ডাই প্রজেক্টঃরঙ্গিন কাগজ দিয়ে ফুলের ডিজাইন।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন ? আশা করি ভাল আছেন সবাই । আমিও ভাল আছি ।

প্রচন্ড শীত। শীতে কাপছে সারা দেশ। আর এই হাড় কাপানো শীতের মাঝেই আজ আমি প্রিয় আমার বাংলা ব্লগে একটি হাতের কাজ নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে কাগজ কেটে ফুল তৈরি।বন্ধুরা রঙ্গিন কাগজ কেটে ফুল তৈরি করতে আমি বেশ পছন্দ করি। তাই আজও আমি রঙ্গিন কাগজ কেটে একটি ফুল তৈরি করেছি। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক,কিভাবে কাগজ কেটে একটি সুন্দর ফুলের ডিজাইন তৈরি করলাম।

1.jpg

উপকরণঃ

3.jpg

১। রঙ্গিন কাগজ
২।পেন্সিল
৩। কাচি
৪।স্কেল

১ম ধাপঃ

প্রথমে এক টুকরো রঙ্গিন কাগজ নিতে হবে। এরপর কাগজটি কোনাকুনি ভাবে ভাজ করে নিতে হবে আকা দাগ বরাবর। এবং কাগজের অতিরিক্ত অংশটি কেটে কাগজটি বর্গাকৃতি করে নিতে হবে। নিচের ছবির মতো করে।

4.jpg

5.jpg

6.jpg

২য় ধাপঃ

এরপর নিচের ছবিতে যেভাবে কাগজে দাগ আকা হয়েছে ,সেই দাগ বরাবর কাগজটি ভাজ করে নিতে হবে।

7.jpg

8.jpg

৩য় ধাপঃ

এবার নিচের ছবিতে যেভাবে দাগ আকা হয়েছে সেই দাগ বরাবর কাগজটির উভয় পার্শ্বে ভাজ করে নিতে হবে।

16.jpg

9.jpg

৪র্থ ধাপঃ

কাগজটি ভাজ করার পর কাগজের অতিরিক্ত অংশটি কেটে নিতে হবে। নিচের ছবির মতো করে।

11.jpg

৫ম ধাপঃ

এবার কাগজটিতে নিচের ছবির মতো করে ডিজাইন একে নিতে হবে।

12.jpg

৬ষ্ঠ ধাপঃ

এ ধাপে একে নেয়া ডিজাইন অনুযায়ী কেটে নিতে হবে ।নিচের ছবিতে যে অংশগুলো ডিপ কাল করা আছে সেগুলো কেটে বাদ দিতে হবে।

13.jpg

14.jpg

উপস্থাপনাঃ

কাগজটি কেটে নেয়ার পর ভাজগুলো খুলে নিলেই তৈরি হয়ে যাবে একটি রঙ্গিন কাগজের সুন্দর ফুলের ডিজাইন।

15.jpg

17.jpg

বন্ধুরা,কেমন লাগলো আমার আজকের হাতের তৈরি কাজটি? আশাকরি রঙ্গিন কাগজ কেটে তৈরি ফুলের ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে । আপনি ও আপনার পরিবারের সুস্থ্যতা কামনা করে আজকের মত বিদায় । এ শীতে নিজের এবং পরিবারের বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নিন। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সবাইকে সুস্থ্য রাখুন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ এ১০

Sort:  
 2 years ago 

অসাধারণ হয়েছে আপু তবে এই পোস্টগুলো অনেকটা শিশুসুলভ হয়ে যাচ্ছে। পরবর্তীতে চেষ্টা করবেন আরো ভালো কিছু উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। রঙিন কাগজের নকশাটি দেখতে অনেক সুন্দর লাগছে। পরবর্তীতে আরো সুন্দর কিছু দেখতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

এগুলা দেয়ালে টাঙিয়ে রাখলে সুন্দর দেখা যায়! তবে কাজটি আরেকটু সুন্দর করতে পারতেন! আরও কিছু পেপার যোগ করে! ধন্যবাদ আপু

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপু।এই ধরনের নকশা তৈরি করতে বেশ ভালো লাগে আমার কাছে।ঘর সাজানোর কাজে এইগুলো ব্যবহার করা হয়। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজকে কেটে খুব চমৎকার একটি ফুল বানিয়েছেন এবং এটি দেখতে বেশ চমৎকার লাগছে। যদিও এগুলো কাটতে যদি গরমিল হয় তাহলে ফুলটাই নষ্ট হয়ে যায়। ধন্যবাদ যথাযথভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি ফুলগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। কাগজের তৈরি ফুলগুলো ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে সুন্দর দেখায়। এত সুন্দর একটি ফুল তৈরি করা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুলের ডিজাইন বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানাতে যেমন ভালো লাগে দেখতেও তেমন সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে ফুল বানাতে খুব সাবধানের সাথে ভাঁজগুলো কাটতে হয়। একটু এদিক ওদিক হলে ডিজাইন গুলো নষ্ট হয়ে যায়। তবে স্বল্প সময়ের মধ্যে খুব চমৎকার ফুলের ডিজাইন বানিয়েছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু । এ কাজ করতে বেশ সাবথানতা অবলম্বন করতে হয় । তা নাহলেডিজাইন কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপু। আসলে রঙ্গিন কাগজের এমন কাজ গুলো দেখতে আমার খুবই ভালো লাগে ৷ রঙ্গিন কাগজের এমন নকশা দিয়ে ঘর সাজালে অনেক সুন্দর দেখায় ৷ ধন্যবাদ আপনাকে রঙ্গিন কাগজের সুন্দর একটি ফুলের নকশা তৈরি করে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58067.54
ETH 2469.39
USDT 1.00
SBD 2.40