দিবসঃ ম্যান্ডেলা দিবস।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির বন্ধুরা, আশাকরি সবকিছু মিলে ভালই আছেন। আমিও ভালো আছি। আজ ৩রা শ্রাবণ , বর্ষাকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৮ জুলাই,২০২৩ খ্রীস্টাব্দ। গতকাল থেকে তাপমাত্রা অনেক চড়া। প্রচন্ড রোদ আর গরম। তার উপর ডেঙ্গু ভয়াবহ রুপ ধারণ করেছে।আজ আমাদের দেশে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড হয়েছে। একদিনেই মারা গেছে ১৩ জন।ঢাকায় ৯ জন। ঢাকার বাইরে ৪ জন। হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগীর প্রচন্ড চাপ।আমাদের সতর্ক হওয়া ছাড়া উপায় নেই। বিশেষ করে পরিবারের বয়স্ক ও ছোটদের প্রতি নজর দিন। বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একজন মহান মানুষের স্মরণে তার কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে তার সম্পর্কে দু"চার কথা আপনাদের সাথে শেয়ার করতে। আর তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তার স্মরণে আজ ম্যান্ডেলা দিবস।

MANDELA.jpg সোর্স


নেলসন ম্যান্ডেলার জন্মদিনটি আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।২০০৯ সালের নভেম্বর মাসে নেলসন ম্যান্ডেলার সম্মানে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে 'নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস' উদযাপনের ঘোষণা দেয়। ২০১০ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে দিবসটি পালিত হচ্ছে। প্রতি বছর একটি থিমের উপর ভিত্তি করে চলে নানা আয়োজন। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে"আপনার মাধ্যমে উত্তরাধিকার বেঁচে থাকে: জলবায়ু, খাদ্য এবং সংহতি"।যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবং জলবায়ু পরিবর্তনের কারণে নানামুখী সংকট কাটিয়ে উঠতে পরস্পরের প্রতি সৌহার্দের মাধ্যমে খাদ্য-সহনশীল পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সহায়ক হবে।

নেলসন ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই।আফ্রিকার এমভেজোর এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন।তাঁর গোত্রের দেয়া উপাধি মাদিবা নামেও তিনি পরিচিত ছিলেন।ম্যান্ডেলা তাঁর পরিবারের প্রথম সন্তান যিনি স্কুলে পড়াশুনা করেছেন। পরবর্তীতে তিনি আইন বিয়য়ে পড়াশুনা করেন এবং উপনিবেশবিরোধী আন্দোলন ও আফ্রিকান জাতীয়তাবাদী রাজনীতিতে জড়িয়ে পড়েন।রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন।মানুষের মুক্তির সংগ্রামকে ব্রত হিসেবে বেচে নেন।

বর্ণবাদ প্রথা ছিল আফ্রিকার দেশ গুলোর বড় সমস্যা। কালো মানুষেরা সমাজে নিচু শ্রেণি হিসেবে ব্যবহার হত। নাগরিক অধিকার-মানবাধিকার ছিলনা কালো মানুষদের। সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরেও রাজনীতি,অর্থনীতি ,ক্ষমতা কোনটাই ছিলনা তাদের। সাদা চামড়ার মানুষের হুকুমের দাস ছিল কালো মানুষেরা। লড়াই চলে অধিকারের। ম্যান্ডেলা সামনে থেকে নেতৃত্ব দেন।দক্ষিণ আফ্রিকার লাখো কৃষ্ণাঙ্গ মানুষকে মুক্তির স্বপ্ন দেখান।কিন্তু স্বেতাঙ্গ সরকার তা মেনে নিতে পারেনা।১৯৬২ সালে দক্ষিণ আফ্রিকার সরকার তাকে গ্রেপ্তার করে ও অন্তর্ঘাতসহ নানা অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কারাদণ্ডের অধিকাংশ সময়ই তিনি ছিলেন রবেন দ্বীপ, পলসমুর কারাগার ও ভিক্টর ভাস্টার কারাগারে।দীর্ঘ ২৭ বছর তিনি কারাগারের বন্ধী ছিলেন। কিন্তু আপোস করেননি।

কারাগারে থেকেও আফ্রিকার মুক্তিকামী মানুষের অবিসংবাদিত নেতা হয়ে উঠেন। দেশে এবং দেশের বাইরে ম্যান্ডেলার মুক্তির জন্য আফ্রিকার সরকারের উপর চাপ বাড়তে থাকে।জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে এবং বর্ণবাদী গৃহযুদ্ধের ভয়ে তখনকার আফ্রিকার প্রেসিডেন্ট এফ. ডব্লিউ. ডি ক্লার্ক ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি তাকে কারামুক্ত করার নির্দেশ দেন।সেদিন থেকেই স্বেতাঙ্গদের আধিপত্য খর্ব হতে শুরু হয়। এরপর স্বেতাঙ্গ সরকারের সাথে শান্তি আলোচলা চালাতে থাকেন। এক পর্যায়ে ১৯৯৪ সালে সব বর্ণের মানুষের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হন।তার হাত ধরেই দক্ষিণ আফ্রিকায় অবসান ঘটে বর্ণবাদের এবং প্রতিষ্ঠিত হয় গণতন্ত্ৰ৷ নোবেল শান্তি সহ গণতন্ত্র ও ন্যায় বিচারের প্রতিক হিসেবে তিনি ২৫০ টির অধিক পুরুস্কার পেয়েছেন। ২০১৩ সালের ৫ ডিসেম্বর তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটে। আজ এই কিংবদন্তির জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।

আশাকরি আজকের ম্যান্ডেলা দিবসের পোস্টটি ভালো লেগেছে আপনাদের। সবাই ভালো থাকুক আবার দেখা হবে অন্যকোন পোস্ট নিয়ে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

@selina75
ঢাকা-বাংলাদেশ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 
 last year 

ম্যান্ডেলা দিবস উপলক্ষে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন আপনি। মেনশন ম্যান্ডেলার বিষয়ে অনেক কিছুই শেয়ার করেছেন আপনি এই পোস্টের মাধ্যমে। ওনাকে শ্রদ্ধা জানিয়ে আপনি এই পোস্টটা করেছেন। অনেক কিছুই জানতে পেরেছি আপনার এই পোস্টটির মাধ্যমে। সম্পূর্ণ পোস্টটি পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর করে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 last year 

ম্যান্ডেলা দিবসের কথা আগে অনেকবার জানা হয়েছে। আমি তো এই দিবসটার কথা এখন একেবারে ভুলেই গিয়েছি। তবে আপনার এই পোস্ট করার এবং দেখার কারণে মনে পড়ল। খুব সুন্দর করে আপনি পোস্টটা লিখলেন। নেলসন ম্যান্ডেলার জন্মদিনের কারণে এই দিবসটা পালন করা হয়। ওনার জন্মদিন আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয় সব সময়।

 last year 

জি আপু। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58097.21
ETH 2581.79
USDT 1.00
SBD 2.41