ফটোগ্রাফিঃসাতটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,এই গরমে সবাই ভাল ও সুস্থ্য আছেন,আশাকরি। আমিও ভাল আছি। আজ ৫ জৈষ্ট্য,১৪৩০ বঙ্গাব্দ। ১৯ মে,২০২৩ খ্রীস্টাব্দ।বেশ কয়েকদিন আগে নার্সারীতে যেতে হয়েছিল দরকারে।বিভিন্ন চারা গাছ ও ফুলের গাছের সমারোহ। দেখলেই মন ভাল হয়ে যায়। ফুল গুলো দেখে লোভ সামলাতে পারলাম না! নার্সারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আনারি হাতে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি করে ফেললাম।ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে। কিন্তু অভিজ্ঞতা না থাকায় তেমন একটা করা হয় না। আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ সেই ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।। এই ফটোগ্রাফিগুলোর মাধ্যমে আপনারা বর্তমান সময়ে্র ফুলের সৌন্দর্য্য দেখতে পাবেন। আশাকরি ভাল লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

pho 1.jpg

এ ফুলটা সবার পরিচিত। এটা হল ফুলের রানী গোলাপের ফটোগ্রাফি। নার্সারীতে ঘুরতে ঘুরতে এই ফুলটা দেখতে পেলাম। বেশ সুন্দর লাগলো। আর সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করতে। পৃথিবীতে বহু রং এর গোলাপ ফুল রয়েছে। আগে কেবল লাল রঙ এর গোলাপ ফুলই দেখতে পাওয়া যেত এখন আমাদের দেশেও বিভিন্ন রং এর গোলাপ ফুলের চাষ হচ্ছে।

দ্বিতীয় ফটোগ্রাফি

pho 2.jpg

এটা হল সবার পরিচিত লাল জবা। জবাও বিভিন্ন রং এর হয়ে থাকে। তবে লাল জবা কম বেশী সবার পছন্দ। জবা ফুল ও জবা ফুলের পাতার রয়েছে বিভিন্ন ঔষধি গুন।

তৃতীয় ফটোগ্রাফি

pho 3.jpg

এ ফুলটাও সবার পরিচিত । এটা হল হ্লুদ জবা। দেখতে বেশ সুন্দর।

চতুর্থ ফটোগ্রাফি

pho 4.jpg

এটা সবাই চেনেন । হ্যা এটা হচ্ছে নয়নতারা ফুল । এই ফুলটিও সাদা,গোলাপি,ম্যাজান্ডা সহ আরও বিভিন্ন রং এর দেখতে পাওয়া যায়। এর পাতা বেশ উপকারী। কোন পাকা মাকর কামড়ালে এ পাতা বেটে ক্ষত স্থানে লাগিয়ে দিলে বেশ উপকার পাওয়া যায়।.

পঞ্চম ফটোগ্রাফি

pho 5.jpg

এ ফুলটিও প্রায় সবাই জেনেন। এটা হচ্ছে রঙ্গন ফুল। বিভিন্ন রং এর হয়ে থাকে। লাল রঙ্গন প্রায় সব জায়গাতেই দেখা যায়। একে অনেকেই রক্সিনী নামেও চেনে। এটা ঘ্রাণহীন ফুল। কিন্তু সাদা রঙ্গনে সুঘ্রাণ রয়েছে।

ষষ্ঠ ফটোগ্রাফি

pho 6.jpg

এ ফুলটির নাম আমি জানি না। পরে গুগল থেকে জানলাম এটা বিচিত্রা ফুল নামে পরিচিত। ফুলের মধু সংগ্রহ করার জন্য মৌমাছি বসেছে দেখে বেশ ভালো লাগলো। আর ফটোগ্রাফি করে নিলাম। ও এ ফুলটিকে অনেকে আজ ,কাল, পরশু নামেও চেনে।

সপ্তম ফটোগ্রাফি

pho 7.jpg

এ ফুলটি আমি বোতাল ফুল নামে চিনি। এ ফুলটিও বিভিন্ন রং এর হয়। নার্সারীতে এ ফুলটি দেখে ফটোগ্রাফি করে নিলাম। শিশুদের পেটে ব্যাথা, কাশি ও ডায়াবেটিস রোগে এ ফুল সিদ্ধ করে চা বানিয়ে খেলে উপকার পাওয়া যায়।

বেশ কয়েকদিন আগে নার্সারীতে তোলা বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো আশাকরি আপনাদের ভাল লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই সুস্থ্য থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারে সকলের প্রতি খেয়াল রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরSamsungA10
পোস্ট তৈরি@selina75
ফটোগ্রাফি লোকেশনমিরপুর -২।

পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 last year 

সাতটি ফুলের ফটোগ্রাফি একসাথে দেখে ভীষণ ভালো লাগলো আপু। আসলে যে কোন কিছুর ফটোগ্রাফির থেকে আমার কাছে ফুলের ফটোগ্রাফি দেখতে একটু বেশি ভালো লাগে দেখতে। আপনি বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি করে ফটোগ্রাফি গুলো বর্ণনা সহকারে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। প্রত্যেকটা ফুলের সৌন্দর্যতা ফটোগ্রাফির মাধ্যমে অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। হলুদ জবা ফুলের ফটোগ্রাফি আমাকে একটু বেশি মুগ্ধ করেছে। শিশির পড়ে থাকার কারণে অসম্ভব সুন্দর লাগছে ফটোগ্রাফিটি দেখতে।

 last year 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

নার্সারিতে গিয়ে আপনি অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। প্রতিটি ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এ গুনটি হয়েছে বাংলা ব্লগে কাজ করার সুবাদে যেখানেই যাই এখন ছবি তুলি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

নার্সারিতে গিয়ে খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।খুব চমৎকার লাগলো ফুলের ফটোগ্রাফি গুলো। নয়নতারা,রঙন,জবা,গোলাপ দারুন লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন যেগুলো দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে কিছুক্ষণ পর্যন্ত তাকিয়েছিলাম। আপনি কয়েকদিন আগে একটা দরকারের নার্সারিতে গিয়েছিলেন এবং নার্সারি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিছু ফটোগ্রাফি করেছিলেন। সেই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। রানী গোলাপ এবং দুটি ভিন্ন কালারের জবা ফুলের ফটোগ্রাফি সেই সাথে নয়নতারা ফুলের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল বলতে গেলে। সব মিলিয়ে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে দেখতে।

 last year 

নার্সারিতে এতো সুন্দর সুন্দর গাছ আর ফুল দেখতে পাওয়া যায় যে, ফটোগ্রাফি না করে থাকা যায় না। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

আপনার মত আমারও ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে । আর আমরা যারা বাংলা ব্লগের সদস্য আছি আমাদের তো ফটোগ্রাফি করতেই হবে কেননা পোস্ট যে দিতে হবে । যাইহোক আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে । বেশ ভালো লেগেছে ফুলগুলো । আসলে ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে তাই যেকোন ফুল দেখলেই ভালো লাগে ।গোলাপের কালারটি বেশ চমৎকার ছিল ।ধন্যবাদ আপনাকে ।

 last year 

ঠিক বলেছেন আপু পোস্টের ভিন্নতা আনার জনয ফটোগ্রাফি করতেই হয়। অনেক ধন্যবাদ আপু।

 last year 

ফুল সৌন্দর্যের প্রতীক ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে বিশেষ করে আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু।

 last year 

আপনি যে ফুলের নাম জানেন না সেই ফুলের আসল নাম জিনিয়া ফুল । আপনার প্রতিটা ফটোগ্রাফিই বেশ সুন্দর লাগছে দেখতে। তবে লাল জবা, হলুদ জাবা এবং নয়ন তারার ফটোগ্রাফি গুলো বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু, আপনি আনাড়ি হাতে যতটা সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন তা দেখেই তো মুগ্ধ হয়ে যাচ্ছি। আরো যদি দক্ষ হাতের কথা বলেন, তাহলে সেই ফুলের ফটোগ্রাফি কতটা সুন্দর হবে তাই ভাবছি। আপু আপনার পোস্টে থাকা প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে কোন একটি কে বেশি ভালো হয়েছে বলে মন্তব্য করার সাহস আমার নেই। কেননা আপনার প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে বেশ সাহস পেলাম। অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 67020.32
ETH 3084.67
USDT 1.00
SBD 3.70