রেসিপিঃআলু দিয়ে টেংরা মাছের চচ্চড়ি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ রান্নার রেসিপি নিয়ে হাজির আপনাদের মাঝে। একদম সাদামাটা রেসিপি। উপকরণেরও নেই আধিক্য। ছোট মাছের রেসিপি। তা হচ্ছে আলু দিয়ে টেংরামাছের চচ্চড়ি। টেংরা মাছ মিঠা পানির মাছ। খাল-বিল-ডোবায় পাওয়া যায়। অধিক পুষ্টিগুণ সম্পন্ন মাছ। শিশু ও মায়েদের পুষ্টি ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারি । আর এই মাছটা আপনাদের ভাইয়ার খুব প্রিয়। ঢাকার বাজারে চোখে পড়লেই কিনে ফেলি। সাধারন কিছু উপকরন ব্যবহার করে আমি এ রান্নাটি করেছি। আসুন বন্ধুরা দেখে নেই কিভাব তৈরি করলাম আজকের আলু দিয়ে টেংরা মাছের চচ্চড়ি রেসিপি।

1.jpg

রান্নার উপকরণ

6 (2).jpg

4.jpg

3.jpg

5.jpg

উপকরণপরিমাণ
আলু২৫০ গ্রাম
টেংরা মাছ২০০ গ্রাম
পিয়াজ কুচিআধা কাপ
রসুন কুচি৪-৫ কোয়া
কাচা মরিচ৭-৮ টি
হ্লুদ গুড়া১ চাঃ চামচ
ধনে গুড়া১ চাঃ চামচ
জিরা গুড়া১ চাঃ চামচ
লবনপরিমাণ মতো
মরিচ গুড়াপরিমাণ মতো
সরিষার তেল৩ টেঃ চামচ
ধনে পাতা কুচিপরিমাণ মতো

রন্ধণ প্রনালী

১ম ধাপ

6 (2).jpg

4.jpg

3.jpg

20.jpg

প্রথমে টেংরা মাছগুলোকে ভাল্ভাবে কেটে পরিস্কার করা ধুয়ে নিতে হবে। এরপর আলু ছিলে কুচি কুচি করে কেটে নিতে হবে। পিয়াজ ও রসুন কুচি করে কেটে নিতে হবে। এবং কাচা মরিচ ফালি করে এবং ধনে পাতা কুচি করে কেটে নিতে হবে। ছবির মতো করে।

২য় ধাপ

8.jpg

9.jpg

10.jpg

11.jpg

12.jpg

13.jpg

14.jpg

15.jpg

17.jpg

এরপর একটি কড়াই নিতে হবে। কড়াইয়ে প্রথমে কুচি করে কাটা আলু দিতে হবে। এরপর একে একে পিয়াজ ও রসুন কুচি,লবন,হ্লুদ গুড়া,মরিচ গুড়া,ধনে গুড়া,জিরা গুড়া,ফালি করে কাটা কাচা মরিচ এবং তেল দিয়ে ভাল্ভাবে মেখে নরম করে নিতে হবে। এরপর কেটে রাখা টেংরা মাছ গুলো হাল্কা হাতে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। ছবির মতো করে।

৩য় ধাপ

18.jpg

19.jpg

এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভাল্ভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কড়াইটা চুলায় বসিয়ে দিতে হবে। বলক উঠলে কড়াইটি নাড়িয়ে দিতে হবে। তবে খুন্তি দিয়ে নাড়া যাবে না। এতে মাছ ভেংগে যাওয়ার সম্ভাবনা আছে।

শেষ ধাপ

2.jpg

কিছুক্ষন পরপর কড়াইটা ঝাকিয়ে দিতে হবে আলু টেংরা মাছের তরকারি ভাজা ভাজা হওয়ার জন্য। ভাজা ভাজা হয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আলু দিয়ে টেংরা মাছের মজাদার চচ্চড়ি। তারপর একটি পাত্রে সাজিয়ে নিলেই তৈরি,পরিবেশনের জন্য টেংরা মাছের চচ্চড়ি।

পরিবেশণ

2.jpg

আশাকরি আজকের আলু দিয়ে টেংরা মাছের চচ্চড়ি রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ১০

Sort:  
 2 years ago 

মলা মাছটি পুষ্টি গুনে ভরপুর। আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি দারুন হয়েছে। চচ্চড়ি খেতে অনেক মজা লাগে। ধনিয়া পাতা কুচি দেওয়ার কারনে খেতে অনেক মজা হয়েছে। আপনার রেসিপি দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু এই মাছের নাম যে মলা মাছ সঠিক জানতাম না তবে আপনার এই পোস্ট থেকে জানতে পারলাম। এই মাছটা সত্যি অনেক উপকারী আর খেতেও বেশ সুস্বাদু লাগে। আপনার রেসিপি দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খেতে। এতো সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জি আপু এই মাছে অনেক পুষ্টি রয়েছে। প্রতিটি মানুষের জন্য অনেক উপকারী মাছ। আলু দিয়ে আপনি অনেক সুস্বাদু মলা মাছের রেসিপি তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর রেসিপি তৈরি করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার বানানো রেসিপিটি দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে। আমার ছোট মাছের চচ্চড়ি খুব পছন্দ। আর আপনার বানানো রেসিপিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার জন্যো অনেক শুভ কামনা। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু এগুলো তো টেংরা মাছ মনে হচ্ছে, মলা মাছ তো দেখতে এরকম হয়না আমার জানামতে এগুলো টেংরা মাছ।যাইহোক আপু আপনি টাটকা মাছ গুলো ঝুড়ি করা আলু দিয়ে হাতে মেখে খুব সুন্দর করে চচ্চড়ি করেছেন। দেখতে খুবই লোভনীয় হয়েছে আশাকরি খেতেও অনেক সুস্বাদু হয়েছিলো? সুন্দর লোভনীয় মাছের চচ্চড়ি রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মলা মাছ সবার জন্য অনেক উপকারী। আসলে এই মাছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। ছোট থেকে বড় সবারই এই মাছ খাওয়া উচিত। মলা মাছের চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। পেঁয়াজ দিয়ে মলা মাছের চচ্চড়ি করলে খেতে যেমন ভালো লাগে তেমনি আলু কিংবা বেগুন দিয়ে চচ্চড়ি করলেও খেতে ভালো লাগে। আপনার তৈরি মলা মাছের চচ্চড়ি রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

এগুলো তো দেখে মনে হচ্ছে টেংরা মাছ। তবে যাই হোক আমার কাছে ছোট মাছ খেতে খুবই ভালো লাগে। আর মাখানো তরকারি আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আমি সবসময় ছোট মাছ মেখে রান্না করি।দারুন ছিল আপু রেসিপিটি। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

শীতের সময় মাছ রান্না খেতে বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছেন। পরবর্তীতে বিভিন্ন মসলার মাধ্যমে তা মাছ দিয়ে রান্না বা ভাজি করে দেখিয়েছেন। রান্নাটা পূর্ণ পড়তে ও দেখতে গিয়ে বেশ লভোণীয় মনে হল আমার কাছে।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই মজাদার এবং লোভনীয় একটি ট্যাংরা মাছ রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন তাছাড়া এই টেংরা মাছ ভাইয়া অনেক বেশি পছন্দ করে সেটা জেনে খুবই ভালো লাগলো। আমার মনে হয় টেংরা মাছ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে আর আলু দিয়ে যদি এরকম ভাবে চচ্চড়ি রান্না করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাই এভাবে যেকোন ছোট মাছ রান্না করলে খেতে দারুন লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সব ধরনের মাছ খেতেই আমার খুব ভাল লাগে। আপনি আজ টেংরা মাছ আলু কুচি দিয়ে খুব সুন্দর করে চচ্চরি করলেন।খেতে খুব মজা হয়েছে। কারন এ ধরনের তাজা মাছের চচ্চরি খুব ভাল লাগে।মজার এই রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62820.16
ETH 2438.32
USDT 1.00
SBD 2.69