বৃত্তে ম্যান্ডালা আর্ট ।

in আমার বাংলা ব্লগ2 years ago
সবাইকে শুভেচ্ছা। প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি।
আজ নতুন একটা হাতের কাজের পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।আর হাতের কাজটি হচ্ছে ম্যান্ডেলা আর্ট। আজকের ম্যান্ডেলা আর্টে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

9.jpg

উপকরণঃ

6.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।জেল পেন
৪। রাবার
৫। স্কেল

ধাপঃ১

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে জেল পেন দিয়ে দাগ দিয়ে নিতে হবে। নিচের ছবির মতো করে।
7.jpg

ধাপঃ২

এরপর সাদা কাগজের মাঝখানে ৬টি বৃত্ত একে নিতে হবে। মাঝখানের বৃত্তসহ আরো কিছু বৃত্তে ম্যান্ডালা মোটিভ একে নিতে হবে। নিচের ছবির মত করে।
1.jpg

2.jpg

3.jpg

ধাপঃ৩

অনুরুপভাবে আরো কিছু ম্যান্ডালা মোটিভ দিয়ে অন্যান্য বৃত্তগুলো ভরাট করে নিতে হবে। নিচের ছবির মতো করে।

5.jpg

ধাপঃ৪

এবার বৃত্তের কিছু অংশ কাল রঙ্গের জেল পেন দিয়ে কাল করে নিতে হবে। নিচের ছবির মত করে।
4.jpg

ধাপঃ৫

এরপর বৃত্তের বাহিরের অংশটি বিভিন্ন ধরণের ডিজাইন একে ভরাট করে নিতে হবে। নিচের ছবির মতো করে।

10.jpg

শেষ ধাপঃ

শেষ ধাপে নিজের স্টিমিট আইডি সিগ্নেচার করে দিলেই শেষ হয়ে যাবে ম্যান্ডালা আর্ট আকা।

8.jpg

ম্যান্ডালা আর্টি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন । পরবর্তিতে আপনাদের মন্তব্যের ভিত্তিতে আমি আমার আকা আরো ভালো করার চেস্টা করতে পারবো।

ধন্যবাদ সবাইকে।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ১০

Sort:  

আপনার আজকের মেন্ডেলায় সত্যিই কিছুটা ভিন্নতা ছিল, আগের গুলোর তুলনায়। দেখেই মনে হচ্ছে এটা করতে অনেকটাই সময় লেগেছে এবং কষ্টসাধ্য ছিল। আপনি ধাপগুলোও অতি সযত্নে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছেন।

 2 years ago 

যে কোন আকার কাজ করতে ধৈর্যের প্রয়োজন । ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বৃত্তের মধ্যে খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা এই ম্যান্ডেলার টি দেখে আমি প্রথমে আলপনা ভেবেছিলাম। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন এই ধরনের জিনিস তৈরি করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

 2 years ago 

চমৎকার একটি মন্ডেল আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা দেখতে অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি এভাবে সুন্দর সুন্দর আর্ট আমাদেরকে উপহার দিবেন।

 2 years ago 

আপনারা উৎসাহ দেন বলেই সাহস পাই। অবশ্যই সামনে আরো ডিজাইনের আর্ট পাবেন। ভাল থাকবেন।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন।এই ধরনের জেল পেন দিয়ে ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক ভালো লাগে।এত সুন্দর বৃত্তের মাধ্যমে,সাদা কাগজ দিয়ে আপনার ম্যান্ডেলা আর ঠিক ফুটিয়ে তুলেছেন চমৎকার ভাবে।আর্ট এর প্রত্যেকটি ধাপ অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন।ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাদের উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে। ভাল থাকবেন।

 2 years ago 

বাহ আপু আপনার অঙ্কিত বৃত্তের মেন্ডেলা আর্টটি চমৎকার হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক দক্ষতার সাথে অংকনটি করেছেন। এই অংকন গুলো করতে সাধারণত অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। ধৈর্য সহকারে সময় নিয়ে না করলে এই ডিজাইনগুলো এত নিখুঁতভাবে করা যায় না। এভাবে কাজ করতে থাকলে আশা করছি পরবর্তীতে আপনার কাছ থেকে আরো চমৎকার চমৎকার পোস্ট উপহার পাবো।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার বৃত্তে ম্যান্ডালা আর্ট অনেক দুর্দান্ত হয়েছে। আসলে এই ধরনের মেন্ডেলা আর্টিস্ট আমার কাছে অনেক ভালো লাগে। আপনার আর্টিস্ট অনেক নিখুঁত হয়েছে। ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি দেখেছেন এবং কমেন্ট করেছেন এ জন্য আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

আপু বৃত্তের মধ্যে খুব সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন।এই আর্ট অনেক সময় নিয়ে করা হয় বলে দেখতে এতটা সুন্দর লাগে। আপনার মান্ডালা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর করে একটি মেন্ডেলা আর্ট করছেন। ম্যান্ডেলা আর্ট টি দেখতে খুবই সুন্দর লাগছে। তবে আপু আপনি যদি জেল পেন দিয়ে আর্টটি করতেন তাহলে দেখতে আরো বেশি সুন্দর দেখাতো। কালো রং টা আরো ফুটে উঠত। তাছাড়া অনেক সুন্দর হয়েছে আপু।

 2 years ago 

আপু আম জেল পেনই ব্যবহার করেছি,তবুও রংটি কেন যে এমন হলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার তৈরি করে বৃত্তির ভিতর ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। এই সব মেঘলা তৈরি করতে গেলে সময়ের গুরুত্বটি অনেক দিতে হয়।। আর আপনার হাতের নিপুনতা ও সময়ের গুরুত্ব দেওয়ার কারণে আপনি ম্যান্ডেলা আরো সুন্দর করে তুলেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব সুন্দর ম্যান্ডেলা এঁকেছেন দিদি। এরকম ভাবে পুজোর সময় আল্পনাও দেওয়া যায়। ইউনিক ডিজাইন হয়েছে। আপনার হাতের কাজ আগেও দেখেছি বেশ ভালো। আরেকটু ডীক করে করবেন আরো ফুটবে বেশী। শুভেচ্ছা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65