অরিগ্যামিঃ স্কুল ট্রলি ব্যাগ।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও বেশ ভালো আছি।আজ ০৯ জৈষ্ট্য, ১৪৩০ বঙ্গাব্দ,২৩ মে,২০২৩ খ্রীস্টাব্দ।বিকেলের দিক কালবৈশাখী ও বৃষ্টির হানা তীব্র গরম থেকে স্বস্তি দিয়েছে, ঢাকার মানুষকে। যদিও ফুটপাতের ব্যবসায়ি ও কাজ ফেরত মানুষদের জন্য অস্বস্তিকর। এই পোস্ট যখন রেডি করছি,তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বন্ধুরা,বৃষ্টিস্নাত এই দিনে প্রতিদিনের মতো আজও আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে অরিগ্যামি তৈরি। মূলত: কাগজের ভাজের কারবার হচ্ছে অরিগ্যামি।কাগজকে নানা ভাবে ভাজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা। এক কথায় অরিগ্যামি কাগজের ভাজের খেলা। আজ সাদা কাগজ দিয়ে ছোটদের ট্রলি ব্যাগ বানিয়েছি। স্কুল ট্রলি ব্যাগও বলতে পারেন।আর এই ট্রলি তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহার করেছি সাদা কাগজ,সাইন পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই,কিভাবে তৈরি হলো আজকের স্কুল ট্রলি ব্যাগের অরিগ্যামি। আশাকরি, আজকের স্কুল ট্রলি ব্যাগের অরিগ্যামিটি ভাল লাগবে আপনাদের।

o2.jpg

উপকরণ

o29.jpg

oa.jpg

১।সাদা কাগজ
২।কাল ও লাল রং এর সাইন পেন
৩।কাচি
৪।গাম

তৈরির পদ্ধতি

ধাপ-১

o30.jpg

প্রথমে ৬"X৬" সাইজের দু'টুকরো সাদা কাগজ নিতে হবে। এবং কাগজ দু'টোকে কোনাকুনিভাবে ভাজ করে নিতে হবে।

ধাপ-২

o28.jpg

এরপর দু"টো কাগজকেই ছবির মতো করে ভাজ করে নিতে হবে।

ধাপ-৩

o27.jpg

o26.jpg

যে পাশে কাগজটি ভাজ করা হয়েছে তার আপর পাশেও একই ভাবে ভাজ করে নিতে হবে।

ধাপ-৪

o23.jpg

o22.jpg

o21.jpg

o20.jpg

এবার ভাজ করে নেওয়া কাগজের একটি অংশ খুলে নিতে হবে। খুলে নেয়া অংশটি দু'ভাজ করে নিতে হবে। ভাজকরা অংশ খুলে নিলে একটা পকেট তৈরি হবে।

ধাপ-৫

o19.jpg

o18.jpg

এবার ভাজ করা আপর কাগজটিও খুলে নিতে হবে। এক্ষেত্রে চারটি পকেট তৈরি হবে।

ধাপ-৬

o16.jpg

o17.jpg

o15.jpg

এবার দু'"টুকরো কাগজ জোড়া দিতে হবে। যে পকেট তৈরি হয়েছে সে পকেটে একটির মধ্যে অন্যটি ঢুকিয়ে দিতে হবে। তাহলে একটি ব্যাগের মতো দেখতে হবে।

ধাপ-৭

o14.jpg

o13.jpg

এবার আড়াই ইঞ্চি বাই ৬ ইঞ্চি সাইজের এক টুকরো কাগজ কেটে নিতে হবে ব্যাগের ঢাকনা তৈরি করার জন্য। কেটে নেয়া কাগজটি দু"ভাজ করে নিতে হবে। এবং গাম দিয়ে লাগিয়ে নিতে হবে।

ধাপ-৮

o12.jpg

o10.jpg

তৈরি কাগজের টুকরোটিকে যে ব্যাগ তৈরি করা হয়েছে,তার পকেটে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে স্কুল ট্রলি ব্যাগ।

ধাপ-৯

o8.jpg

o7.jpg

ব্যাগের হাতল তৈরি করার জন্য চিকন করে এক টুকরো কাগজ ভাজ করে নিতে হবে। এবং গাম দিয়ে ব্যাগের সাথে লাগিয়ে দিতে হবে। দেখতে সুন্দর লাগার জন্য,চোখ ও মুখ একে নিতে হবে।

উপস্থাপনা

o6.jpg

o1.jpg

আশাকরি, আজকের সাদা কাগজ দিয়ে স্কুল ট্রলি ব্যাগের অরিগ্যামি তৈরি করা আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলের সুস্থ্য রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
Loading...
 last year 

কাগজ কেটে বেশ চমৎকার স্কুল ট্রলি ব্যাগ তৈরি করেছেন আপনি। স্কুল ট্রলি ব্যাগ তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার দক্ষতা অনেক দেখে বুঝে যাচ্ছে। বেশ চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর স্কুল ব্যাগ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

জি ভাইয়া এ ধরনের কাজ করতে বেশ সময় অ ধৈর্য্যের প্রয়োজন। অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

ঠিক বলেছেন আপনি এক কথায় অরিগ্যামি হচ্ছে কাগজের ভাঁজের খেলা। আপনি খুব চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে স্কুল ট্রলি ব্যাগ বানিয়েছেন। সত্যি বলতে আপনার ট্রলি ব্যাগ তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের জিনিসগুলো গড়ে শোকেসের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে খুব চমৎকার লাগে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে কাগজের ট্রলি ব্যাগ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর ভাবে ট্রলি ব্যাগ তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

জি আপু অরিগ্যামি হল কাগজে ভাজের খেলে। অনেক ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি স্কুল ট্রলি ব্যাগ তৈরি করেছেন। রঙিন কাগজের জিনিসগুলো দেখতে এমনি খুব ভালো লাগে। বিশেষ করে আপনার রঙিন কাগজের স্কুল ট্রলি ব্যাগ তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে স্কুল ট্রলি ব্যাগ তৈরি উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে স্কুল ব্যাগ তৈরি অসাধারণ হয়েছে। এটি আপনি খুবই দক্ষতার সাথে তৈরি করেছেন এবং উপস্থাপন করেছেন ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

ওয়াও সাদা কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা ট্রলি ব্যাগ তৈরি করে ফেলেছেন দেখছি। সাদা কাগজ দিয়ে এই ট্রলি ব্যাগটি তৈরি করে চোখ মুখ আঁকার কারণে অসম্ভব ভালো লাগছে এটি দেখতে। ভাঁজে ভাঁজে এভাবে এরকম কাজগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সব সময় চেষ্টা করেন বিভিন্ন রকমের নিখুঁত কাজগুলো করার। সত্যি আপনার এই নিখুঁত কাজগুলো আমার কাছে দেখতে একটু বেশি ভালো লাগে। আজকের এই অরিগামিটিও অসম্ভব ভালো ছিল।

 last year 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

দারুণ আইডিয়া ছিলো আপু আপনার ৷ রঙিন কাগজের তৈরি ব্যাগ দেখে অনেক ভালো লাগলো ৷ দারুণ ভাবে রঙিন কাগজ ব্যবহার করে ব্যাগ তৈরি করেছেন ৷ বেশ ভালো লাগলো এমন সুন্দর একটি ডাই পোস্ট দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য ৷

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

ওয়াও মিষ্টি একটা কনসেপ্ট ছিল আপু। আমার তো অনেক ভালো লাগলো দেখে। এই কাগজের ভাঁজ দেখলেই তো আমার মাথা ঘুরে ওঠে। আমি আসলে এই কাজ গুলো করার সাহসই পাই না একদম। তবে আপনার কাজের ফিনিশিং টা বেশ সুন্দর হয়েছে আপু।

 last year 

শুরু করেন একবার ,তাহলেই হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67108.48
ETH 3477.28
USDT 1.00
SBD 2.72