আলপনাঃ দু"রঙের আলপনা চিত্র অংকন।
সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন । আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ মাস, ভাষা আন্দোলনের মাস,আগুন ঝরা ফেব্রুয়ারী মাস।ভাষা আন্দোলনে সকল শহীদ দের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা। ভাষা আন্দোলনের মাস আসলেই আলপনা সমাহার চোখে পড়ে ঢাকার রাজপথে। তাই আমার আজকের ব্লগ একটি আলপনা চিত্র অংকন। আর আজকের আলপনা হচ্ছে,একটি দু"রঙের আলপনা । বন্ধুরা, আজকের আলপনাটি হলুদ ও-আকাশি রঙের আধিক্ষ্যেসাদা কাগজের উপর ,সাইন পেন- পেন্সিলের আচড়ে ফুটিয়ে তোলা হয়েছে । আজকের দু"রঙের আলপনাটি আপনাদের ভালো লাগবে আশাকরি। প্রিয় বন্ধুরা, আর দেরি নয় চলুন,দেখে নেয়া যাক কিভাবে সাদা কাগজে সাইন পেন-পেন্সিল দিয়ে অংকিত হলো একটি সুন্দর দু"রঙেরআলপনা।
উপকরণ
১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।রাবার
৪।বিভিন্ন রঙের সাইন পেন
৫। স্কেল
ধাপ-১
প্রথম ধাপে একটি সাদা কাগজের চারপাশে দাগ একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।
ধাপ-২
এরপর আড়াআড়িভাবে দু'টো দাগ একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।
ধাপ-৩
এরপর দু'টো কল্কা একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।
ধাপ-৪
এই ধাপে এসে কল্কার মধ্যে কিছু দাগ একে নিতে হবে ডিজাইন করার জন্য।
ধাপ-৫
আকা কল্কায় কিছু ডিজাইন একে কল্কাটি ভরাট করা নিতে হবে। ছবিতে ধাপে ধাপে তা দেখানো হয়েছে।
ধাপ-৬
এরপর আকা ডিজাইন গুলোতে নিজের পছন্দ অনুযায়ী রং দিয়ে রঙ্গিন করে নিতে হবে। ছবিতে যেভাবে রং করা হয়েছে।
শেষ ধাপ
এরপর নিজের স্টিমিট আইডি সাইন করে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে আলপনা আকা।
উপস্থাপনা
আশাকরি আমার আকা আজকের আলপনাটি আপনাদের ভাল লেগেছে। আপনাদের ভাল লাগলেই আমার আকা সার্থক হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ আমার আলপনা অংকন ব্লগ এখানেই শেষ করছি।
আপু আপনার দুই রঙের আলপনাটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি খুব নিখুঁতভাবে আরটি ফুটিয়ে তুলেছেন। আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। সাথে খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি আলপনা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার ভাল লেগেছে জেনে আমি আনন্দিত। মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
ফেব্রুয়ারি মাস মানে বাঙ্গালীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমরা ভাষা শহীদদের কথা বারবার স্মরণ করি। আর বিভিন্ন রকমের আলপনাতে সেজে উঠে চারপাশ। আপনার শেয়ার করা সুন্দর এই আলপনাটি দেখে ভালো লাগলো আপু। অনেক সুন্দরভাবে আলপনা তৈরীর পদ্ধতি তুলে ধরেছেন।
জি আপু, ফেব্রুয়ারি মাস আমাদের বাঙ্গালি জাতির অহংকারের মাস-গুরুত্বপূর্ণ মাস। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ফেব্রুয়ারি মাস আমাদের বাঙ্গালীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। ফেব্রুয়ারি মাস আসলেই যেন ভাষা শহীদদের কথা মনে পড়ে যায়। আমাদের এলাকায় শহীদ সালামের কথা মনে পড়ে যায়। আপনি যে দুই কালার দিয়ে অনেক সুন্দর একটা আলপনা তৈরি করেছেন বেশ ভালো লাগলো। ডিজাইন টাই বেশ সুন্দর হয়েছে। বেশ কালার কম্বিনেশন করেছেন।
আপু,আপনি শহীদ সালামের এলাকার জেনে ভাল লাগলো। সালাম=রফিক=শফিক- জব্বার আমাদের গৌরবের নাম।ভালো থাকবেন।ধন্যবাদ।
দু"রঙের আলপনা চিত্র অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে আলপনা অংকন করেছেন। নীল রং আর হলুদ রং মিলিয়ে চমৎকার একটি আলপনা তৈরি করেছেন। আপনার পোস্ট ভিজিট করে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।
আপনার ভাল লেগেছে জেনে আমারও ভালো লাগলো ভাই। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার চিত্রংকন দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে দু"রঙের আলপনা চিত্র অংকন করেছেন। নীল রং আর হলুদ রং বেশ দুর্দান্ত হয়েছে। এ ধরনের চিত্র অঙ্কন করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার কালার কম্বিনেশন বেশ অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ধন্যবাদ।
আপনার ভাল লেগেছে জেনে আমি আরো সাহস পাই!আপনার জন্যও অনেক শুভ কামনা ভাই।ভালো থাকবেন।ধন্যবাদ।
ঐতিহাসিক এক মাসের নাম হল ফেব্রুয়ারি মাস। এই মাসে আমরা শহীদের কথা স্মরণ করি। আপনার আলপনার কালার কম্বিনেশনটা দারুন হয়েছে। দেখতে সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর একটি আলপনা আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি ভাই এ মাস ভাষা শহীদদের স্মরণের মাস=শ্রদ্ধার মাস। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার দুরঙের আল্পনা চিত্র আর্ট পোস্টটি দেখতে চমৎকার লাগছে আপু।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার আর্ট এর ধাপগুলো দেখে যে কেউ আর্ট টি করে নিতে পারবেন সহজেই।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট শেষ করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য আপু।
আপনার ভাল লেগেছে জেনে আমি অনেক খুশি আপু।ভালো থাকবেন। আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার দুরঙের আল্পনা চিত্র আর্ট পোস্টটি দেখতে চমৎকার লাগছে আপু।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার আর্ট এর ধাপগুলো দেখে যে কেউ আর্ট টি করে নিতে পারবেন সহজেই।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট শেষ করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য আপু।
অনেক অনেক ধন্যবাদ আপু।
ফেব্রুয়ারী মাস ভাষার মাস। এই সময় রাজপথে নানা ধরনের আলপনা আঁকতে দেখা যায়। আপনি তেমন একটি আলপনা এঁকে আমাদের মাঝে শেয়ার করেছেন, দারুন হয়েছে আপু। আপনি কালার করাতে আরো বেশি ফুটে উঠেছে আলপনাটি।কালার কম্বিনেশন দারুন ছিল। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু।