আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৫৯।বৃষ্টিস্নাত গ্রামীণ জনপদ।

in আমার বাংলা ব্লগlast month

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ২৬শে আষাঢ্‌ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ।

c43.jfif

c46.jfif

cl2.jfif

ঢাকা শহর কার্যত আজ অচল ছিল সারাদিন। গণপরিবহন ছিল বন্ধ। মেট্রোরেল, রিক্সা-বাইক ছিল মানুষের চলাচলের অবলম্বন। বেশ ভোগান্তিতে পড়েছিল মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথ-রেলপথ অবরোধের কারণে ঢাকা অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনকারি শিক্ষার্থীদের দাবী সরকারি চাকরি ক্ষেত্রে কোটা পদ্ধতির যৌক্তিক সমাধান। আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজকের ডাই পোস্টটি আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা-৫৯-এ অংশগ্রহনের জন্য তৈরি। এবারের প্রতিযোগিতার বিষয়ের আলোকে আমি চেষ্টা করেছি বর্ষাকালিন একটি প্রাকৃতিক দৃশ্য তুলে ধরতে। প্রাকৃতিক দৃশ্যটি গামীণ পটভূমির। মেঘে ঢাকা বর্ষণমুখর আকাশ।শিশুদের জলে ভেজা ও মেঠো রাস্তায় ছাতা মাথায় হেটে চলা। পাশে বহমান নদীতে নৌকা ও কচুরিপানার ভেসে যাওয়া। সাথে গ্রামীণ বাড়ী। এটা আমাদের গ্রাম বাংলার চিত্র। আমি চেষ্টা করেছি বৃষ্টিস্নাত গ্রামীণ জনপদের চিরায়ত দৃশ্য ক্লের সাহায্যে তুলে ধরতে। কতটা সফল হয়েছি আপনারা ও বিজ্ঞ বিচারক মন্ডলী তা ভাল বলতে পারবেন। আশাকরি প্রতিযোগিতার জন্য তৈরি আমার আজকের বৃষ্টিস্নাত গ্রামীণ জনপদ শিরোনামে ডাই পোস্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

১।কার্টুন বোর্ড
২।বিভিন্ন রং এর ক্লে
৩।ক্লে টুলস
৪।সাদা কাগজ
৫।গাম
৬।কালো ও সাদা রং এর পোস্টার রং
৭।তুলি
৮।পেন্সিল
৯।কালো রং এর সাইন পেন

তৈরির পদ্ধতি

ধাপ-১

c3.jfif

প্রথমে ১৪X১০ সেঃমিঃ সাইজের এক টুকরো কার্টুন বোর্ড কেটে নিয়েছি।

ধাপ-২

c2.jfif

c5.jfif

কার্টুন বোর্ডটিতে গাম দিয়ে সাদা কাগজ লাগিয়ে নিয়েছি। এবং পেন্সিল দিয়ে দৃশ্যটি হাল্কা করে এঁকে নিয়েছি। এবং সাদা ও কালো রং এর পোস্টার রং দিয়ে উপরের দিকে কিছু অংশ রং করে নিয়েছি। আকাশ বোঝানোর জন্য।

ধাপ-৩

c6.jfif

c7.jfif

cl1.jfif

কিছুটা সবুজ রং এর ক্লে নিয়ে গাছের পাতা বানিয়ে নিয়েছি।এবং লাল ও হলুদ ক্লে দিয়ে কিছু ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ-৪

c8.jfif

c9.jfif

খয়েরী ও কালো রং এর ক্লে দিয়ে গাছের ডাল পালা বানিয়ে নিয়েছি।

ধাপ-৫

c10.jfif

c12.jfif

এরপর অফ হোয়াইট ও খয়েরী ক্লে দিয়ে ঘর বানিয়ে নিয়েছি। একইভাবে আরেকটি ঘর বানিয়ে নিয়েছি।

ধাপ-৬

c13.jfif

c14.jfif

খয়েরী ও কালো রং এর ক্লে দিয়ে খড়ের পালা ও গরুকে খড় খাওয়ার হাউজ বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

c17.jfif

সাদা ও কালো ক্লে দিয়ে কিছু মেঘ বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

c18.jfif

c20.jfif

সবুজ ক্লে দিয়ে দূরের গ্রামের দৃশ্য বানিয়ে নিয়েছি।

ধাপ-৯

c19.jfif

c23.jfif

খয়েরী রং এর ক্লে দিয়ে রাস্তা বানিয়ে নিয়েছি।

ধাপ-১০

c21.jfif

c22.jfif

সাদা ও নীল রং এর ক্লে দিয়ে নদীর পানি বানিয়ে নিয়েছি।

ধাপ-১১

c24.jfif

এরপর কালো রং এর ক্লে দিয়ে নৌকা বানিয়ে নিয়েছি।

ধাপ-১২

c25.jfif

সবুজ রং এর ক্লে দিয়ে কচুরিপানার পাতা বানিয়ে নিয়েছি।

ধাপ-১৩

c27.jfif

কচুরিপানার পাতা ও শাপলা ফুলের পাতা বানিয়ে নদীর পানিতে লাগিয়ে দিয়েছি।

ধাপ-১২

c28.jfif

গোলাপী রং রং এর ক্লে দিয়ে কচুরিপানার ফুল ও শাপলা ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ-১৩

c29.jfif

c29.jfif

খয়েরী,সবুজ ওসাদা রং এর ক্লে দিয়ে উঠোন তৈরি করে নিয়েছি।সাদা রং এর ক্লে দিয়ে আমি উঠোনে পানি উঠেছে বুঝাতে চেয়েছি।

ধাপ-১৪

c31.jfif

ছাতা মাথায় একজন মানুষ হেঁটে যাচ্ছে তা বানিয়ে নিয়েছি।

ধাপ-১৫

c34.jfif

উঠোনে বৃস্টির পানিতে ভিজছে তা বুঝানোর জন্য কিছু শিশু বানিয়ে নিয়েছি।

ধাপ-১৬

c36.jfif

গাছের নিচে কিছু ফুল বানিয়ে দিয়েছি। এবং সাদা ক্লে দিয়ে কিছু কিছু জায়গায় ভরাট করে দিয়েছি পানি বুঝানোর জন্য।

ধাপ-১৭

c40.jfif

সবশেষে সাদা ক্লে দিয়ে বৃষ্টির ফোটা বানিয়ে দিয়েছি। আর এভাবেই তৈরি করে নিলাম ঝুম বৃষ্টির সময় প্রকৃতির রুপ।

উপস্থাপন

c45.jfif

kl3.jfif

আশাকরি, আজকের প্রতিযোগিতার জন্য তৈরি বৃষ্টিস্নাত গ্রামীণ জনপদ শিরোনামে ডাই পোস্টটি আপনাদের ভালো লেগেছে।প্রতিযোগিতায় অংশগ্রহণকারি সকল বন্ধুদের জন্য অনেক অনেক শুভ কামনা। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১০ই জুলাই, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 last month 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন গ্রামীন পরিবেশের চিত্র তৈরি করে। অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই চিত্র।

 last month 

আমি চেস্টা করেছি সুন্দরভাবে বর্ষায় গ্রামের চিত্র তুলে ধরতে।মতামতের জন্য ধন্যবাদ।

 last month 

সত্যিই আপু, দারুন একটি পোষ্ট নিয়ে আপনি প্রতিযোগিতায় অনুসরণ করেছেন । আপনার বানানো আজকের ডাই পোস্টটি অসাধারণ হয়েছে। বর্ষাকালের প্রকৃত প্রতিচ্ছবি আপনি তুলে ধরেছেন । ধন্যবাদ সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ।

 last month 

আমার পোস্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last month 

বৃষ্টিস্নাত গ্রামীণ জনপদ খুব চমৎকার সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপু।প্রতিযোগিতার জন্য শুভকামনা রইলো।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যের বৃষ্টিস্নাত গ্রামীণ জনপদ বানিয়েছেন এবং আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 last month 

আমি চেস্টা করেছি বর্ষাকালীন দৃশ্য ফুটিয়ে তুলতে।ধন্যবাদ আপু

 last month 

অনেক সুন্দর হয়েছে আপু আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। খুব সুন্দর ভাবে আপনি একটি ডায় পোস্ট করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপনার এই সুন্দর পোস্ট তৈরি করা। অনেক সুন্দর ভাবে গ্রামীণ পরিবেশ আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last month 

অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।আসলে এই প্রতিযোগিতার আয়োজন না করলে এত সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট দেখতে পেতাম না। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সর্বদায় এই কামনা করছি।

 last month 

ঠিক বলেছেন আপু এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট দেখার সুযোগ হলো।

 last month 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।বৃষ্টিস্নাত গ্রামীণ জনপদ প্রতিটি ধাপ বেশ দক্ষতার সহিত তখনই পর্দায়ক্রমে আমাদের মাঝে নিখুঁতভাবে শেয়ার করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থিত যাওয়ার জন্য।

 last month 

আমি চেস্টা করেছি সুন্দরভাবে উপস্থাপনের জন্য।ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last month 

আপনার এই ডাই এর মাধ্যমে বৃষ্টিস্নাত গ্রামীণ জনপদের খুব সুন্দর একটি দৃশ্য আপনি এখানে তুলে ধরেছেন আপু। খুব ভালো লাগলো আপনার এই ডাই টি দেখতে।

প্রাকৃতিক দৃশ্যটি গামীণ পটভূমির। মেঘে ঢাকা বর্ষণমুখর আকাশ।শিশুদের জলে ভেজা ও মেঠো রাস্তায় ছাতা মাথায় হেটে চলা। পাশে বহমান নদীতে নৌকা ও কচুরিপানার ভেসে যাওয়া। সাথে গ্রামীণ বাড়ী।

এই বিষয়গুলো আপনি খুব সুন্দর ভাবে এখানে তুলে ধরেছেন যা দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম আমি।

 last month 

অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দরভাবে পর্যালোচনা করার জন্য।

 last month 

বৃষ্টিস্নাত গ্রামীণ জনপদ অসাধারণ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। আসলে আপনার গ্রামের এই সুন্দর দৃশ্যটি আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে। আপনি অনেক সুন্দর করে ক্লেদিয়ে চমৎকার বৃষ্টিস্নাত গ্রামীণ জনপদ তৈরি করেছেন। তবে আপনার পোস্ট অসাধারণ হয়েছে। এইবার প্রতিযোগিতায় সবাই খুব সুন্দর সুন্দর ক্লে দিয়ে পোস্ট করতেছে।

 last month 

ঠিক তাই সবাই বেশ সুন্দর সুন্দর ক্লের কাজ উপস্থাপন করছে এই প্রতিযোগীতায়।যাইহোক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58450.19
ETH 2652.63
USDT 1.00
SBD 2.43