অরিগ্যামিঃ সিঙ্গেল খাট তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও বেশ ভালো আছি।আজ ১১ আষাঢ়,১৪৩০ বঙ্গাব্দ, ২৪ জুন,২০২৩ খ্রীস্টাব্দ। আগামী ২৯জুন পবিত্র ঈদুল আযহা। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ।ঈদ পরিবারের সাথে উদযাপন করতে সকলেই ছুটছে শিকড়ের টানে গ্রামের বাড়িতে।। ট্রেনের ,লঞ্চে ও বাসে করে গন্তব্যে যাত্রা করছে। আস্তে আস্তে ফাকা হচ্ছে ঢাকা। প্রতিবছর ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনার খবর, অনেক পরিবারে ঈদের আনন্দকে শোকে পরিনত করে। আশাকরি এবার সবার ঈদ যাত্রা নিরাপদ ও আনন্দময় হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন আশাকরি। আর সেই সাথে আমাদেরকেও সচেতন হতে হবে। সবার ঈদ পরিবারের সাথে আনন্দে কাটুক এই প্রত্যাশা করি ।
যাই হোক বন্ধুরা, আমার নিয়মিত ব্লগিং এ আজ নিয়ে এসেছি একটি অরিগ্যামি পোস্ট। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি বালিশ সহ সিঙ্গেল খাটের অরিগ্যামি তৈরি করবো। আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা। এক কথায় অরিগ্যামি হল কাগজের ভাঁজের খেলা। আজ আমি সিঙ্গেল খাটের অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ,সাইন পেন সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই,কিভাবে তৈরি হলো আজকের সিঙ্গেল খাটের অরিগ্যামি। আশাকরি, আজকের সিঙ্গেল খাটের অরিগ্যামি ভাল লাগবে আপনাদের।

bed 3.jpg

উপকরণ

bed4.jpg

04.jpg

১।লাল রং এর কাগজ
২।সাদা কাগজ
৩।লাল ও সবুজ রং এর সাইন পেন
৪।কাচি
৫।গাম

তৈরির পদ্ধতি

ধাপ-১

bed5.jpg

প্রথমে ৯ ইঞ্চি বাই ৯ ইঞ্চি সাইজের লাল রং এর এক টুকরো কাগজ কেটে নিয়েছি।

ধাপ-২

bed6.jpg

এবার কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

bed7.jpg

bed9.jpg

কাগজটিকে ছবির মতো করে পরপর ভাঁজ করে নিয়েছি। উভয় পাশে।

ধাপ-৪

bed10.jpg

bed11.jpg

bed12.jpg

bed13.jpg

একইভাবে কাগজটিকে ছবির মতো করে পরপর ভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

bed14.jpg

bed15.jpg

এবার ভাঁজ করা কাগজটিকে উভয় পাশে আড়াআড়ি ভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

bed17.jpg

bed18.jpg

এবার ভাঁজ খুলে নিয়ে উপরের দিকে কোনা করে ভাঁজ করে নিয়েছি,উভয় পাশে। ছবির মতো করে।

ধাপ-৭

bed19.jpg

bed21.jpg

bed23.jpg

এবার উপরের দিকে ১/২ সেঃমিঃ ভাঁজ করে নিয়েছি। এবং নিচের অংশটি আবার মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং উভয় পাশে কোনা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

bed24.jpg

bed25.jpg

bed26.jpg

bed27.jpg

bed29.jpg

এবার ছবির মতো করে পরপর ভাজ করে নিয়েছি । আর এভাবেই তৈরি করে নিলাম একটি সিঙ্গেল খাট। আর তার সাথে তৈরি করে নিলাম একটি ফুল সহ বালিশ। বালিশ তৈরির জন্য একটি ২ইঞ্চি বাই ২ ইঞ্চি সাইজের সাদা কাগজ কেটে নিয়েছি। এবং গাম দিয়ে কাগজের দু'মাথা লাগিয়ে দিয়েছি। এবং সাইন পেন দিয়ে পছন্দ অনুযায়ী ফুল করে নিয়েছি।

উপস্থাপনা

bed30.jpg

bed 2.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে বালিশ সহ সিঙ্গেল খাটের অরিগ্যামি তৈরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina75
তারিখ২৫জুন,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 last year 

ঠিকই বলেছেন আপু ঈদ আসলে মানুষের গ্রামে যাওয়ার হিড়িক পরে যায় আর এখনই রাস্তাঘাটে দুর্ঘটনা বেশি ঘটে। আর এ সময়টা ঢাকা শহর একেবারে ফাঁকা হয়ে যায় তখন অন্যরকম একটি ঢাকা দেখতে পাওয়া যায়। আপনার রঙিন কাগজের তৈরি সিঙ্গেল খাটটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে বালিশটি আমার কাছে খুব ভালো লেগেছে।

 last year 

ঈদে সবাই বাড়ি ফিরে বলে ঢাকা ফাঁকা হয়ে যায়। অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনার এই খাট আমার খুব প্রয়োজন কোরিয়ারে পাঠিয়ে দিয়েন। এত সুন্দর ভাবে সিঙ্গেল খাট বানিয়েছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। বালিশ সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 last year 

এ ধরনের কাজগুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগে। অনেক ধন্যবাদ আপু।

 last year 

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে সিঙ্গেল খাট তৈরি করেছেন। খাটটা লাল কালার হাওয়া দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর বালিশের মধ্যে তো অনেক সুন্দর করে ডিজাইন করেছেন আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

ঈদ যাত্রায় সতর্ক থাকা খুবই জরুরি। সড়ক দুর্ঘনা দিনে দিনে বেড়েই চলছে। খবরের কাগজ খুললেই এই করুন সংবাদ জানা যায়। যাইহোক আপু আপনার তৈরি করা সিঙ্গেল খাট অনেক সুন্দর হয়েছে। রঙ্গিন কাগজ দিয়ে আপনি নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

জি আপু ঈদ যাত্রায় সকলকেই সচেতন হওয়া জ্রুরি। অনেক ধন্যবাদ আপু।

 last year 

রঙ্গিন কাগজ দিয়ে খাট তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। কাগজে খাঁট টি দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে মনে হয় শুতে পারবো। কাগজ দিয়ে খাট তৈরি করার প্রক্রিয়া চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বাহ দারুন একটি খাট প্রস্তুত করেছেন তো রঙিন পেপার দিয়ে।
বাচ্চারা দেখে পুতুলের বিয়ের জন্য এরকম ভাবে খাট প্রস্তুত করে।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করে আমাদের মাঝে তুলে ধরার জন্য

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি একদম সত্য কথা বলেছেন প্রতি ঈদেই দেখা যায় কোথাও না কোথাও দুর্ঘটনার কারণে মানুষ মারা গিয়েছে। আর এই ছোট্ট একটি দুর্ঘটনার কারণে অনেক পরিবারের সুখ শান্তি নিমিষেই হারিয়ে যায়, তাই আমাদের সকলের উচিত সাবধানতা অবলম্বন করা। যাইহোক চমৎকার একটি সিঙ্গেল খাট তৈরি করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। লাল রংয়ের কাগজ ব্যবহার করার কারণে এটি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে,শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

প্রতিবছরই দূর্ঘটনার খবর খবরের কাগজগুলোতে দেখতে পাওয়া যায় ঈদে বাড়ি ফেরা নিয়ে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে এখন সবাই অনেক বেশি চলাচল করছে, ঈদ উপলক্ষে যেহেতু ঈদের ছুটি তাই শহর থেকে গ্রামে আসছে। আর এই যাত্রা পথে সতর্ক থাকা অনেক গুরুত্বপূর্ণ। না হলে যেকোনো সময় যেকোন বিপদের সম্মুখীন হতে হবে। আরে বাহ্ খুব সুন্দর একটা সিঙ্গেল খাট তৈরি করেছেন তো রঙিন কাগজ ব্যবহার করে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই খাট তৈরি। বালিশটা অনেক সুন্দরভাবে তৈরি করেছেন।

 last year 

সবাই ঈদ করতে বাড়ি ফিরছে। তাই যাত্রা পথে সকলের সাবধান হওয়া জ্রুরি।অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

লাল রঙের রঙিন কাগজ দিয়ে বালিশ সহ খুব সুন্দর সিঙ্গেল খাট তৈরি করে সবার মাঝে শেয়ার করেছেন দেখছি। বালিশের উপরে অনেক সুন্দর একটা ডিজাইন অংকন করেছেন তো। ভিন্ন একটা কালার দিয়ে যদি খাটের উপরেও ডিজাইন অংকন করা হতো তাহলে খুব ভালো লাগতো দেখতে। যাইহোক এমনিতেও অনেক বেশি সুন্দর লাগছে। অনেক দক্ষতার সাথে এটি তৈরি করলেন যা দেখে বুঝতে পারছি। খুবই সুন্দর খাট তৈরী শিখে নিতে পারলাম আপনার কাছ থেকে।

 last year 

আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56085.77
ETH 2369.58
USDT 1.00
SBD 2.31