ম্যান্ডালা আর্টঃঘুড়ির ম্যান্ডালা।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজ ২৩ আষাঢ়, বর্ষাকাল,১৪৩০ বঙ্গাব্দ। ৭ জুলাই,২০২৩ খ্রীস্টাব্দ। ঢাকায় আজ-রোদ- বৃষ্টির খেলা চলেছে কিছুক্ষন পরপর । এই রোদ এই বৃষ্টি যা বর্ষার চিরায়ত রুপ। বেশ ভালই লাগছে বর্ষার এ রুপ দেখতে। বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি ম্যান্ডালা আর্ট নিয়ে। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। ছোট বেলায় আমরা প্রায় সবাই ঘুড়ি উড়িয়েছি। আপনাদের জন্য আমার আজকের উপস্থাপন একটি ঘুড়ির ম্যান্ডালা আর্ট। আমি আজকের ম্যান্ডালা আর্টটি করার জন্য ব্যবহার করেছি সাদা কাগজ,পেন্সিল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, ম্যান্ডালা আর্টটি অংকনের বিভিন্ন ধাপ গুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

ma14.jpg

উপকরণ

ma1.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।স্কেল
৪।কাল জেল পেন
৫।রাবার

ম্যান্ডালা আর্ট অংকনের বিভিন্ন ধাপ

ধাপ-১

ma2.jpg

ma3.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি ছবির মতো করে। এরপর এর মাঝখানে একটি ঘুড়ি এঁকেনিয়েছি।

ধাপ-২

ma4.jpg

ma5.jpg

এরপর দুটো রেখা এঁকে লম্বালম্বি এবং আড়াআড়ি দু'টো বিন্দুতে যুক্ত করেছি

ধাপ-৩

ma7.jpg

এরপর ঘুড়ির লেজ,সুতা ও নাটাই এঁকে নিয়েছি।

ধাপ-৪

ma6.jpg

ma8.jpg

এরপর ঘুড়ির চারপাশে মাঝখানে ও ঘুড়ির লেজে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৫

ma9.jpg

ma10.jpg

এবার ঘুড়ির মাঝখানে কিছু ডিজাইন এঁকে নিয়েছি

ধাপ-৬

ma11.jpg

এবার আরও কিছু ডিজাইন এঁকে নিয়েছি ঘুড়ির উপরের অংশে।

শেষ ধাপ

ma12.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

ma13.jpg

ma15.jpg

আশকরি আজ আমার আঁকা ম্যান্ডালা আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ম্যান্ডালা আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ*

শ্রেণীম্যান্ডালা আর্ট
ক্যামেরাSamsungA-10
পোস্ট তৈরি@selina75
তারিখ৭ জুলাই,২০২৩ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 last year 

অনেক সুন্দর একটা ঘুড়ির ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন তো আপনি। আপনার ঘুড়ির ম্যান্ডেলা আর্টটি অনেক সুন্দর হয়েছে। ভেতরের ডিজাইন টা অনেক নিখুঁত ছিল। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে সম্পূর্ণটা অঙ্কন করেছেন। উপস্থাপনার মাধ্যমে আমাদের সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো। এরকম ম্যান্ডেলা আর্ট পরবর্তীতেও দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

 last year 

আমি চেস্টা করেছি নিখুঁত ও সুন্দর করে আর্টটি করতে । অনেক ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ঘুড়ির অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এটা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এটা আঁকতে মনে হয় আপনার অনেক সময় লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

জি আপু ম্যান্ডালা আর্ট আকঁতে একটু বেশিই সময় লাগে। অনেক ধন্যবাদ আপু।

 last year 

খুবই সুন্দর ঘড়ির ম্যান্ডেলা চিত্র অংকন করেছেন। এই চিত্রাঙ্গটি দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি চিত্রাংকন ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

বর্তমান পরিস্থিতিতে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আবার হঠাৎ করে রোদ দেখা যাচ্ছে। যাই হোক আপু আপনি খুব সুন্দর ভাবে এই চিত্রটি অঙ্কন করেছেন। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে।ঘুড়ির ম্যান্ডালা আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। চমৎকার হয়েছে দেখতে।

 last year 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনি ঘুড়ির মেন্ডেলা আর্ট করে ছোটবেলার সেই স্মৃতির কথা মনে করে দিলেন। তবে করোনা থাকাকালীন সময়েও বেশ ঘুড়ি উড়িয়েছি। ঘুড়ি উড়িয়ে বেড়ানোটা আমার আলাদা একটি শখ। আপনার মেন্ডেলা আর্টি অনেক সুন্দর হয়েছে আপু। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ছোট বেলার স্মৃতি মনে করেই আর্টটি করেছি ভাইয়া। অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

ঘুড়ির ম্যান্ডালা দেখতে অসাধারন লাগতেছে। মনে হচ্ছে আপনার ঘুড়ি নিয়ে একটু আকাশে ঘুরে বেরাই। নিখুঁত ভাবে ঘুড়ির ম্যান্ডালা করেছেন। এধরনের কাজ গুলো করতে অনেক সময় লাগে। ভিন্ন রকম একটি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

ম্যান্ডালা আর্ট করতে একটু সময় বেশি লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

ঘুড়ির অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম। এটি আঁকতে আপনার খুবই সময় লেগেছে দেখে বোঝা যাচ্ছে। নিখুঁতভাবে সম্পন্ন করেছেন ম্যান্ডেলা আর্ট টি। সুন্দর একটি ঘুড়ির ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58471.44
ETH 2587.53
USDT 1.00
SBD 2.44