লাইফস্টাইলঃ পড়ন্ত বিকেলে পর্যটন মেলায়।

in আমার বাংলা ব্লগ6 months ago

সবাইকে শুভেচ্ছা

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ২৩শে মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ।০৬ ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ

fair 1.jpg

fair2.jpg

আমার বাংলা ব্লগের বন্ধুরা, গত ৩ ফেব্রুয়ারী,একটি মেলায় গিয়েছিলাম। সেই মেলার কিছু কথা নিয়েই আমার আজকের ব্লগ। আপনারা জানেন,জানুয়ারি -ফেব্রুয়ারি আসলেই ঢাকা নগরী, মেলার নগরীতে পরিনত হয়।পুরো জানুয়ারি বানিজ্য মেলা আর পুরো ফেব্রুয়ারী জুড়ে প্রাণের বইমেলা। এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণে বানিজ্য মেলা নির্ধারিত সময়ের পরে শুরু হয়েছে।শুধু বই বা বানিজ্য মেলা নয়,ঢাকা নগরীতে এই সময় বিভিন্ন বিষয় ভিত্তিক অসংখ্য মেলার আয়োজন হয়ে থাকে।সে রকম একটি মেলা হচ্ছে পর্যটন মেলা।আমার আজকের ব্লগ পর্যটন মেলা।

fair3.jpg বাংলাদেশ টুরিজম বোর্ডের প্যাভিলিয়ন।

fair7.jpg বিমান বাংলাদেশের প্যাভিলিয়ন।

ঢাকার শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে ১ -৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়ে গেল জমকালো পর্যটন মেলা। ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনায় মুখরিত ছিল মেলাস্থল। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা ছিল।দেশ বিদেশের ১৫০ টি প্যাভিলিয়ন ও স্টল ছিল মেলায় দর্শনার্থীদের জন্য তাদের সেবা নিয়ে।৩ তারিখ পড়ন্ত বিকেলে মেলাস্থলে হাজির হয়ে দেখি প্রচুর মানুষের ভিড়। স্টলের কর্মীরা দর্শনার্থীদের, তাদের প্রতিষ্ঠানের সেবা,সুযোগ সুবিধা ও অফার সম্পর্কে অক্লান্তভাবে ধারণা দিয়ে যাচ্ছেন।লিফলেট- বুকলেট ধরিয়ে দিচ্ছেন হাতে হাতে। কেউ কেউ অবশ্য তাৎক্ষণিক ভাবে বুকিং দিচ্ছেন, বিভিন্ন ভ্রমণ প্যাকেজে। মেলা উপলক্ষে ট্যুর অপারেটর গুলোতে ছিল, বিভিন্ন ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড়। লক্ষ্য করেছি,দেশ-বিদেশের বিভিন্ন স্টলেই ছিল লক্ষ্য়নীয় ভীড়। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও ভারত, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম, মালদ্বীপ ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ট্যুর অপারেটর তাদের সেবা নিয়ে হাজির হয়েছিল মেলায়।

fair4.jpg বাংলাদেশের একটি ট্যুর অপারেটরের স্টল।

পর্যটন মেলা ২৪ এর আয়োজক ছিলেন বাংলাদেশের ট্যুর অপারেটরদের সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। মেলার টাইটেল স্পন্সর ছিলেন, বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। সেকারণে দেশের পর্যটন শিল্প নিয়ে বৃহত্তর এই মেলার নামকরণ ছিল "বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০২৪ (বিটিটিএফ)।

fair5.jpg সিঙ্গাপুরের একটি ট্যুর অপারেটরের প্যাভিলিয়ন।

fair6.jpg ভারতের একটি ট্যুর অপারেটরের স্টল।

পর্যটন এখন শিল্প। পর্যটন শিল্পের মাধ্যমে মানুষ যেমন তার পছন্দের জায়গা ভ্রমণ করতে পারছেন স্বাচ্ছন্দে,তেমনি এই শিল্পের মাধ্যমে বিশ্ব ব্যাপী লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।এখন এমন অনেক দেশ আছে যাদের আয়ের বড় উৎস পর্যটন শিল্প।পর্যটন শিল্প নিয়ে আর একদিন বিস্তারিত আলাপ করার ইচ্ছে আছে। তবে মেলায় যে সময়টুকু ছিলাম খুব ভালো লেগেছে।ভ্রমণ বিষয়ে অনেক ইনফরমেশন পেয়েছি।যা আমার ভ্রমণে কাজে লাগবে। বন্ধুরা,আজ এই পর্যন্তই।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টবিবরণ
শ্রেণীলাইফস্টাইল
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ৬ই ফেব্রুয়ারি ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 6 months ago 

হ্যাঁ আপু এই সময় নগরীতে বিভিন্ন ধরনের মেলা দেখতে পাওয়া যায়। বিশেষ করে ঢাকায় এই সময় ভিন্ন ভিন্ন মেলা অনুষ্ঠিত হয়। আপনি আজকে পর্যটন মেলায় দারুন সময় উপভোগ করেছেন । যেটা আমাদের সাথে শেয়ার করলেন আমরাও আপনার উপভোগ্য মেলার দৃশ্য দেখে উপভোগ করলাম। খুবই ভালো লাগলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

জি ভাইয়া ঢাকা এখন মেলার শহর। কত মেলা যে চলছে। ধন্যবাদ ভাইয়া ।

 6 months ago 

পর্যটন মেলায় গিয়ে দেখছি ভালো সময় অতিবাহিত করেছিলেন। মেলায় গিয়ে ঘুরাঘুরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। যতক্ষণ পর্যন্ত মেলায় ছিলেন, ততক্ষণ খুব ভালো সময় কাটিয়েছিলেন এবং ভালো লেগেছিল নিশ্চয়ই। এরকম মেলাগুলো হলে সেখানে যেতে ভালোই লাগে। পর্যটন মেলায় গিয়ে ভালো সময় উপভোগ করার মুহূর্তটা সুন্দর করেই সবার মাঝে তুলে ধরলেন। বেশ ভালো লাগলো সম্পূর্ণটা পড়তে। ধন্যবাদ আপনাকে সুন্দর সময় কাটানোর মুহূর্ত টা শেয়ার করার জন্য।

 6 months ago 

জি ভাইয়া বেশ ভালই সময় কাটালাম। বেশ ভালই উপভোগ করেছি। ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

৩ ফেব্রুয়ারি আপনি পর্যটন মেলায় গিয়েছিলেন আর ভালো সময় অতিবাহিত করেছিলেন। পর্যটন মেলা বেশ কিছু আলোকচিত্র আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি সেখানে গিয়ে ভ্রমণ বিষয়েও অনেক ইনফরমেশন পেয়েছেন শুনে আরো ভালো লেগেছে আমার কাছে। বেশ ভালোই উপভোগ করেছি কিন্তু আপনার পর্যটন মেলার এই মুহূর্তটা। এই সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

জি বেশ ভালই সময় কাটালাম পর্যটন মেলায়। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60728.87
ETH 2661.87
USDT 1.00
SBD 2.50