আলপনাঃ একটি রঙ্গিন আলপনা অংকন।

in আমার বাংলা ব্লগ11 months ago

সবাইকে বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ ৪ঠা আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ,১৮জুন,২০২৩ খ্রীস্টাব্দ। বন্ধুরা,আজ বিশ্ব বাবা দিবস। বাবা দিবসে সকল বাবাদের জানাই শ্রদ্ধা ও ভালবাসা। পৃথিবীর সকল বাবারা তাদের ছেলে মেয়েদের ভালবাসায় ভরে থাকুক এ প্রত্যাশা করি। সন্তানের জীবনের কঠিন পথ মসৃন করতে বাবা-মায়েরা সবসময় সবটুকে নিংড়ে দিয়ে চেষ্টা করেন তার সন্তানের হাসি মুখ দেখতে। বাবাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর তা হচ্ছে আলপনা অংকন। বন্ধুরা, আলপনা আমাদের সংস্কৃতির অংশ। গ্রাম বাংলার দীর্ঘদিনের রেওয়াজ। বিয়ে,গায়ে হলুদ সহ যে কোন উৎসবে আলপনা অংকন। এছাড়া যেন অসমাপ্ত মনে হয়। তাছাড়া জাতীয় দিবস গুলোতে রাজপথে আলপনা অংকন সৌন্দর্য্য বর্ধণের প্রতিক হয়ে দাড়িয়েছে। আলপনা এক বা একাধিক কালারের হতে পারে। আমার আজকের আলপনাটি একাধিক কালারের একটি রঙ্গিন আলপনা। বন্ধুরা,আমি আজকের আলপনাটি বিভিন্ন রং এর সাইন পেন ব্যবহার করে ফুটিয়ে তোলার চেস্টা করেছি।তাহলে চলুন দেখে নেয়া যাক,আমার অংকিত আলপনার বিভিন্ন ধাপ সমুহ। আশাকরি, ভালো লাগবে আপনাদের।

alb.jpg

উপকরণ

al1.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।রাবার
৪।বিভিন্ন রঙের সাইন পেন
৫। পেন্সিল কম্পাস
৬।স্কেল

আলপনা আকার ধাপ সমুহ

ধাপ-১

al2.jpg

প্রথম ধাপে একটি সাদা কাগজের চারপাশে দাগ একে নিতে হবে। ছবিতে যেভাবে আঁকা হয়েছে।

ধাপ-২

al3.jpg

সাদা কাগজের মাঝ বরাবর বিভিন্ন সাইজের কিছু বৃত্ত একে নিতে হবে। এই বৃত্তের মধ্যেই আলপনা আঁকা হবে। যেন ডিজাইনটি সুন্দর হয় এবং আঁকাতে সহজ হয়।

ধাপ-৩

al4.jpg

এরপর বৃত্তের মধ্যে কিছু পাতার ডিজাইন একে নি্যেছি।

ধাপ-৪

al5.jpg

al6.jpg

এই ধাপে এসে বৃত্তের মধ্যে ধাপে ধাপে আরো কিছু পাতার ডিজাইন একে নিয়েছি।

ধাপ-৫

al7.jpg

এবার পেন্সিল দিয়ে আঁকা ডিজাইনটি লাল রং এর সাইন পেন দিয়ে পেন্সিল এর রেখা বরাবর একে নিয়েছি।এবং পেন্সিলের দাগগুলো রাবার দিয়ে মুছে নিয়েছি।

ধাপ-৬

al8.jpg

al10.jpg

al11.jpg

alc.jpg

এবার বিভিন্ন রং এর সাইন পেন দিয়ে আঁকা আল্পনার ডিজাইনটি রং করে নিয়েছি । যেন দেখতে সুন্দর লাগে।

শেষ ধাপ

ala.jpg

এরপর নিজের স্টিমিট আইডি সাইন করে আলপনার ডিজাইন আঁকা শেষ করেছি।

উপস্থাপনা

ald.jpg

আশাকরি আমার আকা আজকের রঙ্গিন আলপনাটি আপনাদের ভাল লেগেছে। অনেকদিন পর আলপনা অংকনের পোস্ট শেয়ার করলাম,প্রিয় আমার বাংলা ব্লগে। আশাকরি, আপনাদের ভাল লেগেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ আমার আলপনা অংকন ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীআলপনা
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ১৮জুন,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 11 months ago 

সত্যি বলেছেন আপু আমাদের দেশের বিভিন্ন জাতীয় দিবস গুলোতে আলপনা অংকন যেনো সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আপনার আলপনা অংকন অনেক সুন্দর হয়েছে আপু। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

বাহ্ আপু আপনার রঙিন আলপনা আর্টটি অনেক সুন্দর হয়েছে। আর কালার কম্বিনেশন টা অনেক সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি রঙিন আলপনা আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 11 months ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 11 months ago 

ধন্যবাদ আপু।

 11 months ago 

অনেক সুন্দর হয়েছে রঙ্গিন এই আলপনা টি দেখতে ৷ চমৎকার এঁকেছেন আপু ৷ অনেক ভালো লাগলো এতো সুন্দর একটি আর্ট দেখে ৷ ধন্যবাদ আপনাকে আর্ট টি শেয়ার করার জন্য ৷ আর হ্যাঁ বাবা দিবসের এই দিনে সকল বাবাদের জানাই শ্রদ্ধা ও ভালবাসা ৷ বাবা এমন একজন মানুষ , যাকে এই দিনটির মতো প্রতিটা দিন শ্রদ্ধা ও ভালবাসা উচিত আমাদের সবার ৷

 11 months ago 

আমি চেস্টা করি মাঝে মাঝে আলপনা এঁকে আপনাদের সাথে শেয়ার করতে । অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

বাবা মানেই ভরসার দুটো হাত। মানুষটি সারাজীবন আমাদের জন্য কষ্ট করেন। যাইহোক আপু আপনার অঙ্কন চিত্রটি অনেক ভালো লাগলো। রঙ্গিন আলপনা অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভকামনা রইলো আপু।

 11 months ago 

বাবারা সারা জীবন সন্তানদের দিয়ে যান বিনিময়ে কিছুই চান না। অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

বাবা হচ্ছেন ছাতার মত রোদ বৃষ্টি মাথায় লাগতে দেন না। রঙিন আলপনা গুলো দেখতে খুব সুন্দর লাগে। আপনি বিভিন্ন রঙের মিশ্রণে সুন্দর একটি আলপনা একেছেন। এই ধরনের আলপনা বাসায় বা রাস্তার উপর আকলে আরো বেশি সুন্দর লাগে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সময় লাগলেও শেষ পর্যন্ত খুব সুন্দর একটি চিত্র সম্পন্ন হয়েছে। ধন্যবাদ আপু।

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 months ago 

বাহ আপু আপনি একটি রঙের আলপনা অঙ্কন করেছেন। আপনার তৈরি আলপনাটি আমার কাছে দারুন লেগেছে। কত সুন্দর করে ধাপে ধাপে প্রত্যেকটা তৈরি আমাদেরকে দেখিয়েছেন। দেখছে মনে হচ্ছে যে খুব সহজে এটা করতে পারবো। এত সুন্দর একটি রঙিন আলপনা অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

জি ভাইয়া ধাপগুলো অনুসরন করে সহজেই আলপনাটি এঁকে নিতে পারবেন। অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67700.29
ETH 3795.87
USDT 1.00
SBD 3.50