ট হতে STEEM ট্রান্সফার হয়ে যাবে।

Step-1
1.png

Step-2
2.png

Step-3
3.png

৪নং প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন ।

উত্তরঃP2Pএর মাধ্যমে আমার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টেে 0.001 TRX ট্রান্সফার স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হলঃ

Step-1
TRX 1.png

Step-2
TRX 2.png

Step-3
TRX 3.png

Step-4
TRX 4.png

৫নং প্রশ্নঃInternal Market এ 0.1 SBD কে Steem এ Convert করার স্ক্রিনশট শেয়ার করুন ।

উত্তরঃ Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করার স্ক্রিনশট নীচে দেওয়া হলোঃ

প্রথমে অ্যাক্টিভ কী দিয়ে ওয়ালেট লগইন করতে হবে ।তারপর উপরের ডানদিকে সমান্তরাল তিনটি দাগ আছে সেখানে ক্লিক করে, Currency Market এ ক্লিক করতে হবে। তারপর Buy steem সেকশনের নীচে priceএর ঘরে পছন্দমত price সিলেক্ট করতে হবে।এখন Total এর ঘরে কত SBD পরিমান Steem কেনা হবে সেটা দিতে হবে ।এরপর Buy Steem এ ক্লিক করতে হবে ।নিচে স্ক্রিনশটের মাধ্যমে সকল পদ্ধতি তুলে ধরা হলো

Step-1
1.png

Step-2
2.png

Step-3
3.png

৬নং প্রশ্নঃ Poloniex Exchange Site এ একটি একাউন্ট Create করুন ।

উত্তরঃ Account খোলার জন্য প্রথমে Poloniex এ যেতে হবে । সাইন আপ এ ক্লিক করতে হবে । একটা ইমেইল এড্রেস দিতে হবে এবং ৮ ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে । এরপর সাইন আপ এ ক্লিক করলে ইমেইলে একটা ভেরিফিকেশন কোড এর মেসেজ যাবে । ইমেইলের ইনবক্স এ গিয়ে কোডটি কনফার্ম করলেই আইডি একটিভেট হয়ে যাবে । নিচে সকল প্রক্রিয়াটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হলোঃ

Step-1
p 1.png

Step-2
p2.png

Step-3
p3.png

৭নং প্রশ্নঃ আপনার Steemit একাউন্ট হতে Poloniex Exchange Site এ Steem Transfer করুন ।

উত্তরঃ Poloniex একাউন্টশুরুতেই লগইন করে নিতে হবে ।তারপর ওয়ালেটে ক্লিক করতে হবে । ডিপোজিট থেকে সার্চ এর ,মাধ্যমে স্টিম সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে গেলে মেমো ও এড্রেস পাওয়া যাবে এবং সেই মেমো আর এড্রেসটিকে অবশ্যই কপি করে নিতে হবে ।এবার স্টিম ওয়ালেটে লগইন করতে হবে । স্টিম ওয়ালেট থেকে ট্রান্সফার অপশনে যেতে হবে। তারপর To তে কপি করে নেয়া এড্রেস বসাতে হবে। এবার অ্যামাউন্ট দিয়ে কপি করা মেমো বসাতে হবে ।এবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে ।এখন সব ঠিকঠাক থাকলে OK বাটনে ক্লিক করতে হবে ।প্রথমে Poloniex এ activity পেইজে স্টিমগুলো প্রথমে Depositing হিসেবে দেখাবে। কিছুক্ষণ পর তা Depositied হয়ে ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। নিচে প্রক্রিয়াটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হলোঃ

Step-1
1.jpg

Step-2
s4.png

Step-3
s1.jpg

Step-4
2.jpg

Step-5
ST.png

Step-6
s5.jpg

৮নং প্রশ্নঃ আপনার Steemit একাউন্ট হতে Poloniex Exchange Site এ TRX Transferকরুন ।

উত্তরঃ শুরুতেই Poloniex একাউন্ট লগইন করে নিতে হবে। ওয়ালেটে ক্লিক করতে হবে।এরপর ডিপোজিট থেকে সার্চ এর মাধ্যমে TRX সিলেক্ট করে নিতে হবে ।এখন ডিপোজিট on ট্রন(TRC20) এ ক্লিক করতে হবে ।তারপর অ্যাড্রেস কপি করে নিতে হবে এবং Steemit wallet trx এ গিয়ে ট্রান্সফার এ ক্লিক করতে হবে ।এরপর সুইচ টু tron এ ক্লিক করতে হবে ।এবার কপি করা অ্যাড্রেসটি বসাতে হবে এবং অ্যামাউন্টের ঘরে কত পরিমান trx ট্রান্সফার করবো তা উল্লেখ করতে হবে।এবার নেক্সট এ ক্লিক করতে হবে । এরপর ট্রন একটিভ একাউন্ট দিয়ে সেন্ড করলেই trx ট্রান্সফার হয়ে যাবে । নিচে সকল পদ্ধতি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হলঃ

Srep-1
1.png

Step-2
2.png

Step-3
3.png

Step-4
4.png

Step-5
5.png

Step-6
6.png

Step-7
7.png

৯নং প্রশ্নঃ- Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ-polonex এ steem কে usdt তে convert করার ক্ষেত্রে প্রথমে trade এ গিয়ে ক্লিক করতে হবে। এবার spot এ ক্লিক করে উপরের বাম দিকে , search option এ গিয়ে steem search দিতে হবে। তারপর STEEM / USDT pair টি select করে নিতে হবে। এখন sell এ ক্লিক করে price এবং amount বসাতে হবে। price লেখার জন্য order Book টি ভালভাবে দেখে তারপর price নির্ধারণ করতে হবে। এরপর SELL Steem এ ক্লিক করতে হবে। এবার wallet এ গেলে দেখা যাবে steem গুলো usdt তে convert হয়ে গিয়েছে। স্ক্রিনশর্টটি নিচে দেওয়া হলঃ

Step-1
steem 1.png

Step-2
steem 2.png

polonex এ Trx কে usdt তে convert করার ক্ষেত্রে প্রথমে trade এ ক্লিক করতে হবে। এবার spot এ ক্লিক করে উপরের বাম দিকে search option এ গিয়ে TRX search দিতে হবে। তারপর TRX / USDT pair টি select করে নিতে হবে।এখন sell এ ক্লিক করে price এবং amount বসাতে হবে। price লেখার জন্য order Book টি ভালভাবে দেখে price নির্ধারণ করতে হবে। এরপর SELL TRX এ ক্লিক করতে হবে। এবার wallet এ গেলে দেখা যাবেTRX গুলো usdt তে convert হয়ে গিয়েছে। নিচে স্ক্রিনশর্ট দেয়া হলঃ

Step-
trx.jpg
Step-2
trx to ustd.png 4.jpg

পরিশেষে,একথা বলতে চাই, স্টিমিটের আমার বাংলা ব্লগে যুক্ত হবার পর থেকে, চেষ্টা করছি নিজেকে সমৃদ্ধ করার।এবিবি স্কুলের লেভেল-৪ এর বিষয় ছিল আমার জন্য খুবেই গুরুত্বপূর্ণ। আর্থিক বিষয় লেনদেনের ধাপ গুলোর বিস্তারিত ধারণা পেয়েছি ক্লাসে বিজ্ঞ প্রফেসরের কাছ থেকে।যা আমার আজকের লিখিত পরীক্ষার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কোন ভুল বা অসঙ্গতি সম্মানিত মডারেটর ও অন্যান্য বন্ধুদের চোখে পরলে এবং আমাকে সহায়তা করার জন্য জানালে কৃতজ্ঞচিত্তে তা গ্রহণ করে নিজেকে সুধরে নেওয়ার চেষ্টা করবো।আপনাদের সবার মঙ্গল হোক।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ-১০
Sort:  
 2 years ago 

আপনি ইতিমধ্যে লেভেল ফোর এর মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার লেভেল ফোরের প্রত্যেকটি স্টেপ দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর ভাবে লেভেল ফোর শেষ করে এসেছেন। আপনাকে অভিনন্দন জানাই আপনি খুব তাড়াতাড়ি লেভেল ফোর ত্যাগ পেয়ে যাবেন এবং খুব দ্রুতই ভেরিফাইড হয়ে যাবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও লেভেল ৪ এর প্রতিটি টপিক একদম নিখুঁত ভাবে তুলে ধরেছেন। আপনার উপস্থাপন আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে করেছিলেন বলে এমন নিখুঁত উপস্থাপন করতে পেরেছেন। পরবর্তী লেভেলের জন্য অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

অপনাদের উৎসাহ পাই বলে চেস্টা করি । অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

অর্জিত কোনো কিছুই বর্জন হয় না এবং আপনি অর্জন করেছেন দেখে খুবই ভালো লাগলো। সত্যি বলতে লেভেল চার অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটি আয়ত্ত করতে পেরেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমরা কোন কিছু যদি কষ্ট ছাড়া পেয়ে থাকি সেটার মূল্য দিতে জানি না। আর যদি সেটা কষ্টের মূল্যে পেয়ে থাকি সেটা অনেকটাই আমাদের কাছে ভালো লাগে। ধন্যবাদ আপনার আর লেভেল-৪ থেকে অর্জন করার মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক আপু কস্ট করে কোন কিছু পেলে বেশ আনন্দ লাগে। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

অনেক গুরুত্বপূর্ণ একটি লেভেল পার করেছেন আপু। আপনাকে এই লেভেলপার করতে দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইল ভালো থাকবেন সর্বদায়।

 2 years ago 

জি বেশ গুরুত্বপূর্ণ একটি লেভেল শেষ করলাম। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি লেবেল ৪ খুব সুন্দর করে প্রশ্নগুলো উত্তর দিয়েছেন। এবং অনেক সুন্দর করে আরো এক ধাপ এগিয়ে গেলেন। আসলে লেবেল ৪ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আপনি খুব তাড়াতাড়ি ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য

 2 years ago 

আপনি লেভেল ৪ এর খুব সুন্দর এক্সাম দিলেন, ভাল লাগলো দেখে। এই লেভেলে ওয়ালেট সম্পর্কে সুন্দর ধারনা পাওয়া যায়। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

বিষয়গুলো আপনি বেশ ভালই বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62731.36
ETH 2678.00
USDT 1.00
SBD 2.54