রেসিপিঃপটল দিয়ে মলা মাছের চচ্চড়ি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের দরবারে। একদম সাদামাটা রেসিপি। জৌলুস নেই । উপকরণেরও নেই আধিক্য। ছোট মাছের রেসিপি। তা হচ্ছে পটল দিয়ে মলা মাছের চচ্চড়ি। মলা মাছ মিঠা পানির মাছ। খাল-বিল-ডোবায় পাওয়া যায়। অধিক পুষ্টিগুণ সম্পন্ন মাছ। শিশু ও মায়েদের পুষ্টি ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারি । রাতকানা রোগেও মলা মাছ অনেক কার্যকরি। আর এই মাছটা আমার অনেক প্রিয়। ঢাকার বাজারে চোখে পড়লেই কিনে ফেলি। কথা অনেক হলো! আসুন বন্ধুরা দেখে নেই কিভাব তৈরি করলাম আজকের রান্নার রেসিপি পটল দিয়ে মলা মাছের চচ্চড়ি।

1.jpg

রান্নার উপকরণ

14.jpg

2.jpg
3.jpg

১। পটলঃ ১৫০ গ্রাম
২। মলা মাছঃ ২০০ গ্রাম
৩।পিয়াজ কুচিঃ আধা কাপ
৪।কাচা মরিচঃ ৭-৮ টি
৫।হ্লুদ গুড়াঃ ১ চাঃ চামচ
৬।ধনে গুড়াঃ ১ চাঃ চামচ
৭। জিরা গুড়াঃ ১ চাঃ চামচ
৮।লবনঃ পরিমাণ মতো
৯। মরিচ গুড়াঃ
১০। সরিষার তেলঃ ৩ টেঃ চামচ
১১। ধনে পাতা কুচিঃ পরিমাণ মতো

রন্ধণ প্রনালী

১ম ধাপ

প্রথমে মলা মাছগুলোকে ভাল্ভাবে কেটে পরিস্কার করা ধুয়ে নিতে হবে। এরপর পটলের খোসা ছাড়িয়ে চিকন চিকন করে কেটে নিতে হবে। পিয়াজ কুচি করে কেটে নিতে হবে। এবং কাচা মরিচ ফালি করে এবং ধনে পাতা কুচি করে কেটে নিতে হবে। নিচের ছবির মতো করে।

2.jpg

২য় ধাপ

এরপর একটি কড়াই নিতে হবে। কড়াইয়ে প্রথমে কুচি করে কাটা পটল দিতে হবে। এরপর একে একে পিয়াজ কুচি,লবন,হ্লুদ গুড়া,মরিচ গুড়া,ধনে গুড়া,জিরা গুড়া,ফালি করে কাটা কাচা মরিচ এবং তেল দিয়ে ভাল্ভাবে মেখে নরম করে নিতে হবে। এরপর কেটে রাখা মলে মাছ গুলো হাল্কা হাতে পটলের সাথে মিশিয়ে নিতে হবে। নিচের ছবির মতো করে।

4.jpg

5.jpg

11.jpg

6.jpg

7.jpg

8.jpg

9.jpg

৩য় ধাপ

এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভাল্ভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কড়াইটা চুলায় বসিয়ে দিতে হবে। বলক উঠলে কড়াইটি নাড়িয়ে দিতে হবে। তবে খুন্তি দিয়ে নাড়া যাবে না। এতে মাছ ভেংগে যাওয়ার সম্ভাবনা আছে।

10.jpg

12.jpg

শেষ ধাপ

কিছুক্ষন পরপর কড়াইটা ঝাকিয়ে দিতে হবে পটল মলা মাছের তরকারি ভাজা ভাজা হওয়ার জন্য। ভাজা ভাজা হয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে পটল দিয়ে মলা মাছের মজাদার চচ্চড়ি। তারপর একটি পাত্রে সাজিয়ে নিলেই তৈরি,পরিবেশনের জন্য মালা মাছের চচ্চড়ি।

1.jpg

সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

মোবাইল ফটোগ্রাফিঃএ১০

Sort:  
 2 years ago 

ছোট মাছের চচ্চড়ি অনেক ভালো লাগে তাও করেছেন আপনি মলা মাছের রেসিপি।আপু আপনি ঠিক বলেছেন এই মলা মাছ খালে-বিলে, ডোবাই সব জায়গায় পাওয়া যায় এবং পোস্টি গুণ সম্পন্ন একটি মাছ।আপনি যাই বলেন না কেন আপনারা রান্নার ধরণ টা আমার বেশ ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ছোট মাছের মধ্যে মলা মাছ আমারো ভীষণ প্রিয় একটি মাছ, আর মলা মাছ এভাবে আলু দিয়ে চচ্চড়ি করলে খেতে ভীষণ মজার হয়। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

যেকোনো ছোট মাছের চচ্চড়ি আমার খেতে অনেক ভালো লাগে।তবে তা যদি মলা মাছের হয়।তাহলে তো কথাই থাকেনা।আপনি খুব সুন্দর করে পটল দিয়ে মলা মাছ রান্না করে দেখিয়েছেন।রান্নার ধাপগুলো উপস্থাপন সুন্দর করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

একদিন ট্রাই করবেন আপু আশা করি ভাল লাগবে।

 2 years ago 

যেকোনো ছোট মাছের চচ্চড়ি আমার খেতে অনেক ভালো লাগে।তবে তা যদি মলা মাছের হয়।তাহলে তো কথাই থাকেনা।আপনি খুব সুন্দর করে পটল দিয়ে মলা মাছ রান্না করে দেখিয়েছেন।রান্নার ধাপগুলো উপস্থাপন সুন্দর করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

মলা মাছ চোখের জন্য সত্যি অনেক উপকারী। আলু কিংবা বেগুন দিয়ে মলা মাছ রান্না করে খেয়েছি অনেক। তবে পটল দিয়ে কখনো খেয়ে দেখিনি। মনে হচ্ছে এই মাছ পটল দিয়ে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। আপু আপনার তৈরি করা রেসিপি খুবই লোভনীয় লাগছে।

 2 years ago 

পটল দিয়েও মলা মাছের চচ্চড়ি বেশ মজা লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি আজকে পটল দিয়ে মলা মাছের চচ্চড়ির রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। পটল আমার অনেক পছন্দের একটি সবজি। পটল দিয়ে ছোট মাছ চচ্চড়ি করলে খেতে অনেক ভালো লাগে। আর আপনি তো মলা মাছ দিয়ে চচ্চড়ি করেছেন। আপনার রেসিপির ধাপ গুলো অনেক সুন্দর ছিল। এটা দেখে আমিও শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শিখে নিয়েছেন যখন তখন একদিন ট্রাই করেন। আশা করি ভাল লাগবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু অনেক ইউনিক একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। এভাবে পটল দিয়ে মালা মাছের চচ্চড়ি আমি আগে কখনো খেয়ে দেখিনি। মালা মাছ আমার খুব পছন্দ। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমি অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি এভাবেই সুন্দর সুন্দর রেসিপি আমাদেরকে উপহার দিবেন।

 2 years ago 

ট্রাই করেন একদিন । আশা করি ভাল লাগবে । ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি মনে করি শুধুমাত্র মা ও শিশুর জন্য নয় প্রত্যেকটি মানুষের জন্যই এই ধরনের মলা মাছ অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এই ধরনের মাছগুলোতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে।

পটল দিয়ে মলা মাছ চচ্চড়ির খুবই চমৎকার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।

 2 years ago 

জি ভাই সকলের জন্য অনেক উপকারী। মলা মাছে প্রছুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে পটল দিয়ে মলা মাছের চচ্চড়ি রেসিপি বানিয়েছেন। মলা মাছ রাতকানা রোগীদের জন্য অনেক উপকারী তা আমি জানতাম না। তবে ছোট মাছ অনেক ভিটামিন আছে। রেসিপির কালার দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। অনেক সুন্দর করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপ সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63