জেনারেল রাইটিংঃ টিপ প্রতিবাদ।
শুভেচ্ছা সবাইকে।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো সবাই ভালো ও সুস্থ থাকেন এই প্রত্যাশা করি। আজ ২২ শে ফাল্গুণ। বসন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ০৬ মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ।
Odd Dot Selfie
আর একদিন পরেই উদযাপন হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপি দিনটি অনেক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নারীর অধিকার,সম্মান,শ্রদ্ধা ও মানবাধিকার নিশ্চিত করতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হয়। সরকারি-বেসরকারি ও গোষ্ঠী-ব্যক্তির উদ্যোগে, নানা সব আয়োজন শুধু নারীদের ঘিরেই হয়ে থাকে। একেক দেশে আয়োজনের ভিন্নতা থাকলেও মূল সুর নারী কেন্দ্রীক-নারীর মানবাধিকার। আমাদের দেশেও প্রতিবছর নানা আয়োজনে দিনটি পালিত হয়ে থাকে। এবারো তার ব্যতিক্রম নয়। নানা আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতোমধ্যে। তেমনি একটি প্রতিবাদি কর্মসূচি নিয়ে আমার আজকের আয়োজন, আমার বাংলা ব্লগ বন্ধুদের জন্য।
বন্ধুরা, আমাদের দেশে নারী নির্যাতন একটি বড় ব্যাধি। দিন দিন শত চেষ্ঠায় কমছেনা। বরংপ্রচলিত নির্যাতন ছাড়াও ধরণ পরিবর্তন হয়ে এই নির্যাতনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একটি সংস্থার হিসেব মতে আমাদের দেশে প্রতি তিনজন নারীর একজন নির্যাতনের শিকার হয়ে থাকেন। সেটা ঘরে বা ঘরের বাইরে। নারীরা আসলে আমাদের দেশে কোথাও নিরাপদ নয়। যে মাত্রায় নির্যাতনের শিকার হয়ে থাকে নারীরা, সে মাত্রায় প্রতিবাদ নেই বললেই চলে। প্রতিরোধ তো দুরের কথা। আমাদের দেশে নারীদের শেখানো হয় চুপ থাকতে। চুপ না থাকলে,নানা ধরণের মানুষ জানবে, নিজের ও পরিবারের সম্মানহানী হবে। আর এই ধরণের চুপ থাকায় পরিবারের পুরুষদের ভুমিকাও থাকে। নারী ও পরিবারের চুপ থাকার প্রবনতাই নির্যাতন বৃদ্ধি পাচ্ছে দিন দিন। আর এই নিরবে সহ্য বা চুপ থাকার ট্যাবু ভাঙতে একদল নারী অভিনব এক প্রতিবাদে সামিল হয়েছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে ফেসবুকে হ্যাশট্যাগ" Odd Dot Selfie" প্রচারণায় মেতেছে বিভিন্ন বয়সের নারীরা। কারণ চুপ থাকা কোন সমাধান নয়। বরং জোরসে আওয়াজ তুলেই নারী নির্যাতন বন্ধ করা সম্ভব।
কিন্তু কি এই Odd Dot Selfie আন্দোলন? অভিনব এক প্রতিবাদ। নারীরা এবার তাদের প্রতিবাদের ভাষা হিসেব বেছে নিয়েছে, তাদের সৌন্দর্য ফুটিয়ে তোলার চিরায়ত সাথী কপালের টিপ। কপালের টিপ মাঝখানে পরা হয়। কিন্তু মাঝখানে না পরে এদিক সেদিক সরিয়ে দিয়ে সেলফি তুলে #OddDotSelfie লিখে ছবি শেয়ার করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ভাষা হিসেবে। নারীদের চিরায়ত কপালের টিপ হয়ে উঠেছে নারী নির্যাতন প্রতিরোধে প্রতিবাদের ভাষা। আর এই অভিনব প্রতিবাদে সাড়া দিয়েছেন দেশের বিখ্যাত অভিনয় শিল্পী,সাহিত্যিক, এ্যাক্টিভিস্ট থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার নারী। এই অভিনব প্রতিবাদে আমার সমর্থন। আপনিও সমর্থন দিন। নারীর প্রতি সহিংসতা রুখে দাঁঁড়ান।
পোস্ট বিবরণ
পোস্ট | জেনারেল রাইটিং |
---|---|
পোস্ট তৈরি | selina 75 |
ডিভাইস | Redmi Note A5 |
তারিখ | ৬ই মার্চ, ২০২৪ |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://twitter.com/selina_akh/status/1765369136287518794
অনলাইন সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন সেলিব্রেটিকে দেখেছি এই হ্যাশট্যাগ ব্যবহার করে যার যার মতোন নিজের অবস্থান থেকে এই প্রতিবাদ জানিয়েছেন। আসলে প্রতিবাদ জানানোর এমন মাধ্যম আমার বেশ ভালোই লেগেছে। অন্তত নিজেদের মতোন করে প্রতিবাদ জানানোটা আসলেই বেশ জরুরি।
ঠিক তাই আপু নিজের মতো করে প্রতিবার করা।আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।