আর্টঃ সাদা কালো ইলিউশন আর্ট।

in আমার বাংলা ব্লগ2 months ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই।১৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে মে ২০২৪ খ্রিষ্টাব্দ।

a29.jpg

a2.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি আরেকটি নতুন পোস্ট নিয়ে। আর তা হচ্ছে আর্ট পোস্ট।আমার বিভিন্ন ধরনের আর্ট করতে বেশ ভালই লাগে। তাই আজ একটি ইলিউশন আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। এর আগেও কিছু কিছু ইলিউশন আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ অনেকদিন পর আবার আকঁলাম। আজ আমি একটি সাদা কালো ইলিউশন আর্ট অংকন করেছি। যাদিও সময় লাগে এ ধরনের আর্ট করতে। তবে আকাঁর পর বেশ ভালই লাগে। ইলিউশন আর্ট করতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ,পেন্সিল সহ আরো কিছু উপকরণ যা সবিস্তারে নিম্ন বর্ণনা করা হলো। তাহলে বন্ধুরা দেখে নেয়া যাক কিভাবে আকঁলাম সাদা কালো ইলিউশন আর্টটি।আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

a1.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।রাবার
৪।কালো রং এর সাইন পেন
৫।স্কেল

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

a13.jpg

a14.jpg

a15.jpg

a16.jpg

প্রথমে একটি সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।এর ভিতর পেন্সিল দিয়ে একটি চতুভূজ এঁকে নিয়েছি। চতুভূজটিতে স্কেল দিয়ে ছোট ছোট ঘর এঁকে নিয়েছি।

ধাপ-২

a17.jpg

a18.jpg

চতুভুজের চারটি কোন পেন্সিল দিয়ে যুক্ত করে নিয়েছি।

ধাপ-৩

a19.jpg

a20.jpg

a21.jpg

a22.jpg

চতুর্ভূজটির কিছু কিছু রেখা কালো রং এর সাইন পেন দিয়ে ডিপ করে নিয়েছি।

ধাপ-৪

a23.jpg

ছোট চতুর্ভুজ দু'টোর কোন রেখা টেনে যুক্ত করে নিয়েছি।এবং পেন্সিলের দাগগুলো মুছে দিয়েছি

ধাপ-৫

a24.jpg

a8.jpg

a7.jpg

a25.jpg

a6.jpg

কালো রং এর সাইন পেন দিয়ে একটি ঘর বাদ দিয়ে কালো রং করে নিয়েছি। এবং পেন্সিল দিয়ে কিছু অংশে শেড এর মতো করে নিয়েছি।

ধাপ-৬

a5.jpg

সব শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে ইলিউশন আর্টটি আঁকা শেষ করেছি।

উপস্থাপন

a29.jpg

a3.jpg

a4.jpg

আশাকরি, আজকের ইলিউশন সাদা কালো আর্টটি আপনাদের ভালো লেগেছে।সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার আর্ট পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টবিবরণ
শ্রেণীআর্ট
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ২৯শে মে, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 months ago 

আপু আপনার আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে, অনেক দিন পরে সাদা কাল ইলিউশান দেখে অনেক ভালো লাগলো। সত্যি এগুলো দেখতে অনেক ভালো লাগে।তবে তৈরি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন । প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

জি আপু এই আর্টগুলো দেখতে বেশ সুন্দর লাগে।কিন্তু সময় নিয়ে আকঁতে হয়। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 months ago 

খুবই সুন্দর একটা ইলুয়েশন আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের ইলুয়েশন আর্ট গুলো আমার কাছে দেখলে যেন মনে হয় চোখে ধাঁধা লেগে যাচ্ছে। অনেক কষ্ট করে এটা অঙ্কন করেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো।

 2 months ago 

ঠিক তাই ইলিউশন আর্টগুলো দেখলে ধাঁধাঁ লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপু আপনি আমাদের মাঝে খুবই সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আর্ট দেখে খুবই ভালো লাগলো। এছাড়াও সাদা কালো এই ইলিউশন আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

আসলে আজকেও আমার নতুন করে কিছু বলার নেই। কেননা আপনি প্রায়ই খুব সুন্দর সুন্দর ইউনিট টাইপের আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেন। আর বরাবরের মতো আজকের এই ইলিউশন আর্টটি এক কথায় অসাধারণ হয়েছে। এছাড়াও এই ইলিউশন আর্ট তৈরীর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 2 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 2 months ago 

দারুন সাদাকালো ইলিউশন আর্ট অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে। পর্যায়ক্রমে কিভাবে এমন সুন্দর আর্ট ফুটিয়ে তুলতে হয় সেটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আমি চেস্টা করেছি আকাঁর ধাপগুলো সুন্দর করে উপস্থাপন করতে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 months ago 

বেশ দারুণ একটি সাদা কালো ইলিউশন আর্ট শেয়ার করেছেন আপু। আপনি করা আর্ট টি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই ইউনিক একটি আর্ট শেয়ার করেছেন।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার আকাঁ ইলিউশন আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 months ago 

আর্ট আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি। আর ইলিউশন আর্ট হলে তো আর কোন কথাই নেই। আপনি সবসময় আমাদের মাঝে খুব ভিন্ন কিছু আর্ট শেয়ার করে আসছেন৷ আজকেও খুব সুন্দর একটি আর্ট শেয়ার করছেন এবং এরকম সুন্দর একটি আর্ট আপনার কাছ থেকে দেখে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আমি চেস্টা করি নতুন নতুন আর্ট শেয়ার করতে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65969.85
ETH 3429.28
USDT 1.00
SBD 2.68