আর্টঃলোক শিল্পের মোটিভের আর্ট।

in আমার বাংলা ব্লগ10 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৪শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ৯ই ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি ভিন্ন ধরনের আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

ab15.jpg

ab14.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। পোস্ট এর ভিন্নতা আনতে চেস্টা করি প্রতি সপ্তাহে একটি আর্ট পোস্ট শেয়ার করতে। তবে একই রকম আর্ট না করে কিছুটা ভিন্নতা আনার চেস্টা করি। যাতে আপনাদের কাছে একঘেয়েমি না লাগে।তাই আজ একটি লোকোজ মোটিভের আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।লোকজ শিল্প যে কোন দেশের শিল্প সংস্কৃতি বহন করে। ধীরে ধীরে লোকোজ শিল্প বিলীন হতে চলেছে। আবার কিছু কিছু শিল্প নতুন ভাবে ফিরে এসেছে। এই আর্টটি আমি দেখার পরই মনে হয়েছে এই ধরনের আর্ট করে তা আপনাদের সাথে শেয়ার করবো। এই ধরনের আর্টগুলো সচরাচর যে আর্ট করা হয় তা থেকে ভিন্ন। আর ভিন্ন কিছুর প্রতি সকলেরই আগ্রহ থাকে। সেই আগ্রহ থেকেই এই আর্টটি করেছি। আমার বেশ ভালো লেগেছে এই আর্টটি করতে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। আর এই আর্টটি করতে প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ ও পেন্সিল সহ অন্যান্য আরও কিছু উপকরণ। চলুন দেখে নেই আর্টটির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের আর্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

ab4.jpg

১।সাদা কাগজ
২।কালো রং এর জেল পেন
৩।কালো রং এর সাইন পেন
৪।পেন্সিল কম্পাস
৫।পেন্সিল
৬।রাবার

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

ab12.jpg

প্রথমে সাদা কাগজে একটি বর্গক্ষেত্র এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে।

ধাপ-২

ab11.jpg

এবার বর্গক্ষেত্রের এক অংশে লোকোজ মোটিভের আঙ্গিকে একটি পাখি এঁকে নিয়েছি।

ধাপ-৩

ab10.jpg

পাখির আশেপাশে ফাঁকা জায়গায় কিছু বিভিন্ন ধরনের শেপ এঁকে নিয়েছি।

ধাপ-৪

ab9.jpg

ab8.jpg

ab7.jpg

ab6.jpg

ab5.jpg

এবার পাখির অন্য পাশে পেন্সিল কম্পাস দিয়ে বিভিন্ন সাইজের কিছু অর্ধ বৃত্ত এঁকে নিয়েছি। এবং পেন্সিলের দাগগুলো কালো রং এর জেল পেন দিয়ে ডিপ করে নিয়েছি।এবং ফাঁকা জায়গুলো বিভিন্ন ধরনের ডিজাইন এঁকে ভরাট করে নিয়েছি। সেই সাথে পাখিটি ও চার পাশের বর্ডার লাইন সাইন পেন দিয়ে ডিপ করে নিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে।

ধাপ-৫

ab3.jpg

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে আর্টটি শেষ করেছি। সেই সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপ

ab17.jpg

ab2.jpg

ab16.jpg

ab17.jpg

আশাকরি আজকে লোকোজ মোটিভে আঁকা আর্টটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের আর্ট শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৯ই ডিসেম্বর, ২০২৪ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

image.png

Sort:  
 10 days ago 

লোক শিল্পের অসাধারণ মোটিভের আর্ট করেছেন আপু।দেখে মুগ্ধ হয়ে গেলাম। একদম নিখুঁত ভাবে আর্ট করেছেন।এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 6 days ago 

চেস্টা করেছি নিখুঁত করে আঁকার। ধন্যবাদ ভাইয়া।

 10 days ago 

দারুন একটি আর্টের কাজ সম্পন্ন করেছেন আপনি। অসাধারণ হয়েছে আপনার আট করা। আমার কাছে অনেক ভালো লেগেছে এত সুন্দর ভাবে হাতের কাজ সম্পন্ন করেছেন দেখে। আসলে এগুলো নিজেদের দক্ষতা। এত সুন্দর ভাবে উপস্থাপন করা যায় তত নিজের কাছে ভালো লাগে।

 6 days ago 

অনেক ধন্যবাদ আপু।

 10 days ago 

লোকজ মোটিভের আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। আর্টে মধ্যে সত্যি নতুনত্ব আছে। এ ধরনের আর্ট খুব কম দেখা যায়। ঠিক বলেছেন আপু লোকজ শিল্প যেকোনো দেশের শিল্প সংস্কৃতি বহন করে। ধীরে ধীরে লোকজ শিল্প বিলীন হয়ে যাচ্ছে। আপনি খুব সুন্দর ভাবে আর্ট সম্পন্ন করেছেন। সুন্দর এই আর্ট ধারাবাহিকভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 6 days ago 

একটু চেস্টা করেছি আঁকার। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 10 days ago 

লোকো শিল্পের আট আমি কখনো আঁকিনি কিন্তু আপু দারুন হয়েছে আপনার। ধাপে ধাপে দেখে তো খুব একটা কঠিন মনে হচ্ছে না কিন্তু আপনি বেশি নিখুঁতভাবে এঁকেছেন। এতে কালার দেননি কেন আমার তো মনে হয় যেন কালার দিলে আরো ভালো লাগতো।

 6 days ago 

সব সময়তো কালার আর্ট করি তাই এটাতে কালার দেই নি। ভবিষ্যতে কালার করবো দেখি। ধন্যবাদ আপু।

 10 days ago 

সাধারণত যে ধরনের আর্টগুলো দেখা যায়, তার থেকে আপনার আজকের আঁকা আর্ট টির আসলেই বেশ ভিন্নতা রয়েছে। লোকজ মোটিফ গুলো আগেকার নানা বস্তুতে বা কাজে দেখা যেতো যা আজ অনেকটা বিলুপ্ত। আপনার পোষ্ট এর মাধ্যমে অনেকদিন পর এমন লোকজ মোটিফের আর্ট দেখে ভালো লাগলো।

 6 days ago 

লোকোজ় মোটিভের আর্ট আমার বেশ ভালো লাগে। তাই চেস্টা করলাম।সেই সাথে পোস্টের কিছুটা ভিন্নতা আনলাম। ধন্যবাদ আপু।

 10 days ago 

লোক শিল্পের মোটিভের আর্ট খুবই সুন্দর হয়েছে। দেখে মুক্ত হলাম এত সুন্দর ভাবে আপনি চিত্রটি ফুটিয়ে তুলেছেন। আমার কাছে ভালো লেগেছে।

 6 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 10 days ago 

Daily task
dt1.png

dt2.png

dt3.png

 9 days ago 

সত্যিই লোকশিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছে।আগে এগুলো গ্রাম বাংলায় খুবই দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় না।যাইহোক আপনি লোক শিল্পের আর্ট তুলে ধরেছেন দেখে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

এখন কিছু কিছু ফ্যাশন হাউজ আবার নিয়ে এসেছে এ ধরনের লোকোজ মোটিভের কাজ। দেখতে বেশ লাগে এ কাজগুলো ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97555.31
ETH 3422.82
USDT 1.00
SBD 3.02