পুরাতন মোমবাতির স্ট্যান্ড কে নতুন রুপে সাজালাম।

in আমার বাংলা ব্লগlast month

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন সবাই। আজ ২ রা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ। ১৭ই জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ।

c21.jfif

c3.jfif

c6.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । এসো নিজে করি সপ্তাহের তৃতীয় দিনে, আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজ পুরাতন মোমবাতির স্ট্যান্ডকে কিভাবে নতুন রুপে সাজা্লাম সেই ব্লগটি শেয়ার করবো।বাসায় একটি পুরাতন মোমবাতির স্ট্যান্ড ছিল ।অনেকদিন থেকেওই ভাবছি এটার উপর কিছু একটা করবো। কিন্তু সময় এর অভাবে করা হচ্ছিল না। তাই আজ সময় নিয়ে স্ট্যান্ডকে নতুন রুপে সাজালাম। আমি আল্পনার ডিজাইনে মোমবাতির স্ট্যান্ডটিকে সাজালাম।বেশ সুন্দর লাগছে নতুন রুপ দেয়ার পর মোমবাতির স্ট্যান্ডটিকে। এখন মনে হচ্ছে এটাকে শোপিস হিসাবে ব্যবহার করলে দেখতে বেশ সুন্দর লাগবে। এই কাজটি করতে প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি পুরাতন মোমবাতির স্ট্যান্ড,বিভিন্ন রং এর পোস্টার রং ও তুলি। তাহলে দেখে নেয়া যাক,পুরাতন মোমবাতির স্ট্যান্ডকে নতুন রুপে সাজানোর বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি, ভালো লাগবে আপনাদের।

উপকরণ

c18.jfif

c9.jfif

১।পুরাতন কাঠের মোমবাতির স্ট্যান্ড
২।বিভিন্ন রং এর পোস্টার রং
৩।তুলি

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

c18.jfif

প্রথমে পুরাতন মোমবাতির স্ট্যান্ডটি পরিস্কার করে মুছে নিয়েছি।

ধাপ-২

c17.jfif

c16.jfif

এরপর মোমবাতির স্ট্যান্ডটিকে সাদা রং করে নিয়েছি।

ধাপ-৩

c15.jfif

মোমবাতির স্ট্যান্ড এর কিছু কিছু অংশে চিকন করে লাল রং করে নিয়েছি।

ধাপ-৪

c14.jfif

c13.jfif

মোমবাতির স্ট্যান্ড এর নিচের দিকে সবুজ রং দিয়ে কল্কার মতো ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৫

c12.jfif

c1.jfif

c11.jfif

c10.jfif

এবার লাল ও হলুদ রং দিয়ে কল্কার ভিতরে ভরাট করে নিয়েছি। সেই সাথে মোমবাতির অন্যান্য অংশেও কিছু ডিজাইন করে নিয়েছি। আর এভাবেই আল্পনার বিভিন্ন ডিজাইন এঁকে পুরাতম মোমবাটির স্ট্যান্ডকে নতুন রুপে সাজালাম।

উপস্থাপন

c2.jfif

c7.jfif

c4.jfif

c19.jfif

আশাকরি, আজকের পুরাতন মোমবাতির স্ট্যান্ডটিকে নতুন করে সাজানোর ব্লগটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১৭ই জুলাই, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 last month 

আরে বাহ্ আপনিতো দেখছি পুরাতনকে নতুন রুপ দিয়েছেন। দেখেই বোঝা যাচ্ছে না যে এটি একটি পুরাতন মোমবাতির স্ট্যান্ড। আপনি পুরাতন জিনিসকে না ফেলে আপনার সুন্দর প্রতিভা দিয়ে ও কয়েকটি রঙের সম্বয়নে একটি নতুন রুপ দিয়েছেন। দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগছে। সত্যি এটাকে শোপিস হিসাবে ব্যবহার করলে দেখতে বেশ সুন্দর লাগবে।

 last month 

পুরাতন মোমবাতি স্ট্যান্ডকে রংতুলির সাহায্যে নতুন রূপ দিয়েছেন।খুবই সুন্দর লাগছে আপু দেখতে।আপনার হাতের কাজ গুলো বরাবর দারুন দেখে আসছি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

বেশ ভালো লাগলো আপু আপনার সুন্দর এই পোস্ট দেখে। অনেক সুন্দর ভাবে আপনি নতুন রূপে সাজিয়েছেন এটা। পুরাতন কাঠের মোমবাতি স্ট্যান্ড গুলো প্রায় বাড়িতে দেখা যায়। তবে এভাবে যদি আবার নতুন রূপে গাওয়া যায় তাহলে না কত সুন্দর লাগে। বেশ ভালো লাগলো আপনার এই কাজ দেখে।

 last month 

পুরাতন জিনিসকে একেবারে নতুন করে ফেলেন আপু। আসলে আপু এভাবে যদি পুরাতন জিনিস গুলো নতুন করি তাহলে তো বিক্রিতাদের ব্যবসা শেষ হা হা হা। যাইহোক আপু মোমবাতির স্ট্যান্ড অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 last month 

এত সুন্দর ক্রিটিভিটি দেখে অনেক ভালো লাগে। বিশেষ করে ভালো লাগে পুরাতন জিনিসকে যখন নতুন আঙ্গিকে সাজিয়ে উপস্থাপন করা হয়। আপনি পুরাতন মোমবাতির স্ট্যান্ড কে খুব সুন্দর করে কালার দিয়ে নকশা করলেন। এটা দেখতে একদম নতুন মনে হচ্ছে। মনে হচ্ছে যে আপনি বাইর থেকে কিনে এনেছেন এইমাত্র। ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

 last month 

পুরাতন কোনো কিছুকে সুন্দরভাবে যদি নতুন রূপ দেওয়া হয় তাহলে দেখতে অনেক ভালো লাগে। আপনি পুরাতন মোমবাতি স্ট্যান্ড টিকে অনেক সুন্দর করে নতুন রূপ দিয়েছেন। নকশাগুলো অনেক সুন্দর ভাবে আপনি অঙ্কন করেছেন, যেগুলো দেখতে দারুন লাগতেছে এক কথায় বলতে গেলে। স্টান্ডটাকে এখন দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। এটা ঘরের মধ্যে এমনিতে সাজিয়ে রাখলেও সুন্দর লাগবে। পুরাতন কোনো কিছুকে নতুন করে তোলার আইডিয়াটা কিন্তু বেশ দারুন। খুব ভালো লেগেছে আপনার এই পোস্টটি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 63935.74
ETH 2749.19
USDT 1.00
SBD 2.65