নববর্ষ উপলক্ষ্যে কার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ১লা বৈশাখ, গ্রীষ্মকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ১৪ইএপ্রিল, ২০২৪ খ্রীস্টাব্দ।

ca22.jpg

c21.jpg

আজ বাংলা নববর্ষের প্রথম দিন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে আজ দিনটি পালন করা হচ্ছে।নতুন বছর সবার ভালো কাটুক এ কামনা করি। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক সুখ ও সমৃদ্ধি এই প্রত্যাশা করি। আবারও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য আমি আজ একটি কার্ড বানিয়েছি। আর আজ আমি সেই কার্ড তৈরির ব্লগটি আপনাদের সাথে শেয়ার করবো।কার্ড তৈরিতে রঙ্গিন কাগজ প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি। বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই, ,কিভাবে তৈরি হলো আজকের রঙ্গিন কাগজ দিয়ে নববর্ষ উপলক্ষ্যে বানানো কার্ডটি। আশাকরি, আজকের কার্ডটি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

c6.jpg

c1.jpg

১। রঙ্গিন কাগজ
২। পেন্সিল
৩।বিভিন্ন রং এর সাইন পেন
৪।কাঁচি
৫।গাম

কার্ড তৈরির পদ্ধতি

ধাপ-১

c7.jpg

প্রথমে A4 সাইজের হলুদ রং এর কাগজ নিয়েছি কার্ড বানানোর জন্য।

ধাপ-২

c8.jpg

হলুদ রং এর কাগজটিকে আড়াআড়িভাবে দু'ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

c9.jpg

লাল ও কমলা রং এর কাগজ ছোট টুকরো করে কেটে নিয়েছি ঘুড়ি বানানর জন্য।

ধাপ-৪

c10.jpg

ঘুড়ির লেজ বানানোর জন্য লাল ও কমলা রং এর কাগজ কেটে নিয়েছি তিনকোনা করে।

ধাপ-৫

c11.jpg

c12.jpg

c15.jpg

ঘুড়ির সাথে গাম লাগিয়ে ঘুড়ির লেজ লাগিয়ে নিয়ে ঘুড়ি বানানো শেষ করেছি।

ধাপ-৬

c13.jpg

c14.jpg

কার্ডের উপরের দিকে লাল ও সবুজ সাইন পেন দিয়ে তিনকোনা করে ডিজাইন এঁকে নিয়েছি। এবং পেন্সিল দিয়ে শুভ নববর্ষ লিখে নিয়েছি।

ধাপ-৭

c16.jpg

c17.jpg

c19.jpg

এরপর বানানো ঘুড়ি গুলো গাম দিয়ে কার্ড এর উপর লাগিয়ে নিয়েছি। এবং সাইন পেন দিয়ে ঘুড়ির চোখ মুখ এঁকে নিয়েছি। সেই সাথে ঘুড়ির সুতা ও নাটাই এঁকে নিয়েছি। কার্ডের চারপাশে সাইন পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এবং এক কোনায় লাল সাইন পেন দিয়ে আলপনা এঁকে নিয়েছি। পেন্সিল দিয়ে লিখা শুভ নববর্ষ সাইন পেন দিয়ে লিখে নিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে।ব্যাস তৈরি আমার নববর্ষের কার্ড।

উপস্থাপন

c20.jpg

c5.jpg

c21.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে নববর্ষ উপলক্ষ্যে বানানো কার্ডটি আপনাদের ভাল লেগেছে। পরিবারের সকলের যত্ন নিন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন।এই কামনা করি।

পোস্ট বিবরণ

পোস্টবিবরণ
শ্রেণীডাই
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১৪ই এপ্রিল২০২৪

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

বাংলা শুভ নববর্ষ উপলক্ষে আপনি চমৎকার একটি কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার এ কার্ড তৈরির প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে ৫ নাম্বার ধাপে ঘুড়ি ও ঘুড়ির সাথে আঠা লাগিয়ে ঘুড়ির লেজ লাগিয়ে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপু। নববর্ষ উপলক্ষে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর কার্ড তৈরি করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে। কার্ড তৈরীর প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

নববর্ষ উপলক্ষে অসাধারণ একটি কার্ড তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা হলুদ গার্ডের ওপরে লাল রঙের কিছু ঘুড়ি ও ডিজাইন তৈরি করার কারণে দেখতে খুবই ভালো লাগছে। কার্ড তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপু।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 months ago 

আজ পয়লা বৈশাখ। তাই আপনাকে জানাই নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ। প্রতিটি বাঙালি এই দিনে মেতে ওঠে তাদের নতুন সাজে সজ্জিত হয়ে। বাঙ্গালীদের একটি গৌরবময় এই দিন হচ্ছে পহেলা বৈশাখ। আর এই দিন উপলক্ষে আপনি দেখতে খুব সুন্দর একটি পহেলা বৈশাখের কারড তৈরি করে ফেলেছেন। সত্যি এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপু।নববর্ষ উপলক্ষে চমৎকার একটি কার্ড তেরি করলেন আপনি। কার্ডটি খুবই সুন্দর হয়েছে।কার্ডের উপরে ঘুড়ি দিয়ে ডিজাইন করে দেয়ার জন্য আরো বেশী ভালো লাগছে।ধন্যবাদ আপু চমৎকার এই কার্ডটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ধন্যবাদ আপু।

 2 months ago 

প্রথমে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। নববর্ষ উপলক্ষে আপনি খুবই সুন্দর রঙিন কাগজ দিয়ে কার্ড তৈরি করেছেন। এই কার্ডটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ধাপে ধাপে অসাধারণ ভাবে আপনি এই ডাই পোস্টটি শেয়ার করলেন।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আমি চেস্টা করেছি যাতে সুন্দর হয়।ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

বাঙালিদের জনপ্রিয় একটি উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। নববর্ষ উপলক্ষ্যে কার্ড তৈরি করেছেন। সময় উপযোগী পোস্ট। আপনার কার্ড তৈরি অনেক সুন্দর লাগতেছে। যে কেউ দেখলে খুশি হবে ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

নববর্ষ উপলক্ষে অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। এটা আমার ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। ঘুড়িগুলো দেখতে অসাধারণ লাগছে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে সময় উপযোগী শুভ নববর্ষ উপলক্ষ্যে কার্ড তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে সত্যি দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36