ম্যান্ডালা আর্টি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি।প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর তা হচ্ছে ম্যান্ডালা আর্ট। আমি আজ ম্যান্ডালা আর্টের সাথে সূর্য্যমূখি ফুলের একটি ফিউশন করার চেস্টা করেছি। আমি জানি সবারই নতুন নতুন কিছু তৈরি করতে ভাল লাগে ।আমিও তার ব্যতিক্রম নই। তাইতো আজ আমি ম্যান্ডালা আর্ট সবার সামনে নতুন ভাবে উপস্থাপন করার চেস্টা করলাম। জানি না কতটুকু সফল হয়েছি। যাক অনেক কথা হল। এবার দেখে নেয়া যাক কিভাবে আমি ম্যান্ডালা আর্টটি করলাম । এই ম্যান্ডালা আর্টটি করার জন্য ব্যবহার করা হয়েছে সাদা কাগজ,পেন্সিল,রাবার,পেন্সিল কম্পাস,মোম রং ও নীল জেল পেনসহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক,ম্যান্ডালা আর্টটি আঁকার বিভিন্ন ধাপ গুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

19.jpg

উপকরণ

1.jpg

20.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। কাল রং এর সাইন পেন
৪। রাবার
৫। স্কেল
৬। নীল রং জেল পেন
৭। কম্পাস
৮। চাদা
৯। মোম রং

ধাপ-১

2.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে কাল রং এর সাইন পেন দিয়ে দাগ দিয়ে নিতে হবে। ছবির মতো করে।

ধাপ-২

3.jpg

কাগজের মাঝ বরাবর পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত একে নিতে হবে। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৩

4.jpg

বৃত্তটির মাঝ বরাবর একটি দাগ একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।

ধাপ-৪

5.jpg

বৃত্তটির এক অংশে চাদা দিয়ে কিছু দাগ একে নিতে হবে ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৫

6.jpg

বৃত্তটির অন্য পার্শ্বে কিছু ফুলের পাপড়ি একে নিতে হবে।

ধাপ-৬

7.jpg

8.jpg

10.jpg

11.jpg

12.jpg

কিছু ছোট ছোট ডিজাইন একে অর্ধবৃত্তে ম্যান্ডালা ডিজাইনটি শেষ করতে হবে।

ধাপ-৭

13.jpg

14.jpg

16.jpg

এবার অন্য অর্ধবৃত্তটিতে আকা সূর্যমূখি ফুলের পাপড়ি মোম রং দিয়ে রং করে নিতে হবে।এবং বৃত্তটির চারপাশ কলম দিয়ে দাগ দিয়ে নিতে হবে ,দেখতে সুন্দর লাগার জন্য। আর এভাবে শেষ হবে ফিউশন ম্যান্ডালা আর্টি।

শেষ ধাপ

17.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিলেই হয়ে যাবে ম্যান্ডালা আর্ট অংকন।

উপস্থাপনা

18.jpg

19.jpg

আশকরি আজ আমার আঁকা ফিউশন ম্যান্ডালা আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট করতে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ম্যান্ডালা আর্টি একানেই শেষ করছি।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ১০
Sort:  
 2 years ago 

আপু আপনার ম্যান্ডেলা আর্টটি দারুন হয়েছে। এ ধরনের ম্যান্ডেলা আর্টগুলো দেখতে ভীষণ ভাল লাগে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। কালার করাতে আরো বেশি ভাল লাগছে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রফেশনাল আর্টিস্ট এর মত পুরো অস্ত্র শস্ত্র নিয়ে বসে পড়েছেন দেখছি হাহা।

যাইহোক ভালই ছিল আর্ট টা।আর সুন্দর একটা আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।🖤

 2 years ago 

আমার বাংলা ব্লগ আমাদেরকে কতকিছু যে বানাচ্ছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট করা হয়ে গেলে আবার অনেক সুন্দরভাবে রং পেন্সিল দিয়ে রং করে শেয়ার করেছেন। সবমিলিয়ে আপনার তৈরি মেন্ডেল আর্ট দেখতে বেশ ভালই লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন তো আপনি। দেখে বুঝতে পারছি আপনি খুবই নিখুঁতভাবে, ধৈর্য ধরে এবং অনেক সময় ব্যবহার করে এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আর নিজের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে এরকম নিখুঁত কাজগুলোর মাধ্যমে। সত্যিই আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হয়। কালারটাও খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। রঙিন কলম দিয়ে আকার কারণে একটু বেশি ভালো লাগলো দেখতে।

 2 years ago 

আমি চেস্টা করেছি নিখূত করে উপস্থাপনের জন্য। ধন্যবাদ আপু।

 2 years ago 

মান্ডেলা অঙ্কন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় এটা আমরা সকলেই জানি। কিন্তু যারা প্রতিনিয়ত মান্ডেলা অঙ্কন করে যাচ্ছে তাদের কাছে এটা তেমন একটা বড় কোন ব্যাপার নয় এটাতে তারা সবসময়ই অভ্যস্ত বলে আমার মনে হয়। মান্ডেলা অংকন দেখে খুবই ভালো লাগলো, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

নিয়মিত প্রেক্টিস করলে কোন কিছুই কঠিন নয়। তবে নতুনভাবে কোন কিছু উপস্থাপন করতে গেলে চিন্তা করতে হয়। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি ম্যান্ডেলা চিত্র অংকন করেছিল। চিত্র অংকন দেখে খুবই ভালো লাগলো। ধাপে-ধাপে শেয়ার করা মাধ্যমিক শিখে নিলাম।

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের চিত্রগুলো অঙ্কন করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। খুবই ভালো লাগলো আপনার এই অংকন করা ম্যান্ডেলা টি।

 2 years ago 

তা ঠিক ম্যান্ডালা আর্ট করতে সময় ও ধৈর্য্যের প্রয়োজন । কিন্তু ভালো লাগার কাজ করতে ভালই লাগে।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মোটামুটি অনেক সুন্দর ভাবে একটি মেন্ডেল আর্ট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখি আমার খুব ভালো লেগেছে। বুঝতে পারলাম আপনার সুন্দর দক্ষতা রয়েছে এ বিষয়ে। আশা করি এভাবে আপনি আরো অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করবেন। আর সেই প্রত্যাশায় রইলাম।

 2 years ago 

দোয়া করবেন যেন নতুন নতুন আর্ট আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69483.06
ETH 2508.56
USDT 1.00
SBD 2.53