রেসিপিঃ নকশী পিঠা।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

হেমন্তের শেষের দিক প্রায়।বাংলার ঘরে ঘরে নতুন ধানের মন মাতানো মৌ মৌ গন্ধ। সোনানী মাঠ এখন বিরান ভূমি! সেই সাথে শীতের আগমনি বার্তা পৌছে গেছে সবার কাছে। প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা , শীতের আগমন মানেই বাঙালির ঘরে হরেক রকম পিঠার আগমন। প্রবাদ আছে শীতের পিঠা অনেক মিঠা। শীতের হরেক রকম পিঠার একটি পিঠা নিয়ে আমার আজকের ব্লগ। আর পিঠাটি হচ্ছে নকশি পিঠা। খেতে কিন্তু ধারুণ মজার। আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা কিভাবে তৈরি করলাম নকশি পিঠা দেখে নেয়া যাক।
1.jpg

উপকরণ

2.jpg

3.jpg

১। শুকনো চালের গুড়াঃ ২কাপ
২ ।গুড়ঃ ২৫০ গ্রাম
৩। চিনিঃ ১ কাপ
৪।লবনঃ পরিমাণ মতো
৫। এলাচঃ ৩-৪টি
৬। তেজপাতাঃ২ টি
৭। সাদা তেলঃ পরিমাণ মত
৮। পানিঃপরিমাণ মতো

রন্ধন প্রণালী

১ ম ধাপ

প্রথমে শিরা তৈরি করার জন্য একটি হাড়িতে ২কাপ পানি নিয়ে নিতে হবে। পানির মধ্যে চিনি ও গুড় দিয়ে ভাল্ভাবে মিশিয়ে নিতে হবে। এরপর চুলায় বসিয়ে তার মধ্যে সাদা এলাচ ও তেজপাতা দিয়ে দিতে হবে। মিডিয়াম আচে শিরা তৈরি করে নতে হবে। এখানে পাতলা শিরা তৈরি করে নিতে হবে। শিরা তৈরি হয়ে গেলে একপাশে নামিয়ে ঢেকে রাখতে হবে।

4.jpg

২য় ধাপ

এবার একটি পাতিলে এক কাপ পানি দিয়ে চুলায় বাসিয়ে দিতে হবে। পানিতে পরিমাণ মতো লবন দিতে হবে। পানি ফুটে এলা তাতে চালের গুড়া দিয়ে দিতে হবে। চালের গুড়া সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিতে হবে। এ চালের কাইটি রুটি তৈরির কাইয়ের চেয়ে একটু টাইট করে বানাতে হবে।

5.jpg

6.jpg

৩য় ধাপ

এবার একটি রুটি বানানোর পিড়িতে তৈরি করা কাই ভালোভাবে মথে একটি মসৃন ডো তৈরি করে নিতে হবে।
7.jpg

৪র্থ ধাপ

এবার একটি রুটি বেলে নিতে হবে এক্টু মোটা করে। এরপর একটি গোল কোন কিছুর ঢাকনা দিয়ে রুটিটিতে দাগ একে নিতে হবে। নিচের ছবির মত করে।
8.jpg

৫ম ধাপ

এরপর নিচের ছবির মত করে ডিজাইন করে নিতে হবে। সাধারনত এ ডিজাইন করতে খেজুর কাটা ব্যবহার করা হয় । আমিও খেজুর কাটা ব্যবহার করে ডিজাইন করে নিয়েছি। তবে খেজুর কাটা না থাকলে টুথপিক বা মোটা সুই দিয়েও করা যায়।

9.jpg

10.jpg

11.jpg

13.jpg

12.jpg

৬ষ্ঠ ধাপ

পিঠা তৈরি করা হয়ে গেলে। ডুবো তেলে ভেজে নিতে হবে। এ পিঠা দুবার ভেজে নিতে হয় । তাহলে বেশ মচমচে হয়। আমিও দুবার ভেজে নিয়েছি। ভেজে গরম শিরায় ভিজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার নকশী পিঠা।

16.jpg

15.jpg

শেষ ধাপ

পরিবেশনের জন্য তৈরি পিঠা

1.jpg

পিঠাটি তৈরি করতে সময় বেশি লাগলেও মজার কারণে তা উসুল হয়ে যায়। আপনিও ট্রাই করে দেখতে পারেন! আশাকরি আমার আজকের নকশি পিঠার তৈরি রেসিপি আপনাদের ভালো লাগবে।

সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং- এ১০

Sort:  
 2 years ago 

আপু পরিবেশনটা একটা সমান প্লেটে করলে দেখতে বেশ ভালো লাগতো।আমিও মাঝে মাঝে এই পিঠা তৈরি করি,যদিও অনেক সময় লাগে তৈরি করতে।আর হ্যা ঠিক বলেছেন স্বাদের কারনে উসুল হয়ে যায়।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার নকশি পিঠা দেখে তো আমার কাছে মনে হচ্ছে হেমন্তের নতুন ধানের পিঠা আমার সামনে চলে এসেছে ।দেখেই তো খেতে ইচ্ছে করছে। এই পিঠা গুলো খুবই চমৎকার হয় ।দেখে মনে হচ্ছে খুবই মুচমুচে হয়েছে আসলে এই পিঠা গুলো অনেক ভালো লাগে আমার।

 2 years ago 

জি আপু খেতে বেশ মজা কিন্তু বানাতে এক্টু বেশী সময় লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার পিঠাটি দেখতে সুস্বাদু মনে হচ্ছে। কিন্তু আপনি যদি পিঠাগুলোকে প্নেটে ডেকোরেশন করতেন তাহলে দেখতে ভালো লাগতো। তবে আপনি প্রতিটা ধাপই খুব সুন্দরভাবে সাজিয়েছেন।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

ঠিকই বলেছেন শীত মানে পিঠে পুলে খাওয়া। শীতের সময় বিভিন্ন রকম পিঠাপুলি তৈরি করা হয় । যা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার নকশি পিঠাগুলো দেখে খেতে ইচ্ছে করছে। এই পিঠাগুলো দেখলে আমার কাছে মনে হয় তৈরি করা খুবই কঠিন। কিন্তু আপনি খুব সুন্দর ভাবে তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে যে কেউ সহজে তৈরি করে নিতে পারবে। আমিও একদিন ট্রাই করে দেখব। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 
এই ধরনের নকশী পিঠার প্রচলন আমাদের কুমিল্লার দিকে অনেক বেশি। আমার আম্মা এই পিঠা বানানোর জন্য সেরা। উনি আমাদের নাম সহ বিভিন্ন ধরনের নকশি আঁকেন। আপনিও খুব সুন্দর ভাবে পিঠার মধ্যে নকশি একে বানিয়েছেন। এই ধরনের পিঠা বানাতে অনেক সময়ের প্রয়োজন এবং খরচে তুলনামূলক অনেক বেশি। পরিবেশন টা ফ্ল্যাট কোন পাত্রে করলে মনে হয় আরো সুন্দর লাগত। ধন্যবাদ আপু।
 2 years ago 

ঠিক বলেছেন ফ্লেট কোন প্লেটে পরিবেশণ করলে দেখতে বেশি ভাল লাগতো। আমার বোনের জন্য করা হ্যয়েছে বলে তারাহুরায় আর প্লেটে সাজিয়ে পরিবেশণ করার কথা মনে ছিল না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ্ নকশী পিঠা দেখেই তো খেতে ইচ্ছা করছে।দারুন নকশী করেছেন আপনি।এভাবে একদিন বাসায় নকশী পিঠা তৈরি করে দেখবো।ধন্যবাদ আপনাকে সুন্দর পথটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জী আপু । একদিন ট্রাই কইরেন।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে পিঠেটা। এত ধৈর্য্য সহকারে পিঠেটার নকশা বানিয়েছেন! আমার তো এত ধৈর্য নেই।আর তার উপর আবার সেটাকে গুঁড়ের রসে ডুবিয়েছেন। সেটা তো আরো একধাপ এগিয়ে। আমাদের বাড়িতে যদিও গুড়ের রস করার সময় তাতে তেজপাতা বা এলাচ,লবঙ্গ,দারচিনি এগুলো দেওয়া হয় না। শুধু গুড় জাল দেওয়া হয়। আমি ভাবছি একবার এভাবে চেষ্টা করব। এতটা ভালো ডিজাইন হয়তো পারব না।কিন্তু চেষ্টা করব সাধারণ ডিজাইনের মধ্যে কিছু করার।

 2 years ago 

অবশ্যই চেস্টা করবেন। চেস্টা করলে সব সম্ভব। ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81