ম্যান্ডালাঃ একটি রঙ্গিন ম্যান্ডালা আর্ট অংকন।

in আমার বাংলা ব্লগlast year (edited)

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজ ১৭ আষাঢ়,১৪৩০ বঙ্গাব্দ, ১ জুলাই,২০২৩ খ্রীস্টাব্দ।বর্ষা এবার তার স্বরুপ নিয়ে হাজির হয়েছে ঢাকায়। ঈদের আগের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত বৃষ্টি হচ্ছে থেমে থেমে। ঢাকার বেশিভাগ জায়গায় হাটু পানি।বৃষ্টি্র কারণে বাহিরে যাওয়া হচ্ছে না,তাই ঘরে বসে বৃষ্টি উপভোগ করতে ভালই লাগছে। তবে ঈদের ছুটিতে যারাগ্রামে গেছেন,তারা বিড়ম্বনায় পড়ছেন ঢাকায় ফিরতে বৃষ্টির কারণে। তার উপর আগামীকাল থেকে অফিস গুলো খুলতে শুরু করবে।বৃষ্টি থাকলে রাস্তায় শুরু হবে যানজট আর অফিসগামি মানুষের দূর্ভোগ। ড্রেজিং ব্যবস্থার কারণে প্রতিবছর বর্ষায় একই চিত্র দেখা যায় ঢাকা শহরে। এই জলবদ্ধতা থেকে কবে রেহাই পাবো তা কেউ বলতে পারে না! তবে এই জলবদ্ধতা সৃষ্টির জন্য আমরা জনগনও কিছুটা দায়ী। আমরা ড্রেনে পলিথিন সহ বিভিন্ন আবর্জনা ফেলে ড্রেন ভরাট করে ফেলি। এই জলবদ্ধতা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকেও সচেতন হতে হবে। ড্রেজিং ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে।

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি ম্যান্ডালা আর্ট নিয়ে। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। তাই আপনাদের জন্য আমার আজকের উপস্থাপন একটি রঙ্গিন ম্যান্ডালা আর্ট। আমি ম্যান্ডালা আর্টটি একটু অন্যভাবে করার চেস্টা করেছি। আজকের ম্যান্ডালা আর্টটি করার জন্য ব্যবহার করেছি সাদা কাগজ,পেন্সিল,জল রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, ম্যান্ডালা আর্টটি অংকনের বিভিন্ন ধাপ গুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

ma2.jpg

উপকরণ

ma8.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।জল রং
৪। তুলি
৫।পেন্সিল কম্পাস
৬।পানি
৭।নীল রং এর জেল পেন
৮।স্কেল

ম্যান্ডালা আর্ট অংকনের বিভিন্ন ধাপ

ধাপ-১

ma9.jpg

ma10.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি ছবির মতো করে। এরপর এর মাঝখানে একটি বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-২

ma11.jpg

ma12.jpg

আঁকা বৃত্তটি জল রং দিয়ে দু' রং করে নিয়েছি।

ধাপ-৩

ma13.jpg

রং শুকিয়ে গেলে রং করা বৃত্তের মধ্যে আরও কিছু বৃত্ত এঁকে নিয়েছি পেন্সিল-কম্পাস দিয়ে।

ধাপ-৪

ma14.jpg

ma15.jpg

বৃত্তের মধ্যে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৫

ma16.jpg

ma17.jpg

ma18.jpg

এবার অন্যান্য বৃত্তের মধ্যে আরও কিছু ডিজাইন এঁকে নিলাম।

ধাপ-৬

ma19.jpg

ma20.jpg

এবার বৃত্তের বাইরে একটা ত্রিভুজ ডিজাইন এঁকে তা নীল জেল পেন দিয়ে ভরাট করে দিলাম।

শেষ ধাপ

ma5.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

ma2.jpg

ma1.jpg

আশকরি আজ আমার আঁকা ম্যান্ডালা আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ম্যান্ডালা আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীম্যান্ডালা আর্ট
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ১ জুলাই,২০২৩ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 last year 

আপনি সঠিক কথা গুলো বলছেন এতদিন বৃষ্টি হচ্ছে না কিন্তু ঈদকে কেন্দ্র করে অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হবে সবাই। তারপরও তো সময় থেমে থাকে না কিংবা মানুষ সব কিছুকে উপেক্ষা করে অনেক কষ্ট করে গন্তব্যস্থলে পৌঁছে যায়। আপনি সুন্দর রঙিন ম্যান্ডেলা আর্ট করলেন দেখতে অসাধারণ ভালো লেগেছে।

 last year 

ঈদের দিন থেকে শুরু হয়ে বৃষ্টি এখনও প্রতিদিনই হচ্ছে। অনেক ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

বাহ,আপনি খুব সুন্দর করে রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন। যেটা দেখতে চমৎকার লাগছে। রঙিন হওয়াতে দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। ম্যান্ডেলা আর্ট করতে আমারও খুব ভালো লাগে। সময় পেলেই বসে যায় ম্যান্ডেলা আর্ট করতে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আমারও ম্যান্ডালা আর্ট করতে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

ম্যান্ডালা আর্ট করতে আমার কাছেও খুব ভালো লাগে‌‌। এই ধরণের আর্ট করতে ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়ে থাকে। আজকে আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙ্গিন ম্যান্ডালা আর্ট অংকন করেছেন। রং করাতে ম্যান্ডেলা আর্ট টি দেখতে বেশ চমৎকার লাগছে। ম্যান্ডালা আর্ট করার প্রক্রিয়া সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই দুর্দান্ত হয়েছে। এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

জি ভাইয়া ম্যান্ডালা আর্ট করতে বেশ সময় লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট, দুইটি রং ব্যবহার করার কারণে একটা গ্রেডিয়েন্ট ভাব চলে এসেছে এটা খুবই চমৎকার লাগছে।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আসলে আপু ঢাকার জলাবদ্ধতা এটি মনে হয় কোনদিনই ঠিক হবে না । কারণ মানুষের অসচেতনতা এর একমাত্র কারণ । এর ভিতর বাইরে কিভাবে যে সবাই বের হচ্ছে সেটাই চিন্তা করি । যাক আপনি বাসার ভেতরে আছেন আপনাকে বাইরের দৃশ্য দেখতে হচ্ছে না । যাই হোক আপনার আজকের ম্যান্ডেলা আর্টটি কিন্তু খুবই চমৎকার হয়েছে । কালার করার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে ।

 last year 

আমাদের কারনেই আমরা দূর্ভোগ ভোগ করছি। অনেক ধন্যবাদ আপু।

 last year 

বৃষ্টির কারণে সবাই অনেক ভোগান্তির মধ্যে সময় কাটিয়েছে। যদিও আজ সারাদিন তেমন ভাবে বৃষ্টি হয়নি। তবে ঢাকার দিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। যাইহোক আপু আপনার আর্ট গুলো কিন্তু বেশ সুন্দর হয়। ম্যান্ডালা আর্ট দেখতেও অনেক সুন্দর লাগছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। দারুন একটি ম্যান্ডালা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

জি আপু ঢাকায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে।অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপু আমাদের এখানে ঈদের আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আর প্রায় প্রতিদিনই থেকে থেকে বৃষ্টি আসছে। তবে বৃষ্টির দিন আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু হ্যাঁ ঢাকার পরিস্থিতিটা একদমই আলাদা, তাই হয়তো সেখানে বৃষ্টি ভয়াবহ রূপ ধারণ করেছে। যাইহোক আপু, আপনার অঙ্কিত রঙ্গিন ম্যান্ডেলা অংকন টি দারুন হয়েছে। বিশেষ করে রঙিন হওয়ার কারণে ম্যান্ডেলাটি খুবই আকর্ষণীয় লাগছে। খুব সুন্দর একটি ম্যান্ডেলা অংকন করে তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ঈদের দিন থেকে শুরু করে ঢাকায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কম বেশি।অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

অসাধারণ একটি রঙিন ম্যান্ডেলা অঙ্কন করেছেন। এটা দেখে মনে হচ্ছে এটা আঁকতে আপনার অনেক সময় লেগেছে। আপনি অনেক ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56325.56
ETH 2374.82
USDT 1.00
SBD 2.33