অরিগ্যামিঃকাগজ দিয়ে পাখি তৈরী।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছো আমার বাংলা ব্লগের বন্ধুরা?
আশাকরি ভালো আছো সবাই।
আজ আমি তোমাদের সাথে কাগজ দিয়ে কিভাবে একটি পাখি বানানো যায়,তাই শেয়ার করবো।
আর শিশুদেরকে যদি কাগজ দিয়ে পাখি বানানো শেখানো যায়,তাহলে তারাও খুব আনন্দ পাবে।
22.jpg

উপকরণঃ
রঙ্গিন কাগজ
কাচি
1.jpg

তৈরীর পদ্ধতিঃ
প্রথমে এক টুকরো কাগজ চতুর্ভুজ করে কেটে নিতে হবে।
2.jpg
নীচের ছবির মত ভাজ করে নিতে হবে।
3.jpg
4.jpg
নীচের ছবি দুটোর মত করে নিতে হবে।
5.jpg
6.jpg
ত্রিভুজ আকৃতি কাগজটি ছবির মত করে কেটে নিতে হবে।
7.jpg
কাটা কাগজটি এভাবে ভাজ করে নিতে হবে।
8.jpg
ভাজ করার পর উল্টিয়ে নিলে নীচের ছবির মত হবে।
9.jpg
11.jpg
দুদিকে ভাজ করে ঢুকিয়ে দিলে নীচের ছবির মত চিত্র আসবে,
12.jpg
লিপের মত অংশটি দুদিকে উঠিয়ে দিলে নীচের চিত্র আসবে।
13.jpg
নীচের মত মাঝ বরাবর উভয় দিকে ভাজ করে নিতে হবে।
14.jpg
ভাজ করা অংশটি ভিতরে ঢুকিয়ে উল্টিয়ে নিতে হবে।
15.jpg
লিপের মত অংশটি উভয় পাশ উপরে উঠিয়ে নিলে নীচের চিত্রের মত হবে।
17.jpg
লিপের মত অংশটি ভাজ করে নিলেই পাখা তৈরি হয়ে যাবে।
19.jpg
নীচের ছবির মত একটা লিপ ভাজ করলেই ঠোটসহ পাখির আকৃতি ধারণ করবে।
20.jpg
চোখ একে নিলেই তৈরি হয়ে গেল একটি পাখি।
21.jpg
22.jpg

ধৈর্য্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।

মোবাইল ফটোগ্রাফিঃ
স্যামসাং এ১০

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দরভাবে পাখির অরিগামী প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য 🌹

 2 years ago 

ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

 2 years ago 

আসলেই বাচ্চাদেরকে বানানো শিখালে বেশ ভালোই হবে।বেশ সুন্দর হয়েছে আপু।প্রতিটি ভাজ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

আপনাকে আনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।

 2 years ago 

কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি বাড়ি তৈরি করেছেন। রঙিন কাগজের কারুকাজ আমার কাছে ভীষণ ভালো লাগে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। প্রতিটি ধাপের বর্ণনা শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই আমি পাখি বানানোর চেস্টা করেছি।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি পাখির অরিগ্যামি তৈরি করেছেন। এই অরিগামিটি দেখতে অনেক চমৎকার হয়েছে। আমিও আগে রঙিন কাগজ দিয়ে এভাবে অনেক অরিগামি তৈরি করতাম। কিন্তু অনেকদিন যাবত সময়ের অভাবে তৈরি করা হয় না।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।আপনার তৈরী অরিগ্যামি দেখতে চাই,

 2 years ago 

আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে মা পাখি এবং বাচ্চা পাখির অরিগামি তৈরি করেছেন । দেখতে বেশ ভাল লাগছে । সাধারণত ভাজে ভাজে তৈরি diy গুলোতে একটু মাথা বেশি ঘামানোর প্রয়োজন হয় । ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য ।

 2 years ago 

ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।ভাজে ভাজে তৈরী করতে একটু কস্ট কিন্তু শিখে গেলে তখন বেশ ভালো লাগে।

 2 years ago 

জিয়া আপু একদম ঠিক বলেছেন বাচ্চারা এগুলো দেখলে খুবই খুশি হবে অর্থাৎ এগুলো শিখতে ওদের কাছে খুবই ভালো লাগবে। তাছাড়া পাখি গুলো দেখতেও সুন্দর ছিল।

 2 years ago 

ধন্যবাদ। মোবাইল এর যুগে এধরনের কাজে শিশুদের আগ্রহ তৈরী করতে পারলে মোবাইলের আসক্তি কিছুটা কমানো সম্ভব বলে আমার মনে হয়।

 2 years ago 

আপনার কাগজের তৈরি পাখি দেখে সত্যি মুগ্ধ হলাম। আপনার কাজের দক্ষতা অনেক ভালো লাগলো। আপনার আরো এমন ইউনিক কাজ দেখতে চাই।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টি পড়ার জন্য ।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে একটি পাখি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপু আপনার পাখি তৈরির ধাপগুলো অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য এবং কমেন্ট করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর সুন্দর পাখি তৈরি করেছেন পাখি গুলো দেখতে বেশ কিউট লাগছে এবং আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ার জন্য এবং কমেন্ট করার জন্য।

 2 years ago 

কাগজ দিয়ে খুবই সুন্দর একটি অরিগামি পাখি তৈরি করেছেন। অনেক ভালো লাগলো আপনার পাখি তৈরি দেখে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

উপস্থাপনটি ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68985.88
ETH 2736.64
USDT 1.00
SBD 2.72